গ্লিটার আর্ট পেপার দিয়ে ক্রিস্টমাস অর্নামেন্টস তৈরি,10%shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম অনেকদিন পরে গ্লিটার আর্ট পেপার দিয়ে একটি জিনিস তৈরি করেছি সেটি নিয়েই হাজির হয়ে গিয়েছি ।গ্লিটার আর্ট পেপার দিয়ে বেশ কিছুদিন হল কিছুই তৈরি করা হয় না তাই আজ ভাবলাম আজকে কিছু একটা বানাতেই হবে তাই সাথে সাথে আর্ট পেপার নিয়ে বসে পড়লাম। গ্লিটার আর্ট পেপার দিয়ে জিনিস বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। গ্লিটার আর্ট পেপার দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে দেখতে খুব ভালো লাগে অনেক বেশি আকর্ষণীয় লাগে তাই গ্লিটার আর্ট পেপার দিয়ে যদি নরমাল কোনো কিছু তৈরি করা হয় খুবই গর্জিয়াস লাগে। আজ আমি গ্লিটার আর্ট পেপার দিয়ে একটি ক্রিসমাস অর্নামেন্টস তৈরি করেছি সেটি আপনাদের সাথে এখন ধাপে ধাপে বানিয়ে দেখাবো।



Picsart_22-03-18_21-07-02-750.jpg

গ্লিটার আর্ট পেপার
কাঁচি
পেন্সিল
স্কেল
গ্লু

20220318_213023.jpg

20220318_213010.jpg

20220318_165736.jpg20220318_165957.jpg

প্রথম ৯/৮ সেন্টিমিটার ও ৪/৫ সেন্টিমিটার সাইজের দুটি আর্ট পেপার নিয়েছি। তারপর বড় গ্লিটার আর্ট পেপারটির লম্বা দুইপাশে ১ সেন্টিমিটার ১ সেন্টিমিটার করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।

20220318_170209.jpg20220318_170337.jpg

তারপরে মাঝখান থেকে ভাঁজ দিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি। ওই দাগ বরাবর তারপর একপাশে মাথার দিকে কোনা কোনা করে কেটে দিয়েছি।

20220318_170606.jpg20220318_170639.jpg
20220318_170727.jpg20220318_170832.jpg

তারপর ছোট গ্লিটার আর্ট পেপারের এক সাইডে গ্লু লাগিয়ে নিয়েছি ।গ্লু লাগিয়ে বড়টার সাথে একপাশে লাগিয়ে দিয়ে অন্য পাশটা টেনে এনে লাগিয়ে দিয়েছি।

20220318_171023.jpg20220318_171117.jpg

তারপর আরো একটি ছোট্ট গ্লিটার পেপার নিয়ে আগে থেকে বানিয়ে রাখা ওই পেপারটির এক সাইডে লাগিয়ে দিয়েছি।

20220318_171230.jpg20220318_171427.jpg

তারপর অন্য পাশটা টেনে এনে গ্লুর সাথে লাগিয়ে দিয়েছি।

20220318_171504.jpg20220318_171526.jpg

20220318_194917.jpg

আরেকটি চিকন একটি গ্লিটার আর্ট পেপার নিয়ে মাঝখানে গ্লু দিয়ে দুই সাইডে লাগিয়ে দিয়েছি। এভাবেই তৈরি হয়ে গিয়েছে আমার গ্লিটার আর্ট পেপারের তৈরি খুব সুন্দর একটি ক্রিস্টমাস অর্নামেন্টস।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

animasi-bergerak-terima-kasih-0078.gif

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 3 years ago 

আমি যদি ভুল না করি তাহলে সম্ভবত আপনার আরও গ্লিটার আর্ট পেপারের সুন্দর কারুকাজ বিগত সময়েও দেখেছিলাম। এবারের উপস্থাপনাও সুন্দর ছিল । শুভেচ্ছা রইল।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া মাঝে মাঝে গ্লিটার আর্ট পেপার দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করি। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশংসামূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর ভাবে গ্লিটার আর্ট পেপার দিয়ে ক্রিস্টমাস অর্নামেন্টস তৈরি করেছেন আপু। গ্লিটার পেপার দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে সেটি দেখতে অনেক ভালো লাগে।ক্রিস্টমাস অর্নামেন্টস তৈরি করার পদ্ধতি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এমন সুন্দর একটা জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ঠিকই বলেছেন গ্লিটার পেপার দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে আসলে অনেক ভালো লাগে দেখতেও ভালো লাগে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

গ্লিটার আর্ট পেপার দিয়ে আপনি দারুন একটি ক্রিস্টমাস অর্নামেন্টস তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । আপনার এই পোস্টের মধ্যে আপনার ক্রিয়েটিভিটি গুলো অনেক সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে। এছাড়াও এটি তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আপনি বর্ণনা করেছেন সব মিলিয়ে পোস্টটি দারুন ছিল। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোষ্ট আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

গ্লিটার পেপার দিয়ে অসাধারণ সব জিনিস তৈরি করা যায় এবং সুন্দর হয়। আপনি খুবই সুন্দর করে আজকে গ্লিটার পেপার দিয়ে ক্রিসমাস রিলেটেড একটি হ্যান্ড ক্রাফট তৈরি করেছেন তা খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

খুব সুন্দর করে গ্লিটার আর্ট পেপার দিয়ে ক্রিস্টমাস অর্নামেন্টস তৈরি করেছেন। আপনার এ কাজটি প্রশংসার দাবিদার। খুব সুন্দর ভাবে আপনি কাজটি সম্পন্ন করেছেন এবং উপস্থাপনা খুব ভালো ছিলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকুন ফ্যামিলির সবাইকে নিয়ে সব সময়।

 3 years ago 

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

গ্লিটার আর্ট পেপার দিয়ে ক্রিস্টমাস অর্নামেন্টস তৈরি খুবই সুন্দর হয়েছে। দেখতে অনেক সুন্দর লাগছে নতুনত্ব কিছু তৈরি দেখতে আমার খুবই ভালো লাগে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে গ্লিটার আর্ট পেপার দিয়ে ক্রিস্টমাস অর্নামেন্টস তৈরি, করেছেন। দেখতে অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে আপু

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

গিটার আট পেপার ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি ক্রিস্টমাস অর্নামেন্টস তৈরি করেছেন । অনেক সুন্দর ভাবে তৈরি করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।
আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মতামত দেওয়ার জন্য।

 3 years ago (edited)

গ্লিটার আর্ট পেপার দিয়ে ক্রিস্টমাস অর্নামেন্টস আপনি খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। আপনার এই গ্লিটার পেপার দিয়ে ক্রিসমাস অর্নামেন্টস দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কত সুন্দর ভাবে আপনি ধাপে ধাপে এটি আমাদের মাঝে নিয়ে এসেছেনে। এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

গ্লিটার পেপার দিয়ে খুব সুন্দর অরনামেন্টস বানিয়েছেন আপু। দেখতে অনেক সুন্দর লাগছে। পেপার দিয়ে এই সব ক্রিয়েটিভ কাজ সবাই করত পারে না। টেলেন্ট আছে আপনার মধ্যে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চেষ্টা করলে সবাই পারে আপনিও চেষ্টা করুন পারবেন অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62684.33
ETH 2456.60
USDT 1.00
SBD 2.66