এলোমেলো ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে এলোমেলো কিছু ফটোগ্রাফি শেয়ার করব । অনেকদিন হলো এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করা হয় না । এলোমেলো ফটোগ্রাফি তেমন একটা দেওয়া হয়না এজন্য ফোনে অনেক ধরনের ছবি তোলা রয়েছে সেগুলো না দিয়ে থাকার কারণে অনেক ছবি জমে গিয়েছে । আজকে কি পোস্ট দিব ভাবতে ভাবতে ফোন ঘাটতে ঘাটতে চলে গিয়েছিলাম অনেক পেছনে সেখানে দেখলাম যে অনেক আগের কিছু ছবি জমা হয়ে রয়েছে । সেগুলো এখন পর্যন্ত দেওয়াই হয়নি আর এদিকে ফোনও হ্যাং হয়ে আসে । সেজন্য এখান থেকে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর ফোনও কিছুটা রিলিজ হলো । এ ধরনের ছবিগুলো দেখলে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে ।
প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছেন এটি সম্ভবত মিষ্টি কুমড়ার ফুল হতে পারে আমি সঠিক বলতে পারলাম না । তবে আন্দাজ করে একটা নাম বললাম । অনেকদিন আগে নানা বাড়িতে ঘুরতে গিয়েছেন সেখানে দেখলাম যে এরকম তাজা একটি গাছে সুন্দর ফুল ফুটে রয়েছে সেখান থেকে ছবিটি তুলে নিয়েছি । এই ছবিটা দেখে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়লো । আমরা সবাই মিলে সেদিন ঘুরতে গিয়েছিলাম এবং অনেক মজা করেছিলাম ।
এখানে পুইশাকের দুটি ছবি দেওয়া আছে । পুঁইশাকের গাছে দেখুন কত সুন্দর ফল ধরেছে । এই পুঁইশাকের ফল গুলো খেতে অনেক ভালো লাগে । আর যখন পাকে তখন সেই ফলগুলো দিয়ে ভাত মেখে খেলে ভাতের কালার হয় দেখতেও ভালো লাগে খেতেও নিশ্চয়ই ভালই লাগে । অনেক আগে খেয়েছি এই জন্য টেস্টটা আমার ঠিক মনে নেই । এখানে দুটো গাছের ছবি দেওয়া হয়েছে একটি লম্বাভাবে বেড়ে ওঠেছে আর একটা দেখলাম ছোট ভাবে বেড়ে উঠেছে কিন্তু ফল ধরেছে দুটোতেই ।
সন্ধ্যামালতী ফুল গাছ আমার কাছে ভালো লাগে । গাছ ভর্তি ফুল ফুটে থাকে দেখতে সত্যি অনেক ভালো লাগে । আমার সন্ধ্যামালতি গাছ রয়েছে দেখে এই গাছগুলো আমি অনেক বেশি পছন্দ করি । এইফুলের বিভিন্ন কালার হয়ে থাকে । এখানে পিংক কালারের ফুল রয়েছে ফুলগুলো ফুটে গিয়ে এখন ফুলের নিচের অংশটুকু অবশিষ্ট রয়েছে এবং সেখান থেকে বিচি হবে এবং সেই বিচিটা পেকে একেবারে কালো হয়ে যাবে সেটা মাটিতে পুঁতে দিলেই সেখান থেকে আবার নতুন গাছ গজায় । আমি এভাবেই সন্ধ্যামালাতে গাছ করে থাকি । এই গাছটাও নানা বাড়ি থেকে তোলা হয়েছিল । উপরে সবগুলো ছবি আমি নানাবাড়ি থেকেই তুলেছিলাম । আর নিচে দেখতে পাচ্ছেন আমার ছেলের ছবি । এক বছর আগে আমার ছেলে কতটা ছোট ছিল তাই এই ছবিটা দেখে মনে পড়লো । আপনাদের সাথে শেয়ার করলাম ছবি তোলার সময় তার হাসি দিতে বললে সে এরকমভাবে কেমন যেন একটা হাসি দেয় ।
দেখতে পেলাম একটা বেগুন গাছ বেগুন গাছ এরকম গোল বেগুন ধরেছে । দেখতে আমার কাছে ভালই লাগছিল এজন্য ছবিটা তুলে নিয়েছি । এরকম গাছ থেকে নিজের হাতে লাগানো গাছের বেগুন পেড়ে খেতে মনে হয় ভালই লাগে । একেবারে ফ্রেশ শাকসবজির অনেক রকমের গাছ দেখলাম নানা বাড়িতে লাগিয়েছে । সত্যি এরকম একটা সবজি বাগান থাকলে নিজের কাছেই ভালো লাগে ।
এখানে দেখতে পেলাম একটা মা কুকুর তার বাচ্চাদেরকে নিয়ে আরামে শুয়ে রয়েছে । এই কুকুরগুলো দেখলে আমার কাছে ভয় লাগে এরা যে কোনো সময় মানুষকে কামড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়ে । ওদের সবসময় একটা ভয় থাকে ওদের বাচ্চা বুঝি কেউ নিয়ে যাবে এজন্য মনে হয় ওরা এই কাজটা করে ।
তারপর আরো দেখতে পেলাম ছোট একটা মা মুরগি তার বাচ্চাদেরকে নিয়ে কত সুন্দর ভাবে ঘুরে বেড়াচ্ছে । এই দৃশ্য দেখতে আমার কাছে খুব ভালো লাগে । কারণ ছোট ছোট বাচ্চাগুলো দেখতে অনেক কিউট লাগে এগুলো গ্রামগঞ্জে গেলে দেখতে পাওয়া যায় । আর কবুতর গুলো তো আমার কাছে সত্যিই অনেক ভালো লাগে । আমরা সব সময় দেখে এসেছি নানা বাড়িতে আমার মামা কবুতর পুষে এবং একসাথে অনেক কবুতর থাকে । এখানে কিছু কবুতর রয়েছে যারা তাদের খাদ্য সংগ্রহ করছে ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
চমৎকার কিছু এলোমেলো ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এই এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লেগেছে আমার। যেখানে একটি বছর আগে আপনার বাবু দেখতে কেমন ছিল সেই ফটোটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। পাশাপাশি গৃহপালিত পশুপাখির সুন্দর চিত্র দেখতে পারলাম এই পোষ্টের মাঝে।
এসব ছবির সাথে ওর ছবিটাও তুলেছিলাম এজন্য একসাথে আপনাদের সাথে শেয়ার করলাম ।
আপু আপনি আজকে আমাদের মাঝে এলোমেলো কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফির মধ্যে গ্রামের কিছু মনোরম পরিবেশ খুঁজে পেয়েছি তাই সব থেকে বেশি ভালো লেগেছে। কুকুরের ফটোগ্রাফি গুলো এবং কবুতরের ফটোগ্রাফি গুলো বেশ দারুন ছিল। ধন্যবাদ এত সুন্দর একটি ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আমি শেয়ার করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে বেশ ভালো লেগেছে শুনে খুশি হলাম ।
খুবই চমৎকার কয়েকটি ফটোগ্রাফি তুলে ধরেছেন আপু।যা দেখতে ভীষণ সুন্দর লাগছে।এত সুন্দর করে ফটোগ্রাফি করেছেন দেখে মন ভরে গেলো আপু।খুবই নিখুঁত ভাবে প্রতিটা ফটো তুলে ধরেছেন।এই ধরনের এলোমেলো ফটো গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনার মন ভরে গিয়েছে জেনে ভালো লাগলো ।
এলোমেলোভাবে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু। আপনার ছেলে তো মাশআল্লাহ দেখতে অনেক সুন্দর। তবে এই ছবিটা এক বছর আগের। এখন হয়তোবা আর বড় হয়ে গেছে। তাছাড়াও আপনার ধারণ করা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য ।
এলোমেলো ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো বেশ দারুন লাগছে আপু। আমি যদি ভুল না বলি তবে আপনার প্রথমের ফটোগ্রাফিটি চাল কুমড়া ফুলের ফটোগ্রাফি। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হতে পারে আমি জানি না তার জন্য সঠিক নামটা বলতে পারিনি ।
এলোমেলো বেশ কয়েকটি চমৎকার ফটোগ্রাফি ক্যাপচার করে আমাদের মাঝে তুলে ধরেছেন অনেক সুন্দর লেগেছে আপু বিশেষ করে প্রতিটা ফটোগ্রাফি স্বচ্ছ ভাবে তুলে ধরেছেন যার কারণে বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার এলোমেলো ফটোগ্রাফি গুলো আপনার কাছে চমৎকার লেগেছে শুনে ভালো লাগলো ।
আপনি সব সময় দারুন ফটোগ্রাফি করে থাকেন। ফটোগ্রাফি গুলো ভীষণ ভালো লাগতেছে। মিষ্টি কুমড়ার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল। গ্রাম অঞ্চলের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর ফটোগ্রাফি আমাকে মুগ্ধ করলো। সন্ধ্যামালতী ফুল অনেকদিন পর দেখলাম এবং আপনার ছেলের ছবিটি বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। দেখতে ভীষণ ভালো লাগতেছে। তার চুলগুলো অনেক সুন্দর। জুতাটি বেশ পছন্দ হয়েছে আমার।
গ্রাম বাংলার এ ধরনের চিত্রগুলো ভালো লাগার জন্য আমি ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি ।
আপনার তোলা সব কয়টি ফটোগ্রাফি দেখতে বেশ সুন্দর লাগছে। বিশেষ করে মা কুকুর তার সন্তানদের নিয়ে শুয়ে থাকার দৃশ্যের ফটোগ্রাফিটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। যাহোক সুন্দর সুন্দর ফটোগ্রাফির সমন্বয়ে দারুন একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ।
এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে ভালই লাগলো। ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। সন্ধ্যা মালতী ফুল আমারও ভীষণ ভালো লাগে। সন্ধ্যা হওয়ার আগেই পুরো গাছে ফুল ভরে যায়। ভালোই লাগে দেখতে। গাছে থাকা বেগুনের ফটোগ্রাফি টাও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আসলে এলোমেলো ফটোগ্রাফি গুলো আমার কাছেও দেখতে ভালো লাগে । সন্ধ্যামালতী ফুল আমার কাছেও খুব ভালো লাগে ।