বাইরে হাঁটাহাঁটি ও প্রয়োজনীয় কেনাকাটা
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে শেয়ার করব বাইরের এলোমেলো কিছু ঘোরাঘুরি ও কেনাকাটা প্রসঙ্গে । বেশ কিছুদিন ধরেই ভাবছি যে কাজের জন্য কিছু রঙীন কাগজ,কলম এবং আর্ট পেপার কেনার দরকার । কিন্তু যাব যাব করে যাওয়া হচ্ছে না । আবার কয়েকদিন ধরে শরীরটাও ভালো যাচ্ছে না তাই আরও যাওয়া হচ্ছে না । আবার ছেলেটার স্কুলও বেশ কিছুদিন ধরে বন্ধ । একেবারে বাসার ভিতরে বন্ধী হয়ে রয়েছি । বাসার ভিতরে থাকতে ইচ্ছা করছে না ।
কয়দিন ধরে ভাবছি যে পূজার ভিতরে রাস্তাঘাট একটু ফাঁকা থাকলে রিক্সা নিয়ে খোলামেলা রাস্তা দিয়ে একটু ঘুরবো কিন্তু সেই সুযোগটা হয়ে উঠলো না । কারণ রাস্তা মোটেও ফাঁকা ছিল না যার কারণে আর ঘোরাও হয়নি । আজকে একটু সময় করে বেরিয়ে পড়েছি কেনাকাটা করার জন্য ।
প্রথমে বাসা থেকে নেমে চলে গেলাম কাগজ কলম কেনার দোকানে । সেখান থেকে কিছু রঙিন কাগজ ও তিন চারটা জেল পেন কিনে নিলাম আঁকা আঁকি করার জন্য।এর ভিতরে ছেলেটা আবার একটা স্টিকার নিতে চাইলে তখন ওর জন্য একপাতা স্টিকারও কিনে দিলাম । সেটা পেয়ে ছেলেটা অনেক খুশি হয়েছিল ।
আজকে দুপুর বেলায় ও খুব বায়না করছিল যে বিরিয়ানি খাবে, ওকে খাওয়াতে বসাবো ঠিক সেই মুহূর্তে ও বিরিয়ানির কথা বলেছে । প্রথমে আমাকে রান্না করতে বলেছিল আমি রান্না করে দেয়নি দেখে বলেছে বাইরে থেকে কিনে আনো । এদিকে এখন বাইরে থেকে কিনে আনতে গেলে দেরি হয়ে যাবে যার কারণে তখন ভাত খাইয়ে দিয়েছি । সন্ধার পরে কিনে দেবো বলে থামিয়ে রাখলাম ।
তারপর প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করে চলে গেলাম বিরিয়ানির দোকানে সেখান থেকে ওর জন্য মোরগ পোলাও কিনে নিলাম । তেহারি ছিল কিন্তু ছেলেটা তেহারি খেতে ওতোটা পছন্দ করে তবে আমার কাছে ভালই লাগে । কিন্তু ও খেতে মোরগ পোলাও খেতে পছন্দ করেছে সে কারণে ওর জন্য মোর পোলাও নিলাম । আরেকটু সামনে এসে আমার ছোটখাটো আরো কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নিলাম । ছেলের জন্য একটি লুডুর কোর্ট কিনেছি তিনজন মিলে খেলার জন্য ।তারপর আমি আর আমার ছেলে বাসায় চলে আসলাম আর ওর বাবা হাঁটতে চলে গেল । এরপর বাসায় ওর বাবা আসার পরে তিনজনে মিলে একসাথে খেয়ে নিলাম । খাবারটা অনেক মজার ছিল । আমার কাছে তো তেহারি থেকে এই খাবারটা অনেক বেশি মজা লেগেছে ছেলেটাও খুব মজা করে খেয়েছে ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
---|
যাক আপনি নিজে বাহিরে গিয়ে কিছু কাগজ কিনা কাটা করেছেন এবং ছেলের জন্য স্টিক কিনেছেন। অনেক সময় ঘরে বসে থাকতে থাকতে নিজের কাছে অনেক খারাপ লাগে। যখন বাহির হলেন তখন আপনার মন একটু ফ্রেশ হলো। যাক ছেলের আবদার পূরণ করার জন্য মোরগ পোলাও কিনেছেন। এবং ফ্যামিলির তিনজন মিলে খুব মজা করে খেয়েছেন। যদি আপনি বাসায় তৈরি করা চিন্তা করলেন লাস্ট পর্যন্ত রেস্টুরেন্ট থেকে কিনে আনলেন। ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার নিজের কোন কিছু কিনতে হলে আমি নিজে গিয়েই কিনি । আর বাইরে গেলে এমনিতেই ভালো লাগে এজন্য মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করি ।
বাহ্ আপু দারুন কিছু সময় কাটিয়েছেন তো। যা যা কিনলেন সবগুলো কিন্তু প্রয়োজনীয়। আপনার লুডু দেখে তো আমার খুব খেলতে মনে চাচ্ছে। বাইরে ঘুরতে যেয়ে সব দেখি প্রয়োজনীয় জিনিসই নিয়ে আসলেন।
সময়টা আসলে অনেক ভালো কেটেছিল আপু । আর লুডু টাও ইচ্ছা করে কিনেছি যাতে সময় পেলে একটু খেলতে পারি ।
কেনাকাটা দারুন একটি মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যেখানে বিরিয়ানি খাওয়ার ইচ্ছাটা হয়তো প্রবল ছিল। ঘরের তৈরি না করে বাইরে থেকে খাবার কেনাকাটার মুহূর্ত,পাশাপাশি প্রয়োজনের জিনিস কেনাকাটা সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। ভালো লাগলো লুডু কেনার বিষয়টা, আসলে এটা অনেকদিন খেলা হয় না আমার। দেখেই যেন ইচ্ছে হলো লুডু খেলার প্রতি।
ছেলেটা বিরিয়ানি খেতে চেয়েছিল বিধায় আমিও গিয়েছিলাম । আর আমার ছোটখাটো কেনাকাটা ছিল সেই জন্য এক কাজে দুই কাজ করে নিলাম ।
আপনিও দেখছি ঘরবন্দী থাকতে একদম পছন্দ করেন না। পুজোর সময় অনেক অঞ্চলের রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। বাইরে গিয়ে নিজের মনটাও ফ্রেশ হয়ে গেল আবার আপনার ছেলের ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। ছোট বাচ্চারা দেখছি সবাই শুধু বিরিয়ানি পছন্দ করে।
ঘরে বন্দী থাকা কারোই ভালো লাগেনা একটু বাহিরে গেলে তখন ভালো লাগে ।
অনেক সময় বাসায় বসে থাকতে থাকতে মানুষ হাঁপিয়ে যায়। যাইহোক ছেলের স্কুল বন্ধ এই কারণে আপনার জন্য ভালো হয়েছে। রঙিন কাগজ জেল পেন এগুলো আমাদের সব সময় লাগে এগুলো কেনে ভালোই করেছেন। ছেলের আবদার পূরণ করার জন্য মোরগ পোলাও কিনেছেন। এবং বাসায় নিয়ে আপনারা তিনজন খুব মজা করে খেলেন। অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে।
ছেলেটা যখন স্কুল থাকে তখন নিয়মিত বাইরে যায় এজন্য আটকা পড়ে গেলে তখন আর ভালো লাগে না ।