লাল কলমের সুন্দর একটি নকশা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20231115_000506591.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আমি আপনাদের সাথে একটু আর্ট পোস্ট শেয়ার করব । নতুন নতুন আর শেয়ার করতে সব সময় খুব ভালো লাগে এজন্য আমি নতুন আর্ট নিয়ে সবসময় উপস্থিত হওয়ার চেষ্টা করি । আজকে আমি লাল কলম দিয়ে খুব সুন্দর একটি ডিজাইন আর্ট করছি । আর্টটি লাল কলম দিয়ে করার কারণে একটু ভিন্ন ধরনের সুন্দর লাগছিল। সব সময় তো কালো কলম দিয়ে করি এজন্য ভাবলাম এবার একটু অন্য কালার করে দেখি কেমন লাগে । লাল কালার করার কারণে নকশাটা মনে হচ্ছে একটু বেশি সুন্দর লাগছিল ।

প্রয়োজনীয় উপকরণ

সাদা কাগজ
পেন্সিল
স্কেল
লালকলম

কার্যপ্রণালী

20231114_234740.jpg20231114_234727.jpg
20231114_234714.jpg20231114_234701.jpg
20231114_234647.jpg20231114_234634.jpg

প্রথম একটি সাদা কাগজ নিয়ে একটি চতুর্ভুজ এঁকে নিয়েছি । তারপর বড় চতুর্ভুজের ভেতরে ছোট্ট আরও একটি চতুর্ভুজ এঁকে নিয়েছি । এরপর কোনা করে আরো একটি চতুর্ভুজে এঁকে নিয়েছি এবং সেই চতুর্ভুজের মাঝখানে কোনা করে আরো একটি চতুর্ভুজে এঁকে নিয়েছি । এরপর পেন্সিলের দাগের উপর দিয়ে লাল কালির কলম দিয়ে দাগিয়ে নিয়েছি । এবং সাইডের ঘর গুলো একটার সাথে একটা জোড়া দিয়ে দিয়েছি । এরপর মাঝখানে লাল কলম দিয়ে লম্বা লম্বা করে আরো একটি দাগ দিয়ে নিয়েছি ।

20231114_234621.jpg20231114_234606.jpg
20231114_234552.jpg20231114_234540.jpg
20231114_234520.jpg20231114_234507.jpg

এরপর মাঝের ঘরে পাতা এঁকে নিয়েছি। এরপর পাতার বাইরের সাইডে কিছু ফাঁকা অংশ লাল কালির কলম দিয়ে ভরে দিয়েছি । এরপর সে ফাঁকা অংশের সাইড দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি । এরপর বাইরের ঘরটাতেও কিছুটা দাগিয়ে ডিজাইন করে নিয়েছি এবং যেসব জায়গা ফাঁকা ছিল সেগুলো লাল কালির কলম দিয়ে দাগিয়ে ভরে দিয়েছি ।

20231114_234451.jpg20231114_234438.jpg
20231114_234424.jpg20231114_234406.jpg

এরপর মাঝের অংশটুকু সম্পূর্ণ ডিজাইন করা হয়ে গেলে চার কোনার সাইডে পাতা পাতা এঁকে ডিজাইন করে নিয়েছি । এরপর বাইরের ফাঁকা অংশগুলো দাগ দিয়ে লাল কালি দিয়ে ভরে দিয়েছি এবং পাতার মাঝখানে দাগ দিয়ে দিয়ে ডিজাইন করে নিয়েছি ।

20231114_234351.jpg20231114_234318.jpg

এরপর বাইরে যে চিকন দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগের ভিতরে গোল গোল করে ডিজাইন করে নিয়েছি । এবং গোলের পাশ দিয়ে যে ফাঁকা জায়গাটুকু ছিল সেটুকু দাগিয়ে দেখিয়ে ভরে দিয়েছি । তারপর চার কোনায় চারটি গোল গোল করে ফুলের মত ডিজাইন করে নিয়েছি । তারপর ফাঁকা অংশগুলো দাগিয়ে ভরে নিয়েছি । ব্যাস এভাবে আমার লাল রঙের কলম দিয়ে খুব সুন্দর একটি নকশা আর্ট করা হয়ে গিয়েছে । এরপর আমি আমার নাম লিখে নিয়েছি এবং একই সাথে কয়েকটি ছবি তুলে নিয়েছি ।

20231114_234257.jpg

20231114_234238.jpg

Sort:  
 last year 

আপনি আজকে লাল কলম দিয়ে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন। আপনার এই নকশাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে দেখে মনে হচ্ছে একটা পাপোশ। নকশা তৈরি ধানগুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

এরকম করে একটা পাপোশ আপনি বানিয়ে ফেলুনতো কেমন লাগে দেখব ।

 last year 

আপনার ড্রইং করা রঙিন নকশাটি অনেক চমৎকার হয়েছে। ছোট ছোট কারুকাজের সমন্বয় খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন নকশাটি। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন সব সময়।

 last year 

আমার লাল কালির কলম দিয়ে নকশাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ।ধন্যবাদ ।

 last year 

লাল কলমের অনেক সুন্দর একটি নকশা এঁকেছেন। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এমনিতেও আপনার আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

আমার আর্টগুলো আপনার কাছে সবসময় ভালো লাগে জেনে ভালো লাগলো ।ধন্যবাদ ।

 last year 

লাল কলম ব্যবহার করে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন আপু। যা দেখতে খুবই সুন্দর হয়েছে।বিশেষ করে লাল কালার কালি ব্যবহার করার কারণে নকশাটি দেখতে খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি নকশা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

সব সময় কালো কালির কলম দিয়ে করি এবার একটু লাল কালির কলম দিয়ে ভিন্নতা আনার জন্য করেছি । আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

 last year 

লাল কলমের নকশাটি দেখতে চমৎকার লাগছে আপু।আপনার আঁকা নকশাটি খুব সুন্দর হয়েছে।আপনি এই নকশার আর্টটি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরলেন। এজন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।

 last year 

আমার আঁকা নকশাটি আপনার কাছে সুন্দর লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

লাল কলমের সুন্দর একটি নকশা তৈরি করেছেন নকশাটা পুরোপুরি ভিন্ন ধরনের লাগছে। সাদা কাগজের উপরে লাল নকশা আরো বেশি ভালোভাবে ফুটে উঠেছে আপনার আর্ট করার দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

লাল কালির কলম দিয়ে করার কারণে হয়তোবা ভিন্ন ধরনের লাগছে । অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

 last year 

আপু ডিজাইনটি অসম্ভব সুন্দর লাগছে। এই নকশাটি লাল কালির হওয়াতে অনেক বেশি ফুটে উঠেছে। আপনি আপনার অঙ্কন পদ্ধতি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 last year 

ঠিক বলেছেন ভাইয়া লাল কালির কলম দিয়ে করার কারণে বেশি ভালো লাগছে এবং খুব সুন্দর ফুটেছে মনে হয় ।

 last year 

রঙিন কলম নিয়ে খুব সুন্দর একটা নকশা তৈরি করে ফেলেছেন আপনি। আর এই নকশার মধ্যে আপনি যে ডিজাইন দিয়েছেন তা একদম অসাধারণ হয়েছে। আর এরকম ইউনিক একটি ডিজাইন শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখানে লাল রং দেওয়ার কারণে এটি খুবই ভালোভাবে ফুটে উঠেছে।

 last year 

ছোট ছোট করে ডিজাইনগুলো দিয়েছি দেখে হয়তো অসাধারণ লাগছে । অনেক ধন্যবাদ আপনাকে ।

 last year 

প্রথমে দেখে ভেবেছিলাম কোন একটি কাপড়ের উপর কোন নকশা করা হয়তো। পরে টাইটেল দেখে আর পোস্টের মধ্যে ঢুকে বুঝতে পারলাম এটা কলম দিয়ে আঁকানো। অনেক সুন্দর আর নিখুঁতভাবে এঁকেছেন, খুবই ভালো লাগলো।

 last year 

নকশি কাঁথায় এরকম করে নকশা করে তৈরি করলে হয়তোবা ভালই লাগবে দেখতে ।ধন্যবাদ আপু ।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.18
JST 0.034
BTC 90139.92
ETH 3237.87
USDT 1.00
SBD 2.79