ঢেঁড়স ভাজি রেসিপি,10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি।



আজ আমি আপনাদের সাথে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব সেটি হল ঢেঁড়স ভাজি অনেকেই আবার এটিকে ভেন্ডি নামে চেনে তবে আমরা ঢেঁড়স বলে জানি। এটি খুব মজার একটি খাবার এবং খুব সহজে ঝটপট রান্না করে ফেলা যায়। গরম ভাতের সাথে খুবই মজা খেতে। খুব অল্প উপকরণ দিয়ে রান্না করা যায় তেমন একটা উপকরণের প্রয়োজন হয় না। চলুন তাহলে আমার ঝটপট ঢেঁড়স ভাজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।



Polish_20211007_013108806.jpg

প্রয়োজনীয় উপকরণ ও পরিমাণ নিচে দেওয়া হলো:

উপকরণপরিমান
ঢেঁড়স১/২ কিলো
মরিচ৮পিছ
পেঁয়াজ১/২কাপ
লবণস্বাদ মতো
তেলপরিমাণ মত
হলুদের গুঁড়া১/২চা চামচ
ধোনিয়ার পাতাআন্দাজমত


Polish_20211007_013305444.jpg

প্রস্তুত প্রণালী



১ম ধাপঃ

IMG20211006124145.jpg

প্রথমে ঢেঁড়স গুলো এভাবে আস্ত পানিতে ধুয়ে নিয়েছি।

২য় ধাপঃ

IMG20211006125519.jpg

তারপরে ঢেঁড়স গুলোকে এভাবে কেটে নিয়েছি।

৩য় ধাপঃ

IMG20211006125526.jpg

৪র্থ ধাপঃ

IMG20211006125544.jpg

চুলায় একটি কড়াই বসিয়ে ভালোমতো গরম করে তাতে প্রয়োজন মত তেল দিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে আসলে কেটে রাখা ঢেঁড়স গুলো দিয়ে দিয়েছি।

৫ম ধাপঃ

IMG20211006125703.jpg

তারপর হলুদ ও লবণ দিয়ে দিয়েছি।

৬ষ্ঠ ধাপঃ

IMG20211006125737.jpg

হলুদ ও লবণ দিয়ে নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি।

৭ম ধাপঃ

IMG20211006125826.jpg

তারপর কেটে রাখা পেঁয়াজও মরিচ দিয়ে দিয়েছি।

৮ম ধাপঃ

IMG20211006125848.jpg

পেঁয়াজ ও মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি।

৯ম ধাপঃ

IMG20211006130501.jpg

তারপরে আরো কিছু সময় নেড়েচেড়ে রান্না করে নিয়েছি।

১০ম ধাপঃ

IMG20211006130532.jpg

তারপর আমি ধনেপাতা দিয়ে দিয়েছি।

১১তম ধাপঃ

IMG20211006130609.jpg

ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাস ঝটপট তৈরি হয়ে গেল ঢেঁড়স ভাজি।

১২তম ধাপঃ

IMG20211006131022.jpg

এখন আমি আমার ভাজিটা একটা প্লেটে তুলে নিয়েছি।এখন গরম গরম পরিবেশন করতে হবে।

আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

Sort:  
 3 years ago 

আপু আমার এই ভাজিটা যে কতটা পছন্দের তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না।
আমার প্রায় এমন হয় যে কোন তরকারি খেতে ইচ্ছে করছে না। তখন আমি এই ভাজিটি করে এরপর ভাত খাই।
আপনার পোষ্টটি দেখে ভালো লেগেছে।

 3 years ago 

এই ভাজিটা আমারও অনেক পছন্দ।অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

খুব সুন্দর একটি রেসিপি করেছেন। ঢেড়স বাজি আমার খুব প্রিয়। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

ঢেঁড়সে রয়েছে প্রচুর আঁশ যা কোষ্ঠ কাঠিন্য দূর করে। সহজে হজম হয় বলে বিপাকক্রিয়ায় সহায়তা করে। নিয়মিত ঢেঁড়স খেলে লোহিত রক্তকণিকার উৎপাদন বেড়ে যায়। ফলে সহজেই রক্তশূন্যতা দূর হয়।

আপনি উপকারী একটি তরকারির রেসিপি করেছেন।শুভকামনা থাকলো আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64269.87
ETH 3393.79
USDT 1.00
SBD 2.48