DIY PROJECT : এসো নিজে করি অর্ধেক মান্ডালা ও অর্ধেক সূর্যমুখী আর্ট , 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার প্রিয় কমিউনিটির সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের সামনে ড্রাই প্রজেক্টে একটি অংকন নিয়ে হাজির হয়েছি। আর সেটি হলো অর্ধেক মান্ডালা ও অর্ধেক সূর্যমুখী ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ।চলুন তাহলে শুরু করি।

Polish_20211013_220234910.jpg

প্রয়োজনীয় উপকরণ



.১টি সাদা কাগজ
.১টি কাটার
.১টি রাবার
.১টি স্কেল
.১টি হলুদ,কালো,কমলা ও খয়েরি কলম
.২টি কালো কলম
.১টি কম্পাস
.১টি পেন্সিল

IMG20211012011143.jpg

প্রস্তুত প্রণালী



১ম ধাপঃ

IMG20211011195408.jpg

প্রথমে একটি সাদা কাগজ নিয়ে মাঝ বরাবর দুইপাশে দুইটা দাগ দিয়ে নিয়েছি তারপরে কম্পাস দিয়ে সাতটা বৃত্ত একে নিয়েছি।

২য় ধাপঃ

IMG20211011195855.jpg

৩য় ধাপঃ

IMG20211011200335.jpg

প্রতিটা ঘরে এভাবে পাঁচটা করে দাগ দিয়ে নিয়েছে।

৪র্থ ধাপঃ

IMG20211011200633.jpg

৫ম ধাপঃ

IMG20211011200844.jpg

প্রথম বৃত্তের মধ্যে পেন্সিল দিয়ে দাগ দিয়ে তারপরে কাল কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছি।

৬ষ্ঠ ধাপঃ

IMG20211011201002.jpg

৭ম ধাপঃ

IMG20211011201226.jpg

উপরের দেখানোর ডিজাইনের মত ডিজাইন করে এভাবে ছোট বৃত্ত কাল কলম দিয়ে ডিপ করে ডিজাইন করে নিয়েছি।

৮ম ধাপঃ

IMG20211011201359.jpg

৯ম ধাপঃ

IMG20211011201913.jpg

১০ম ধাপঃ

IMG20211011202354.jpg

এভাবে কলম দিয়ে আস্তে আস্তে আরো একটু ডিজাইন কেড়ে নিয়েছে।

১১তম ধাপঃ

IMG20211011202738.jpg

১২তম ধাপঃ

IMG20211011203622.jpg

১৩তম ধাপঃ

IMG20211011203622.jpg

১৪তম ধাপঃ

IMG20211011204255.jpg

১৫তম ধাপঃ

IMG20211011231026.jpg

১৬তম ধাপঃ

IMG20211012002323.jpg

উপরে দেখানো প্রতিটি ডিজাইনের মত এভাবে আস্তে আস্তে আমি কাল কলম দিয়ে আরো কিছু ডিজাইন করে নিয়েছি।

১৭তম ধাপঃ

IMG20211012004238.jpg

এভাবে আরো কিছুটা ডিজাইন করে অর্ধেক অংশ আমি কাল কলম দিয়ে একটু গাঢ় করে ডিজাইন করে নিয়েছি।

১৮তম ধাপঃ

IMG20211012005646.jpg

অপর পাশে পাতা অঙ্কন করে প্রথমে কমলা কালারের হালকা রং করে নিয়েছি তার পরে তার উপরে হলুদ কালারের রং দিয়ে পাতাগুলোকে গাঢ় করে নিয়েছি।

১৯তম ধাপঃ

IMG20211012010028.jpg

২০তম ধাপঃ

IMG20211012010608.jpg

তারপর মাঝখানে বৃত্তের ভিতরে এভাবে গোল গোল করে কলম দিয়ে ডিজাইন করে নিয়েছি।

২১তম ধাপঃ

IMG20211012010652.jpg

২২তম ধাপঃ

IMG20211012010832.jpg

এভাবে গোলের উপরের অংশ খয়রি কালারের তার পরের অংশ কমলা ও হলুদ কালারের এবং নিচের অংশ কালো কালারের রং করে দিয়েছি।

২৩তম ধাপঃ

IMG20211012010908.jpg

তৈরি হয়ে গেল আমার অর্ধেক মান্ডালা ও অর্ধেক সূর্যমুখী।

২৪তম ধাপঃ

IMG20211012011023.jpg

এই অংশে আমি আমার নাম লিখে নিয়েছি।
ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার অর্ধেক মান্ডালা ও অর্ধেক সূর্যমুখী অংকন।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

Cc
@rme

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

Sort:  
 3 years ago 

মারাত্মক হয়েছে আপনার চিত্র টি। দেখেই বুঝা যাচ্ছে অনেক সময় নিয়ে কষ্ট করে বানিয়েছেন। তবে শেষ অব্দি দারুন একটি আর্ট হয়েছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

অনেক দীর্ঘ তম পর্যায়ে ছিল। তবে চমৎকার প্রতিভা প্রকাশ পেয়েছে।

খুবই চমৎকার

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আইডিয়াটি কিন্তু বেশ চমৎকার ছিলো, যদিও বেশ কষ্ট করেছেন। কারন এই ধরনের চিত্র অংকন খুব বেশী সহজ না। তবে শেষের দৃশ্যটা দেখে মনে হচ্ছে আপনার কষ্ট সার্থক হয়েছে। খুব সুন্দর অংকন করেছেন আপু। ধন্যবাদ

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনার অর্ধেক সূর্যমুখী এবং অর্ধেক মান্ডালা আর্টি খুবই সুন্দর হয়েছে। অসাধারণ একটি আর্ট করেছেন। প্রত্যেকটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

মান্ডালা সবসময় ই আমার অনেক বেশি পছন্দের। আমি প্রথম কিছুক্ষণ তাকিয়ে থেকেছি। এরপর বুঝলাম যে এতো রঙ আর মান্ডালার মিশ্রণ। খুব সুন্দর হয়েছে আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।

ওয়াও আপু এক কথায় অসাধারণ হয়েছে।সূর্যমুখীর আর্টের সাথে এর মান্ডালা আর্টের কম্বিনেশনটা ছিল চোখে পড়ার মতো।আর সবিশেষে কালার করার পর আর্টটি আরো চমৎকারভাবে ফুটে উঠেছে।আপনার ধাপে ধাপে উপস্থাপনা ও বর্ণনার ভাষাও ছিল খুব সাবলীল।শুভকামনা রইলো আপু আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও আপু এক কথায় অসাধারণ হয়েছে।সূর্যমুখীর আর্টের সাথে এর মান্ডালা আর্টের কম্বিনেশনটা ছিল চোখে পড়ার মতো।আগামীর জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি অনেক গুণের অধিকারী। সত্যিই মান্ডেলা ও আর্ট দুই তোর সংমিশ্রণ এ আপনার diy পোস্ট টি অনবদ্য হয়েছে। একদম নিখুঁত ভাবে তৈরি করেছেন। অনেক অনেক শুভেচ্ছা রইলো।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে মতামত দেয়ার জন্য।

 3 years ago 

অও, আপু আপনি এত সুন্দর অঙ্কন করেন আমি জানতাম না।খুব সুন্দর হয়েছে আপনার আর্টটি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আর্ট করার চেষ্টা করছি আর কি আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

অর্ধেক মান্ডালা ও অর্ধেক সূর্যমুখী আর্ট করেছেন অনেক সুন্দর হয়েছে। অনেক সময় নিয়ে তৈরী করছেন। অনেক সুন্দর হয়েছে আপু আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 61428.91
ETH 3382.72
USDT 1.00
SBD 2.50