রঙীন কাগজ দিয়ে আইফেল টাওয়ার তৈরি,10%shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



PhotoEditorPro_1663520511553.jpg

আজ আমি আবার রঙিন কাগজের তৈরি জিনিস নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি আইফেল টাওয়ার তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। রঙিন কাগজের তৈরি এই আইফেল টাওয়ার যখন দেখেছিলাম তখন মনে হয়েছিল জিনিসটি বানানো সহজ আছে তাই বানাতে চলে গিয়েছিলাম কিন্তু যখন বানাতে গিয়েছিলাম তখন বুঝতে পেরেছি জিনিসটা বানানো কতটা কঠিন ।অনেক বেশি সময় লেগেছে এটি বানাতে তারপরেও শেষ পর্যন্ত আমি যে বানাতে পেরেছি বানানোর পরে জিনিসটি যখন দেখেছি তখন নিজের কাছেই অনেক ভালো লেগেছে। এখন আমি আমার আইফেল টাওয়ারটি আপনাদেরকে বানিয়ে দেখাবো।

qara-xett.png

প্রয়োজনীয় উপকরণ

  • রঙীন কাগজ
    • স্কেল
  • পেন্সিল
    • কাঁচি
  • গ্লু

qara-xett.png

কার্যপ্রণালী

qara-xett.png

20220918_225959.jpg20220918_225942.jpg
20220918_225924.jpg20220918_225911.jpg
প্রথমে ১৫/১৫ সেন্টিমিটার সাইজের একটি রঙিন কাগজ নিয়ে ছবিতে যেভাবে করে দাগ দেয়া হয়েছে ঠিক সেইরকম ভাবে প্রতিটা দাগ দিয়ে নিয়েছি।
20220918_225856.jpg20220918_225842.jpg
20220918_225818.jpg20220918_225801.jpg
এরপরে চারপাশের কোনাটা কাঁচি দিয়ে কেটে দিয়ে যে বাড়তি কোনাটা একটা ভাঁজ দিয়ে দিয়েছে এবং যে বাড়তি অংশটুকু তৈরি হয়েছে সে অংশটুকু কাঁচি দিয়ে কেটে দিয়েছি, ছবিতে প্রত্যেকটা ভাঁজ দেখানো হয়েছে।
20220918_225748.jpg20220918_225730.jpg
20220918_225715.jpg20220918_225703.jpg
তারপর নিচের দিকে গোল করে আবার দাগ দিয়েছি এবং গোল অংশটুকু কাঁচি দিয়ে কেটে দিয়েছি। তারপর দুই পাশে কোনা কোনা ধরে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি লাগানোর পরে দেখতে ছবির মত হয়েছে।
20220918_225649.jpg20220918_225634.jpg
20220918_225621.jpg20220918_225602.jpg
যে কোনার অংশ তৈরি হয়েছিল সেই কোনাটাকে কাঁচি দিয়ে কেটে দিয়েছি। তারপর আবার ৫/৫সেন্টিমিটার সাইজের একটি কাগজ নিয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি ছবির মত করে এবং কাগজটি কেটে উপরের ছবিতে যেভাবে ভাঁজ দেওয়া হয়েছে ঠিক সেরকম করে ভাঁজ দিয়ে নিয়েছি।
20220918_225550.jpg20220918_225535.jpg
20220918_225444.jpg20220918_225431.jpg
তারপর মাথার সাইডে যে কোনার অংশটুকু তৈরি হয়েছিল সে কোনটা ভাঁজ দিয়ে দিয়েছি, তারপর আবার কোনটা খুলে গ্লু দিয়ে একটার সাথে একটা লাগিয়ে আবার আরেকটি টুলের মত বানিয়ে নিয়েছে। তারপর ছোটটা নিয়ে বড়টার উপরে গ্লু দিয়ে লাগিয়ে বসিয়ে দিয়েছি।
20220918_225420.jpg20220918_225407.jpg
20220918_225349.jpg20220918_225334.jpg
20220918_225321.jpg20220918_225300.jpg
তারপর ৫/৫ সেন্টিমিটার সাইজের আরো একটি রঙিন কাগজে নিয়ে কোনা কোনা করে দাগ দিয়ে নিয়েছি। তারপরে কোনার সাইড থেকে কেটে নিচের দিকে গোল করে দিয়েছি এবং আরো ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর গ্লু দিয়ে লাগিয়ে আরো একটা পার্ট বানিয়ে নিয়েছি।
20220918_225058.jpg20220918_225036.jpg
20220918_225023.jpg20220918_224952.jpg
তারপর ওটা নিয়ে আগে বানিয়ে রাখা দুটার উপরে গ্লু দিয়ে লাগিয়ে বসিয়ে দিয়েছি। আরো তিনটি রঙিন কাগজ নিয়ে তারপর প্রত্যেকটা কাগজ ভাঁজ দিয়ে নিয়েছি ছবিতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেরকমভাবে। তারপর ভাঁজ দিয়ে দিয়ে গ্লু দিয়ে লাগিয়ে চার কোণা একটা বানিয়ে নিয়েছি।
20220918_224934.jpg20220918_224919.jpg
20220918_224906.jpg20220918_224844.jpg
তারপর ছোট বড় করে এরকম করে আরও তিনটি বানিয়ে নিয়েছি। তারপর এক একটা নিয়ে ওইটার ভিতরে লাগিয়ে দিয়েছি ছবিতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেই রকম ভাবে।

20220918_224824.jpg

এভাবেই তৈরি হয়ে গিয়েছে আমার রঙিন কাগজের তৈরি একটি আইফেল টাওয়ার ।এটা বানানো সহজ কোনো কাজ ছিলনা এটা বানানো খুবই কঠিন একটি কাজ ছিল তারপরও আমি বানাতে বানাতে বানিয়ে ফেলেছি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 2 years ago 

এত সুন্দর একটা জিনিস বানানোর পর তো পছন্দ হবেই। কিন্তু এই আইফেল টাওয়ারটা বানানো আমিও দেখেছিলাম। দেখে আমার কাছে বেশ জটিল মনে হয়েছিল । আপনার কাছে কেন শুরুতে সহজ মনে হলো বুঝলাম না। এটি বানানো যে অনেক সময় এবং কষ্টসাধ্য তা আপনার বানানোর প্রতিটি ধাপ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু সব শেষে সুন্দর হয়েছে এটিই সান্ত্বনা। ভালো লাগছে দেখতে অনেক।

 2 years ago 

কেন জানিনা জিনিসটা দেখেই সহজ মনে হয়েছে কিন্তু যখন বানাতে গিয়েছি তখন বুঝেছি যে জিনিসটা মোটেও সহজ নয় অনেক কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ ব্যাপার অনেক ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।

 2 years ago 

চমৎকার একটি আইডিয়া শেয়ার করেছেন আপু।বেশ ভালো লেগেছে কাজটি। রঙিন কাগজ দিয়ে দারুন দারুন জিনিস তৈরি করা যায়। আপনার আইফেল টাওয়ার টা বেশ ইউনিক হয়েছে। বোঝা যাচ্ছে না যে এটা কাগজের তৈরি । ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া রঙিন কাগজ দিয়ে অনেক দারুন দারুন জিনিস একটু চেষ্টা করলেই আমরা বানিয়ে ফেলতে পারি অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আমারও আপনার মতো অবস্থা হয় তখন কোনো জিনিস বানাতে দেখি তখন মনে এর চেয়ে সহজ আর কিছু নয়। কিন্তু যখন বানাতে যাই তখন আর পারিনা তারপরও আমিও আপনার মতো হাল ছেড়ে দেইনা। এত কষ্ট করে বানানোর পর শুধু আপনার কাছেই ভালো লাগেনি আমাদের কাছেও অসম্ভব সুন্দর লেগেছে। আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে খুব সুন্দর ভাবে রঙিন কাগজ ব্যবহার করে আইফেল টাওয়ার বানিয়েছেন। আপনার এই ডাই প্রজেক্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম এমন অনেক জিনিস আছে দেখেই মনে হয় বানাতে পারবো তখন বানাতে গেলে বোঝা যায় যে জিনিসটা বানাতে কতটা কঠিন অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য দেওয়ার জন্য।

 2 years ago 

আপনি ত রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি আইফেল টাওয়ার বানিয়ে ফেলেছেন। আমার কাছে খুবই ভাল লেগেছে। অনেক ক্রিয়েটভিটির বেপার আছে এখানে। আমার মনে হচ্ছে অনেক সময় লেগেছে এই টাওয়ার টি বানাতে। প্রতিটি ধাপ আমি সুন্দরভাবে বুঝেছি। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আইফেল টাওয়ার কাগজ দিয়ে বানিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আইফেল টাওয়ারটি দেখতে যতটা সুন্দর বানানো ততটাই কঠিন ছিল এবং অনেক বেশি সময় লেগেছে তারপরও আমি বানিয়ে ফেলতে পেরেছি এটাই বড় কথা অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু আপনি রঙিন কাগজ দিয়ে এত সুন্দর ভাবে আইফেল টাওয়ার বানিয়ে ফেললেন, দেখে ত আমি অবাক 😯 খুবই সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে তুলে ধরেছেন। সত্যি ভাল লাগলো। অনেক শুভকামনা রইল আপনার জন্য আপু। 🥰

 2 years ago 

আমার বানানো আইফেল টাওয়ারটি দেখে আপনি অবাক হয়ে গিয়েছেন শুনে অনেক খুশি হলাম আপু ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি তো আজকে ধামাকা নিয়ে হাজির হয়েছেন। রঙীন কাগজ দিয়ে আইফেল টাওয়ার তৈরি দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। আপনার প্রশংসা করতে হয়। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আসলে একটি ধামাকা হয়েছে ভাইয়া আমার কাছেও তাই মনে হয়েছে বানানোর পরে আমার কাছেও অসাধারণ লেগেছে অনেক ধন্যবাদ আপনার মন্তব্য দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

এত কঠিন জিনিস আপনার কাছে সহজ মনে হয়েছে এটা আসলে ক্রিয়েটিভিটি ছাড়া কিছু নয়। আপনার প্রথম দেখাতে মনে হল কাজটি সহজ হতে পারে, তবে যখন করতে গিয়েছেন তখনই বুঝা গেছে যে এই কাজটি কত কঠিন। আসলে অনেক ক্রিয়েটিভ একটি কাজ আমাদের সাথে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সর্বদায়।

 2 years ago 

দেখে সহজ মনে হয়েছে কিন্তু বানাতে গিয়ে বুঝতে পেরেছি কতটা সহজ শেষ পর্যন্ত শেষ করতে পেরেছি এটাই বড় কথা ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

সেটাই দেখতে পেলাম আপনার কাজের মধ্যে অনেক কষ্ট করে এই টাওয়ারটি বানিয়ে আমাদেরকে উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে সুন্দর ফিডব্যাক এর জন্য।

 2 years ago 

বাহ আপু । আমি তো বিশ্বাস করতে পারতেছি না। রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে একটি আইফেল টাওয়ার তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল

 2 years ago 

প্রথমে আমিও যখন আইফেল টাওয়ারটি দেখি তখন আমিও বিশ্বাস করতে পারিনি যে এটি কাগজের তৈরি পরে যখন নিজে বানালাম তখন মনে হল আসলেই এটি কাগজ দিয়ে সম্ভব ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজ পর্যন্ত যত ডাই দেখেছি আমি তার মাঝে এটা বেস্ট।অসাধারণ হয়েছে।জটিল প্রক্রিয়া গুলোও অনেক সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন।অনেক শুভ কামনা রইল আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটি মন্তব্য করে আমার মনটাই ভরিয়ে দিলেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59631.75
ETH 2622.60
USDT 1.00
SBD 2.41