রঙীন কাগজ দিয়ে কুকুর তৈরি,10%shy-fox
আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি।
আজ আমি আবারো রঙিন কাগজ দিয়ে বানানো ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। এগুলো বানাতে পেরে আমি সত্যিই অনেক খুশি । প্রতিদিন বিভিন্ন জিনিস বানিয়ে বানিয়ে বাচ্চাকে দেয় ও খুব খুশি হয় তখন আমার নিজের কাছেই খুশি লাগে। আজ আমি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি কুকুর বানিয়েছি। কাগজ দিয়ে বানানো কুকুরটি দেখতে যেমন কিউট বানানো খুব একটা কঠিন কিছু নয় ।আমি অল্প সময়ে খুব সহজে বানিয়ে ফেলতে পেরেছি কুকুরটি। এখন আমি আমার কুকুরটা আপনাদেরকে বানিয়ে দেখাবো।
প্রয়োজনীয় উপকরণ
কালো কলম
গ্লু
কাঁচি
কার্যপ্রণালী
প্রথমে ২০/২০সেন্টিমিটার সাইজের একটি রঙিন কাগজ নিয়ে মাঝখান থেকে দুই পাশ থেকে কোনা করে ভাঁজ দিয়ে নিয়েছি ।তারপর চারপাশ থেকে প্রত্যেকটা কোনা কোনা ভাঁজ দিয়ে নিয়েছি।
চারকোনা ভাঁজ দেওয়ার পরে এক পাশ খুলে ছোট করে আবার দুইটা ভাঁজ দিয়েছি এবং আরেক পাশটা উল্টো করে আর একটা ভাঁজ দিয়ে নিয়েছি। প্রত্যেকটা ভাঁজ ছবিতে দেখানো হয়েছে।
তারপর মাঝখান থেকে আর একটা ভাঁজ দিয়ে নিয়ে আবার ভাঁজটা খুলে দিয়েছি।
ভাঁজ খুলে আবার নতুন করে ভাঁজে ভাঁজে ভাঁজ দিয়ে দেখুন কুকুরের মুখ বানিয়ে নিয়েছি। উপরের ছবিতে যেরকম ভাবে আমি প্রতিটা ভাঁজ দিয়েছি প্রত্যেকটা ভাঁজ দেখানো হয়েছে।
)
তারপর দুই পাশের ভাঁজ খুলে গ্লু দিয়ে আবার ভাঁজ দিয়ে লাগিয়ে দিয়েছে যাতে খুলে না যায়।
এইবার আমি কুকুরের নাক ও ঠোঁট বানিয়ে নিয়েছি কালো কলম দিয়ে এঁকে।
এভাবেই খুব সহজেই তৈরী হয়ে গিয়েছে আমার রঙিন কাগজের তৈরি সুন্দর একটি কুকুর।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | samsung galaxy s8plus |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।
ওয়াও আপু রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি কুকুর তৈরি করেছেন যা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে । আপনি অনেক দক্ষতার সাথে এবং নিখুঁতভাবে এটি তৈরি করেছেন। সত্যিই আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর রঙিন কাগজের তৈরিকৃত কুকুর আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
রঙিন কাগজের কাজগুলো আমার কাছে খুব ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে আপনি কুকুর তৈরি করেছেন। তাছাড়া কুকুর তৈরির ধাপ গুলো খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপ করেছেন। কাগজের কালার নির্ধারন চমৎকার হয়েছে সেকারণে কুকুরটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। রঙিন কাগজের তৈরি কবুতর আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত দেওয়ার জন্য।
কাগজ দিয়ে ভালোই খেলা করতে পারেন। কুকুর বানিয়ে ফেললেন কত সহজেই। ভাল ছিল আপনার উপস্থাপনা। শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে আপু
অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
খুবই সুন্দর একটা চেষ্টা আপু।কুকুর আমাদের প্রভুভক্ত প্রাণী।সেই প্রাণীকে আপনি সামান্য কাগজ দিয়ে এতো সুন্দর প্রতিকৃতি দিয়েছেন। সত্যিই প্রশংসার দাবিদার আপনি
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।
রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর করে একটি কুকুর তৈরি করেছেন।দেখতে ভালোই লাগছে।আপনার উপস্থাপনা বেশ ভালো ছিলো।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি কুকুর তৈরি করেছেন আপু। সুন্দর হয়েছে ডাই প্রজেক্ট টি।
আর তাছাড়া আপনি তৈরীর প্রক্রিয়া অনেক সুন্দরভাবে দিয়েছেন । ধন্যবাদ আপনাকে 🙂
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা কুকুরটি দেখতে খুবই কিউট লাগছে। সত্যি অসাধারণ হাতের কাজ দেখিয়েছেন আপনি। খুবই ভালো লাগলো রঙ্গিন কাগজের তৈরি কুকুরটি।
ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেয়ার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে সুন্দর কুকুর তৈরি করলেন। দেখে ভাল লাগল এবং উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজের ভাজে কুকুর তৈরি করেছেন বিশেষ করে কুকুরের চোখ দুইটা সবচেয়ে সুন্দর লেগেছে। গোল গোল চোখ দুটো দেখে মনে হচ্ছে কুকুরটি অনেক নিরীহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
সত্যি ভাইয়া আমারও অনেক ভালো লেগেছে যে আপনার-আমার কুকুরের গোল গোল চোখ দুটি ভাল লেগেছে শুনে।