ঈদ স্পেশাল জর্দা রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

ঈদ মুবারক

আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার খুবই পছন্দের একটা রেসিপি আর সেটা হলো জর্দা। জর্দা অনেকেই তেমন একটা পছন্দ করে না তবে আমার কাছে ভালোই লাগে। আমার বাসায় আমরা মাত্র তিন জন মানুষ আমি আমার তিন বছরের বাচ্চা আর আমার বাচ্চার বাবা। ছেলে ও ছেলের বাবা দুজনের একজনও জর্দা খায়না। আমি একাই খাই তাই আমি খুব অল্প কিছু উপকরণ দিয়ে অল্প একটু জর্দা আজকে রান্না করলাম। আর চারিদিকে করোনার ছড়াছড়ি কেউ আসবেও না। আমি একাই খেতে পারবো। আর বক বক না করে আমার রেসিপিটি শুরু করছি। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে।

Polish_20210722_181546430.jpg

উপকরণপরিমান
চাল২০০ গ্রাম
চিনি২০০গ্রাম
ঘি২০০গ্রাম
ছোট মিস্টিপরিমাণমত
বড়মিষ্টি২পিছ
জর্দার রং১চা চামচ
মোরব্বাপরিমাণমত

Polish_20210722_181807795.jpg

প্রস্তুত প্রণালী

IMG20210722204923.jpg

প্রথমে চুলায় বেশিকরে পানি দিয়ে দিয়েছি। পানি একটু বেশি করে দিতে হবে যাতে চাল ভালোমতো ফুটতে পারে।

IMG20210722204852.jpg

পানি ফুটে আসলে তার ভিতরে চালগুলা দিয়ে দিয়েছি।

IMG20210721200859.jpg

চাল দেওয়ার একটু পরেই ওই পানির ভিতরে জোরদার রং দিয়ে দিয়েছি। আমি চাল এখানে হান্ড্রেড পার্সেন্ট ফুটিয়ে নিয়েছি। আমি এখানে বাসমতি চাল ব্যাবহার করেছি। আপনারা চাইলে পোলাও এর চাল ও নিতে পারেন। চাল ফুটে আসলে একটা জালির ভিতরে ঢেলে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি যাতে চাল আর সিদ্ধ না হয়।

IMG20210721201856.jpg

চুলাই একটা করাই নিয়ে ভালোমত গরম করে নিয়েছি।

IMG20210721201953.jpg

করাই ভালোমত গরম হয়ে আসলে তাতে ঘি দিয়ে দিয়েছি।

IMG20210721202119.jpg

ঘি ভালোমত গরম হয়ে আসলে তার ভিতরে চালগুলা দিয়ে দিয়েছি। চালগুলা সুন্দর করে চারদিকে বিছিয়ে দিয়েছি।

IMG20210721202159.jpg

ওই চালের উপরে চিনি দিয়ে চারদিকে ছড়িয়ে দিয়ে দিয়েছি। আমি আগেই চাল নাড়াচাড়া করবো না তাতে চাল ভেঙে যেতে পারে।

IMG20210721202336.jpg

এভাবে চিনিটা গলে পানি উঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

IMG20210721202441.jpg

চিনি গলে পানি উঠে আসলে তার ভিতরে মিষ্টি দুইটা ভেঙে দিয়ে দিয়েছি তারপর মোরব্বা গুলা দিয়ে দিয়েছি।

IMG20210721202543.jpg

এখানে হালকা একটু নেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি।

IMG20210721202924.jpg

IMG20210721202924.jpg

IMG20210721203334.jpg

এভাবে পানিটা টেনে আসলে হালকা হাতে নেড়ে দিতে হবে যাতে চালগুলা ভেঙ্গে না যায়।

IMG20210721203500.jpg

তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের জর্দা।

IMG20210721203658.jpg

এখানে এখন ছোট মিষ্টিগুলো দিয়ে সুন্দর ভাবে পরিবেশন করে নিয়েছি।

আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

Cc-
@rme

@amarbanglablog

@black

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতে ভালোবেশি।

Sort:  
 3 years ago 

দারুন মিষ্টি একটা রেসিপি । তনুজাকে বলতে হবে এই রেসিপিটা কাল ট্রাই করতে ।
অনেক ধন্যবাদ আপনাকে একটি ইউনিক রেসিপি শেয়ার করার জন্য :)

 3 years ago (edited)

আপনাকেও অনেক ধন্যবাদ @rme ভাইয়া। বানিয়ে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন।

দেখেই লোভ লাগছে। আমার খুব পছন্দের খাবার।

 3 years ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63188.04
ETH 2570.49
USDT 1.00
SBD 2.79