রঙীন কাগজ দিয়ে সজারু তৈরি,10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই অনেক ভাল আছেন সুস্থ আছেন। আজ আমি এসেছি কাগজ দিয়ে খুব সুন্দর একটি জিনিস বানিয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করতে আর সেটি হল কাগজের তৈরি সজারু। সজারুটি এত কিউট হয়েছে যে আপনাদের দেখালে ভাল লাগবে ।আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমার বাচ্চাটাটাও দারুণ খুশি হয়েছে আর আমিও বানাতে পেরে অনেক খুশি ।এখন আমি আমার আপনাদের সাথে শেয়ার করছি।



MagPic_20220224_015931359.jpg

IMG_20220106_113311.png

প্রয়োজনীয় উপকরণ

  • রঙীন কাগজ
  • কাঁচি
  • গ্লু
  • কালো কলম
  • কম্পাস

IMG_20220106_113311.png

কার্যক্রম

IMG_20220106_113311.png

20220223_221135.jpg

প্রথম ৬ সেন্টিমিটার সাইজের একটি বৃত্ত এঁকে নিয়েছি। তারপরে কাঁচি দিয়ে বৃত্তটাকে কেটে নিয়েছি।

20220223_221215.jpg

তারপর মাঝখান থেকে কাগজটা কেটে নিয়েছি।

20220223_221430.jpg

একটা একটা করে নিয়ে সাইডে একটু গ্লু লাগিয়ে নিয়েছি।

20220223_221625.jpg

গ্লু লাগিয়ে প্রত্যেকটা কাগজ পেঁচিয়ে নিয়েছি।

20220223_221904.jpg

তারপর কাঁচি দিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি।

20220223_221930.jpg

এবং মাঝখানে গ্লু লাগিয়ে নিয়েছি।

20220223_222005.jpg

গ্লু লাগিয়ে একটা একটা করে লাগিয়ে দিয়েছি,।

20220223_222203.jpg

20220223_222224.jpg

আর একটা হলুদ কালারের কাগজ নিয়ে গোল করে কেটে মাঝখান থেকে কেটে নিয়েছি।

20220223_222308.jpg

একইভাবে গ্লু লাগিয়ে পেঁচিয়ে নিয়েছি।

20220223_222404.jpg

তারপর চোখ ও ঠোঁট এঁকে নিয়েছি কাল কলম দিয়ে।

20220223_222445.jpg

20220223_222657.jpg

তারপর গ্লু লাগিয়ে ঝিরি ঝিরি কাগজের মাথায় লাগিয়ে দিয়েছি।

20220223_222549.jpg

এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর একটি কাগজের তৈরি সজারু।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago (edited)

রঙিন কাগজ দিয়ে সজারু এই জিনিস্টা বানানো আমি প্রথম দেখলাম।আমার কাছে খুবই ভালো লাগছে অনেক সুন্দর করে গুছিয়ে বানিয়েছেন এবং প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 years ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে এভাবে সজারু বানানো যায় আগে কখনো দেখিনি এখন দেখে খুব ভালো লাগলো। আপনার রঙ্গিন কাগজ ব্যবহার করে সজারু বানানোর প্রক্রিয়া টা দেখে আমার কাছে মনে হচ্ছে আমি খুব সহজেই বানিয়ে ফেলতে পারব। ধন্যবাদ সুন্দর করে সজারু বানানোর পদ্ধতি টি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এটা বানানো খুবই সহজ আপনিও বানাতে পারবেন যে কেই বানাতে পারবে ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে সজারু তৈরীর চেষ্টা খুবই ভালো ছিল ।আপু আমার কাছে আপনার তৈরি সজারুর দৃশ্যপট খুবই ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে তৈরি করেছেন। বিশেষ করে খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের সাথে শেয়ার করলেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

সজারু টি দেখতে সত্যিই অনেক চমৎকার দেখাচ্ছে আপনি আমাদের মাঝে রঙ্গিন কাগজের মাধ্যমে অনেক সাজিয়ে গুছিয়ে একটি সজারু তৈরি করে দেখিয়েছেন এটি সত্যিই বেশ দারুন ছিল। বিশেষ করে আপনি এটিতে রঙ্গিন কাগজ ব্যবহার করেছেন বলে অনেক বেশি সুন্দর লাগছে। এমন ক্রিয়েটিভিটি সম্পুর্ন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়েই এসব জিনিস বানানো হয় বলে দেখতে ভালো লাগে ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

ওয়াও রঙিন কাগজ দিয়ে তো কি অসাধারণ একটি সজারু তৈরি করলেন। দেখতে তো একেবারে সত্যিকারে সজারুর মতোই লাগছে। রঙিন কাগজ দিয়ে সজারু তৈরি করা যায় এটা তো আগে জানতাম না। আমার কাছে একেবারে অসাধারণ লাগলো আপনার এই সজারু তৈরি টা দেখে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনাও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগছে এভাবেই সবসময় পাশে থাকবেন।

 3 years ago 
আপু রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি সজারু বানিয়েছেন আপনি। রঙিন কাগজ দিয়ে এত সুন্দর করে সজারু বানানো যায় জানতাম না। এত সুন্দর একটি সজারু আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ কষ্ট করে আমার পোস্টটি পড়ে সুন্দর মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

রঙীন কাগজ দিয়ে সজারু তৈরি দেখে অনেক ভালো লাগলো। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে আপনার জন্যও অনেক শুভকামনা রইল।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি সজারু তৈরি করে আমাদের সকলের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের সজারু টি দেখতে বেশ ভালোই দেখাচ্ছে। রঙিন কাগজ দিয়ে সজারু তৈরি এই প্রথম আমি দেখলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রঙিন কাগজের সজারু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

রঙীন কাগজ দিয়ে অনেক সুন্দর সজারু তৈরি করেছেন। আপনার রঙিন কাগজ দিয়ে সজারু তৈরি করা দেখে আমি মুগ্ধ। আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন। এখন যে কেউ ইচ্ছা করলে নিজেই তৈরি করতে পারবে। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আসলেই এই সজারু অনেক সহজ আপনিও বানাতে পারেন ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33