রঙীন কাগজের তৈরি অ্যাংরি বার্ড,10% beneficiary to @shy-fox
আসসালামু আলাইকুম আজ আমি এসো নিজে করি ডাই প্রজেক্টে রঙিন কাগজ দিয়ে একটি অ্যাংরি বার্ড তৈরি করেছি ।রঙিন কাগজের তৈরি এই অ্যাংরি বার্ড খুবই চমৎকার লেগেছে আমার কাছে বানানোর পর। আমার বাচ্চাটা খুবই খুশি হয়েছে এটি দেখে ।কাগজের তৈরি জিনিস বানাতে আমার খুবই ভালো লাগে প্রতিদিন নতুন নতুন জিনিস বানাই আর আমার বাচ্চা সেটা পেয়ে খুবই আনন্দ পায়। আমার নিজের কাছেও অনেক ভাল লাগে এগুলো বানাতে তাই আমি চেষ্টা করি প্রতিদিনই কিছু না কিছু বানিয়ে হাজির হয়ে যাই আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আমার বানানো অ্যাংরি বার্ডটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি বানাতে চলে যাব আপনারা আমার সাথে থাকবেন আশা করি।
- রঙীন কাগজ
- সাদা কাগজ
- গ্লু
- কাঁচি
- পেন্সিল
- কালো কলম
কার্যক্রম:
প্রথমে একটি রঙিন কাগজ নিয়ে কোনো করে ভাঁজ করে দিয়ে নিচের অংশটুকু কেটে দিয়েছি।
তারপর দুই কোনা ধরে আরো দুটো ভাঁজ দিয়ে নিয়েছি।
তারপর উপরের ছবির মত করে আরো কয়েকটা ভাজ করে কাগজটা উল্টিয়ে দিয়েছি।
কাগজটা উল্টিয়ে আরেকটা ভাঁজ দিয়ে দুই কোনা ভেঙ্গে ভিতরে ঢুকিয়ে দিয়েছি।
তারপর নাক ,চোখ ও হলুদ কালারের আর দুটো কাগজ কেটে নিয়েছে এবং চোখদুটো বসিয়ে দিয়েছি।
হলুদ কাগজ গুলো গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি এবং সাদা একটু বানিয়ে নিয়েছে থুতনির মত করে। ঝুঁটি বানানোর জন্য কালো কলম দিয়ে একটু দাগিয়ে নিয়েছি।
তারপরে কালো ঝুঁটিটুকু কাঁচি দিয়ে কেটে গ্লু দিয়ে মাথার কাছে লাগিয়ে দিয়েছি।
এই পর্যায়ে আমার খুব সুন্দর ছোট্ট একটি অ্যাংরি বার্ড তৈরি হয়ে গিয়েছে।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।
আপনি খুব সুন্দর রঙিন কাগজ দিয়ে অ্যাংরি বার্ড তৈরি করেছেন। সত্যি খুব সুন্দর হয়েছে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য আমাকে করার জন্য।
আপু আপনার বার্ড অনেক সুন্দর হয়েছে ।কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর বার্ড বানিয়েছেন ।আমার খুব ভালো লেগেছে ।ধাপে ধাপে আপনি প্রক্রিয়া ও বর্ননা তুলে ধরেছেন ।আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে কিভাবে অ্যাংরি বার্ড তৈরি করতে হয় সেটি আমাদের মাঝে দেখিয়েছেন। কিভাবে কাগজের ভাঁজ গুলো দিতে হয়, কিভাবে কাগজগুলো কাটতে হয় সবকিছু সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।
আমি যেভাবে যেভাবে অ্যাংরি বার্ডটি বানিয়েছি ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরেছি ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজের তৈরি অ্যাংরি বার্ড তৈরি করেছেন। আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন আপু। এই গুলো দেখতে ভালই লাগে।
ভালো ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।
এই ভালবাসার মাসে কেন অ্যাংরি বার্ড তৈরি করলেন আপু? চাইলে কিন্তু আপনি হ্যাপি বার্ড করতে পারতেন অথবা লাভ বার্ড.।
দেখুন যদিও আপনার পাখিটি রাগান্বিত তারপরেও চোখ দুইটা কিন্তু অনেক মায়াবী। সবথেকে ভালো লেগেছে অসাধারণ দুইটা চোখ।
তবে বেশ চমৎকার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। খুব অসাধারণ ছিল আপনার অ্যাংরি বার্ড এর প্রজেক্ট
আমার কাছে রাগান্বিত বার্ড বেশি ভালো লাগে এজন্য রাগান্বিত বার্ড বানিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ ভাই আপনাকে।
তাহলে ঠিক আছে। আসলে যেটা ভালো লাগে সেটা সম্পর্কে জানাতে পারলে বেশি ভালো লাগে। শুভকামনা রইল
রঙিন কাগজের তৈরি অরিগামি মানেইতো দুর্দান্ত। আপনি অনেক সুন্দর একটি অ্যাংরি বার্ড তৈরি করেছেন। রঙিন কাগজের এরকম অরিগামি গুলো দেখতে বেশ ভালো লাগে। আপনি সবসময় অসাধারণ কিছু নিয়ে আমাদের মাঝে হাজির হন। এত সুন্দর একটি অ্যাংরি বার্ড তৈরি করার জন্য অনেক ধন্যবাদ। আমার কাছে তো বেশ ভালো লাগলো।
অনেক ধন্যবাদ আপু খুব সুন্দর একটি উৎসাহমূলক মন্তব্য করার জন্য।
এই অ্যাংরি বার্ড দেখেতো ছোটবেলার সেই অ্যাংরি বার্ড গেম টার কথা মনে পড়ে গেল। খুব সুন্দর ভালো তৈরি করেছেন আপু। প্রতিটি ধাপ বেশ সুন্দর সাবলীল ভাবে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনাকে মন্তব্য করার জন্য।
সত্যিই আপু,এটি দেখেই মনে হচ্ছে খুব রেগে আছে।আপনার এই কাগজের তৈরি করা অ্যাংরি বার্ডটি খুবই সুন্দর দেখাচ্ছে।আপনি ধাপে ধাপে যেভাবে উপস্থাপন করেছেন তা দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে করেছেন এটি। আপু ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এই ক্রাফট শেয়ার করার জন্য।
এটিতো রাগী বার্ড দেখে তো রাগী মনে হবেই ।আপনার ভালো লেগেছে জেনে ভাল লাগলো ধন্যবাদ আপু।