★আলু ও টমেটো দিয়ে শিং মাছের মজাদার রেসিপি★

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20230307_002611296.jpg


আজ আমি আবার মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আমি আপনাদেরকে শিং মাছ আলু ও টমেটো দিয়ে রান্না করেছি সেটি দেখাবো। শিং মাছ আমার কাছে খুবই ভালো লাগে আর এই মাছটাতে খুব অল্প পরিমাণে কাটা থাকে এজন্য সুবিধা হয়। এছাড়া এই মাছটি অনেক পুষ্টিকর একটি মাছ। ছোট বাচ্চাদের জন্য খুবই উপকারে আসে। শিং মাছ আমি অনেক বেশি পরিমাণে খেয়ে থাকি তাই বিভিন্ন সময় বিভিন্নভাবে চেষ্টা করি শিং মাছ রান্না করার জন্য। আজকে খুবই মজা করে আলু ও টমেটো দিয়ে রান্না করেছি । আলু এবং টমেটো খুবই পছন্দের সবজি। আমার কাছে এ দুটি সবজি খুবই ভালো লাগে আমিতো প্রায় সব তরকারিতে আলু ব্যবহার করে থাকে। এজন্য এই দুটো মজার তরকারি দিয়ে মজার একটি মাছ রান্না করেছি। এখন আমি মাছের রেসিপিটা আপনাদের সামনে তৈরি করে দেখাবো।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

শিং মাছ
আলু
টমেটো
পেঁয়াজ
কাঁচামরিচ
পেঁয়াজ বাটা
আদাবাটা
রসুন বাটা
মরিচের গুঁড়া
হলুদের গুঁড়া
ধনিয়ার গুড়া
লবণ
তেল
ধনিয়া পাতা
জিরার গুড়া

Polish_20230307_002713297.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20230307_002210.jpg20230307_002158.jpg
20230307_002145.jpg20230307_002132.jpg
20230307_002037.jpg20230307_002024.jpg

প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ছোট ছোট টুকরো করে টমেটোগুলো কেটে নিয়েছে এবং আলুগুলো ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। তারপর চুলায় একটি করাই বসিয়ে তার ভেতরে তেল দিয়ে দিয়েছি । তেল গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুগুলো অনেক সময় নিয়ে হালকা জ্বালে নরম করে ভেজে নিয়েছি। তারপর একটা বাটিতে তুলে নিয়েছি।

20230307_001506.jpg20230307_002008.jpg
20230307_001910.jpg20230307_001855.jpg
20230307_001839.jpg20230307_001825.jpg

সেখান থেকে কিছু আলু একটা ছোট্ট বাটিতে তুলে নিয়ে আলুগুলো হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। তারপর তার ভিতরে একটু জিরার গুঁড়ো দিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এরপর আলু তুলে নেয়ার পরে যে তেলটা ছিল সেই তেলের ভিতর কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ মরিচ বাদামি করে ভেজে নিয়ে তার ভিতরে পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিয়েছি ।এই বাটা মসলাগুলো দিয়ে মশলাটাকে অনেক সময় নিয়ে একটু ভেজে নিয়েছি, যাতে মসলার ভিতর থেকে কাঁচা গন্ধটা চলে যায় । এরপর লবণ, হলুদের গুড়া, মরিচের গুঁড়া, ও ধনিয়ার গুড়া দিয়ে দিয়েছি।

20230307_001809.jpg20230307_001752.jpg
20230307_001736.jpg20230307_001719.jpg
20230307_001658.jpg20230307_001639.jpg

সবকিছু দিয়ে মশলাটাকে আরও বেশ খানিকটা সময় সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মসলাটা পুরোপুরি কষানো হয়ে গেলে তার ভিতরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছ টমেটোগুলো দিয়ে মসলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটু জ্বাল করে তারপর একটু পানি দিয়ে দিয়েছি যাতে টমেটোগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যেতে পারে। টমেটো গুলো সিদ্ধ হয়ে গেলে তার ভিতরে মাছগুলো দিয়ে দিয়েছি।

20230307_001624.jpg20230307_001603.jpg
20230307_001540.jpg20230307_001524.jpg

মাছগুলো দিয়ে নেড়েচেড়ে মসলার সাথে মিশিয়ে মাছ কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। তারপর মাছ কষানো হয়ে গেলে তার ভিতরে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়েচেড়ে তারপর মাছ রান্নার জন্য পানি দিয়ে দিয়েছি, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।

20230307_001450.jpg20230307_001435.jpg
20230307_001259.jpg20230307_001243.jpg

এরপর ঢাকনা খোলার পরে যখন দেখব যে পানিটা একটু কমে গিয়ে টগবগ করে বলক আসছে তখন তার ভিতরে জিরা ও গলিয়ে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। তারপর আরো একটু জ্বাল করে নিয়ে পানিটাকে আরো একটু কমিয়ে নিয়েছি। এরপর ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি তারপর আরো কিছু সময় জ্বাল করে নিয়েছি।

20230307_001221.jpg20230307_001200.jpg

এরপর রান্নাটা হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিয়েছি এবং তরকারিটা একটা বাটিতে সুন্দরভাবে তুলে নিয়েছি ।এরপর গরম গরম পরিবেশন করেছি। খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল। শিং মাছ এমনিতেই মজার মাছ তারপর এরকম মজা করে রান্না করেছি দেখে খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনার চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন।

20230307_001142.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 last year 

মানুষের শরীরের রক্তের ঘাটতি পূরণ করার জন্য শিং মাছ আদর্শ একটা খাবার। আলু এবং টমেটো আমার কাছেও বেশ পছন্দের সবজি। আলু এবং টমেটো দিয়ে শিং মাছের রেসিপি টা বেশ চমৎকার তৈরি করেছেন আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

আমি আজও আলু আর টমেটো দিয়ে শিং মাছ রান্না করেছি। আমি আর আমার ছেলে এই রেসিপি খেতে খুবই পছন্দ করি। ছেলের জন্য মাঝে মাঝে এই রেসিপি তৈরি করা হয়। আপনার রেসিপি দেখতে খুবই সুস্বাদু মনে হচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

শীতকালে সবজির মধ্যে টমেটো অন্যতম। আপনি আলু ও টমেটো দিয়ে শিং মাছ রান্না করেছেন। টমেটোর মধ্যে আলু ও মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আর মাছটি যদি শিং মাছ হয়, তাহলে তো কথাই নেই। কারণ শিং মাছ অতি সুস্বাদু একটি মাছ। আলু টমেটো ও শিং মাছ দিয়ে আপনি খুবই মজার একটি রেসিপি তৈরি করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন আপনাকে ধন্যবাদ।

 last year 

আলু ও টমেটো দিয়ে শিং মাছের মজাদার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। কারণ শিং মাছ আমার খুবি প্রিয়,আর এই শিং মাছের রেসিপি আপনি খুবি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম।

 last year (edited)

মাছে ভাতে বাঙালি প্রতিদিন এক ওয়াক্তে মাছ না খেলে যেন আমাদের খাবার টা পরিপূর্ণই হয় না।।
আপনি শিং মাছের অনেক মজাদার রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল খেতে।।
রেসিপি প্রস্তুত প্রণালী অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।

 last year 

যতটা জানি শিং মাছ আমাদের দেহের রক্তের প্রবনতা বৃদ্ধি করে ৷ অনেক ভালো লাগলো যে আপনি বেশ সুন্দর করে শিং মাছ টমেটো আর আলু দিয়ে বেশ সুন্দর করে রান্না করেছেন ৷ অসংখ্য ধন্যবাদ

 last year 

এরকম মজাদার রেসিপি গুলো দেখতে যেমন ভাল লাগে খেতেও অনেক ভালো লাগে। আপনি আলু দিয়ে শিং মাছ রান্না করলেন এটি দেখে আরো ভালো লাগলো। আমি শিং মাছ তেমন একটা খাই না। কিন্তু আমার আব্বু অনেক পছন্দ করে এই মাছটা খেতে। তাই আমাদের বাড়িতে অনেক রান্না করা হয় এই মাছ। আপনিও অনেক সুন্দর ভাবে এই মাছটি রান্না করেছেন। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপনা ও করলেন।

 last year 

শিং মাছ আমার অতীব পছন্দের একটি মাছ। যদিও বর্তমান বাজারে এর দাম অনেক। তাই খুব একটা খাওয়াও হয়না। ত বে দারুণ লাগে কিন্তু এর রেসিপি গুলো। স্পেশালি ঝোল ঝোল রেসিপি গুলো বেশি ভালো লাগে আমার কাছে। দারুণ এক রেসিপি শেয়ার করেছেন আপু। ভালো লেগেছে অনেক।

 last year (edited)

শিং মাছের মজাদার রেসিপি দেখে সুস্বাদু লাগে। আসলে আলু টমেটো দিয়ে যেকোনো রেসিপি খেতে খুবি মজাদার লাগে। আপনার রেসিপি দেখে খুবি ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.12
JST 0.029
BTC 66433.10
ETH 3607.66
USDT 1.00
SBD 2.69