★সাদা কাগজ ও টিস্যু দিয়ে একটি বিড়াল তৈরি★

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



IMG_20230613_200845.jpg

আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করে দেখাবো। আজকে আমি সাদা কাগজ ও টিস্যু দিয়ে একটি বিড়াল তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। এটি তৈরি করার পরে আমার কাছে অনেক কিউট লেগেছে। প্রথমে ভেবেছিলাম শুধু সাদা কাগজ দিয়েই করি পরে ভাবলাম যে উপরে টিস্যু দিলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এজন্য সাদা কাগজের উপরে টিস্যু বসিয়ে বসিয়ে সাবধানে জিনিসটা তৈরি করেছি করার পরে ভালোই লেগেছে। কিউট একটি বিড়াল তৈরি হয়েছে।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

সাদা কাগজ
রঙীন কাগজ
টিস্যু
গ্লু
কম্পাস
কাঁচি
কালো কলম
নীল কলম

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20230613_200809.jpg20230613_200758.jpg
20230613_200747.jpg20230613_200735.jpg

প্রথমে সাদা কাগজের উপরে করে বৃত্ত এঁকে নিয়েছি। বৃত্তগুলো কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তারপর একটা বৃত্ত মাঝখান থেকে দুটো খণ্ড করে নিয়েছি। তারপর গোল করে কেটে লেজের অংশ তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা কাগজ ছবিতে দেখানো হয়েছে। এরপর গোল বৃত্তটার উপরে একটু গ্লু লাগিয়ে নিয়েছি।

20230613_200724.jpg20230613_200713.jpg
20230613_200658.jpg20230613_200644.jpg

এরপর গোল গোল করে টিস্যু গুলো কেটে নিয়েছি। তারপর একটা সাদা কাগজের উপরে গ্লু লাগানো হয়ে গেলে তার ওপরে টিস্যুগুলো বসিয়ে দিয়েছি। এভাবে প্রত্যেকটা কাগজের উপরে আমি টিস্যু লাগিয়ে নিয়েছি গ্লু দিয়ে। তারপর টিস্যু গুলো পেঁচিয়ে পেচিয়ে বিড়ালের গোঁফ তৈরি করে নিয়েছি। এরপর একটি রঙিন কাগজের উপরে প্রথমে গোল একটি কাগজ গ্লু দিয়ে বসিয়ে দিয়েছি।

20230613_200633.jpg20230613_200621.jpg
20230613_200609.jpg20230613_200555.jpg

এরপর গ্লু দিয়ে অন্যটিও বসিয়ে দিয়েছি। তারপর নিচের দিকে কাটা অংশ দুটো লাগিয়ে বিড়ালের পা তৈরি করে নিয়েছি। এরপর উপরের দিকে গ্লু লাগিয়ে নিয়ে বিড়ালের লেজ তৈরি করে নিয়েছি।

20230613_200543.jpg20230613_200531.jpg
20230613_200517.jpg20230613_200455.jpg

এরপর যে গোঁফ গুলো বানিয়েছিলাম সেগুলো গ্লু দিয়ে একটা একটা করে বসিয়ে কালো একটু কাগজ নিয়ে গোঁফের উপরে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি। এরপর দুটো চোখ তৈরি করে চোখ দুটো গ্লু দিয়ে বসিয়ে দিয়েছি। এরপর টিস্যু দিয়ে আরও দুটি কেটে দিয়ে বিড়ালের মাথার দিকে শিং এর মত তৈরি করে নিয়েছি। বেশ এভাবেই তৈরি হয়ে গিয়েছে আমার সাদা কাগজ ও টিস্যু দিয়ে বানানো খুব সুন্দর একটি বিড়াল।

20230613_200437.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 last year 

সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা জিনিস তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। সাদা কাগজ এবং টিস্যু পেপার দিয়ে চমৎকার একটা বিড়াল তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন।

 last year 

সব সময় তো একই রকম ভাবে তৈরি করে তাই আজকে একটু ভিন্নভাবে তৈরি করার চেষ্টা করলাম। আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

বাহ বেশ ইউনিক একটি ডাইপ্রজেক্ট দেখলাম। কত সুন্দর লাগছে দেখতে। সত্যিই খুব কিউট দেখাচ্ছে। বিশেষ করে মুখের সম্পূর্ণ অংশটাই বেশ সুন্দর হয়েছে। লেজটাও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।

 last year 

আসলে আপু বানানোর পরে সত্যিই অনেক কিউট লেগেছিল আমার কাছেও।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 last year 

সাদা কাগজের উপর টিস্যু বসিয়ে খুবই চমৎকার একটি কিউট বিড়াল তৈরি করলেন আপু ।আমার কাছে তো বিড়ালটিকে বেশ কিউট লাগছে । লেজ টি অনেক সুন্দর দেখাচ্ছে ।ধন্যবাদ আপনাকে।

 last year 

বিড়ালটি দেখতে আসলেই অনেক কিউট হয়েছিল আপু। ধন্যবাদ আপনাকে আপনার ভালো লেগেছে জন্য ভালো লাগলো।

 last year 

সাদা কাগজ টিস্যু ও রঙ্গিন কাগজ দিয়ে অনেক কিউট একটি বিড়াল তৈরি করেছেন আপু।যা দেখতে খুবই সুন্দর এবং সত্যি অনেক কিউট হয়েছে।কিউট বিড়ালটির তৈরি প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন এবং পোস্ট টি আমাদের সাথে শেয়ার করেছে। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 last year 

অনেক কষ্ট করে সুন্দর করে বিড়ালটি তৈরি করেছি এজন্য ধাপগুলো সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 last year 

আপু সাদাকাগজ, টিস্যু ও রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি বিড়াল তৈরী করলেন।দেখতে খুব সুন্দর হয়েছে। আপনি খুব দক্ষতা নিয়ে কাজটি করলেন।দারুন হয়েছে দেখতে।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 last year 

এখানে কাজগুলো দক্ষতা দিয়েই বানাতে হয় তবেই তো আপনাদের কাছে ভালো লাগে।

 last year 

সাদা কাগজ ও টিস্যু পেপার দিয়ে খুবই চমৎকার ভাবে আপনি বিড়ালের অরিগ্যামী তৈরি করেছেন। আপনার তৈরি বিড়ালের কান দুটি ও চোখ দুটি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমার তৈরি করার বিড়ালের সবকিছু আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 last year 

ভাই কি ক্রিয়েটিভিটি রে 🤔🤔🤔🤔🤔
মাঝে মাঝে এমন কিছু পোস্ট আপনার মাধ্যমে দেখতে পাই হা করে তাকিয়ে থাকা ছাড়া আর কোন উপায় খুঁজে পাই না।।
টিস্যু পেপার দিয়ে প্রস্তুত করা বিড়ালের দৃশ্যটি অসাধারণ হয়েছে।।
আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে।।।

 last year 

আমার পোস্টগুলো আপনার কাছে এত ভালো লাগে যেটা দেখে আমার আসলেই অনেক ভালো লাগে ভাইয়া। ধন্যবাদ আপনাকে সবসময় খুব সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 last year 

সাদা কাগজ ও টিস্যু দিয়ে একটি বিড়াল তৈরি খুবি সুন্দর হয়েছে। দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ডাই পোস্ট তৈরি করেছেন যা আমার মন ছুয়ে গেলো। ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম।

 last year 

আমার তৈরি করা ডাই পোস্টটি আপনার কাছে এত ভালো লেগেছে যে আপনার মন ছুয়ে গিয়েছে। সেটা দেখে আমার অনেক ভালো লাগলো ভাইয়া । ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66521.28
ETH 3454.20
USDT 1.00
SBD 2.67