DIY PROJECT : এসো নিজে করি আপেল দিয়ে হাঁস তৈরি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের সবাই কেমন আছেন?আশা করছি সবাই ভালো আছেন।আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে এসেছি @rme দাদার এসো নিজে করি ডাই প্রজেক্ট এ অংশ গ্রহন করতে। সবাই প্রতিদিনই কিছু না কিছু বানাচ্ছে।তাই আমিও কিছু একটা নিয়ে হাজির হয়ে গেলাম।মনে মনে ভাবছি সবাই কত কিছু বানায় আর আমি কিছু বানাতে পারি না।তখনই আমার হঠাৎ করে মনে পড়লো আমিতো আমার ছোট বোনের কাছ থেকে আপেল দিয়ে হাঁস বানাতে শিখেছিলাম সেটা দেখি চেষ্টা করে পারি কিনা।চেষ্টা করে পেরে গেলাম।তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম।সবাই পাশে থাকবেন আশা করছি।

IMG_20210915_193145.jpg

প্রয়োজনীয় উপকরণ:


.১টা ছুরি
.১টা আপেল
.২টা বাটার নাইফ
.১চপিং বোর্ড

IMG20210915192938.jpg

প্রস্তুত প্রণালী:


IMG20210915181545.jpg

প্রথমে একটি আপেল নিয়ে মাঝ থেকে ২ভাগ করে কেটে নিয়েছি।

IMG20210915181803.jpg

এখানে আপেল এর এক অংশ নিয়ে এভাবে বিছিয়ে মাঝ বরাবর কাটবো পাখনা তৈরি করতে।

IMG20210915181854.jpg

IMG20210915181930.jpg

এভাবে দুই পাশ থেকে কেটে নিব।

IMG20210915181953.jpg

কাটার পর দেখতে এমন হবে।

IMG20210915182034.jpg

IMG20210915182019.jpg

IMG20210915182348.jpg

এভাবে এক একটা খণ্ড নিয়ে পাখনা তৈরি করে নিতে হবে।

IMG20210915182603.jpg

এভাবে মাঝ বরাবর কেটে হাঁসের গলা বসানোর জায়গা বানিয়ে নিতে হবে।

IMG20210915182739.jpg

এখানে হাঁসের এক পাশের পাখনা বসিয়ে নিয়েছি।

IMG20210915182727.jpg

এখানে আমি দ্বিতীয় পাখনাটাও বসিয়ে নিয়েছি।

IMG20210915182820.jpg

IMG20210915182921.jpg

এখানে যে অর্ধেক আপেল বেঁচে ছিল সেটা মাঝ বরাবর ৩ খন্ড করে কেটে নিয়েছি।

IMG20210915183004.jpg

৩টুকরা থেকে একটা বেছে নিয়ে গলা তৈরি করে নিয়েছি।

IMG20210915183034.jpg

গলাটাকে একটু উপর থেকে কেটে গোল করে নিয়েছি।

IMG20210915183226.jpg

IMG20210915183147.jpg

এখানে আপেল এর দুইটা বিচি দিয়ে আমি দুইটা চোখ বানিয়ে নিয়েছি।

IMG20210915183300.jpg

ব্যাস আমার হাঁস একদম তৈরি।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

Cc
@rme

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

Sort:  

দারুন লাগলো।এমন কনসেপ্ট এই প্রথম দেখলাম।শেয়ার করার জন্য ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে আপেল দিয়ে হাঁস তৈরি করেছেন,খুবই সুন্দর দেখাচ্ছে, আমি এর আগে কখনো এমন হাঁস।দেখি নাই। ধন্যবাদ আপনাকে আপু

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

আপেল দিয়ে খুব সুন্দর ভাবে হাস তৈরি করেছেন।খুবই সহজ ভাবে বুঝিয়ে দিয়েছেন।অনেক ধন্যবাদ আপনাকে আপনার ট্যালেন্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দারুন আইডিয়াতো,
আপেল দিয়ে হাঁস খাওয়া যায় এইডা আমি শিখে নিলাম। এরপর শুধু আপেল না সাথে হাসও খাবো। দারুন হয়েছে আপু। ধন্যবাদ

 3 years ago 

আমি আমার আপেল হাঁসটা অনেক মজা করে খেয়ে নিয়েছি ভাইয়া। আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুব সুন্দর বানিয়েছেন আপু আপেল দিয়ে হাসটি।মজাও হবে, ভুড়িভোজন ও হবে।দারুণ আইডিয়া।ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার আপেল দিয়ে তৈরি হাঁস টি খুবই চমৎকার হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে ।দেখেই খেয়ে ফেলতে ইচ্ছে করছে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

আমিই খেয়ে ফেলেছি হাঁসটা।তোমাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

একেবারে সত্যিকারে হাঁসের মতো হয়েছে। আর আপনি এত বিস্তারিত ভাবে পোস্ট লিখেছেন যে, কেউ চাইলেই আপনার মত যে কেউ আপেল দিয়ে হাঁস বানাতে পারবে।

 3 years ago 

হ্যা ভাইয়া সত্যিকারের হাঁসের মতো কিন্তু আমিতো হাঁসটা আস্ত খেয়ে ফেলেছি। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে হাতের কাজ টি অনেক গুছিয়ে বানিয়েছেন। আমার কাছে দারুন লেগেছে। এক কথায় অনবদ্য । শুভেচ্ছা রইলো অনাবিল

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 65395.33
ETH 2611.94
USDT 1.00
SBD 2.67