মুরগির রোস্ট🍗🍗 রান্নার রিসিপি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি।

আজ আমি আপনাদের সাথে সকলের খুব পছন্দের ও অনেক মজার একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম। তা হলো মুরগির রোস্ট রান্নার রেসিপি।এটি ছাড়া কোনো বিয়ের অনুষ্ঠান কিংবা কোনো ঘরোয়া অনুষ্ঠানের কথা চিন্তাই করা যায়না।আমিতো কোন অনুষ্ঠানে গেলে রোস্ট না থাকলে আমার মনটাই খারাপ হয়ে যায়। আর আমি বাসায় যখন তৈরি করি তখন বেশি করে তৈরি করি যাতে ইচ্ছে করলেই খাওয়া যায়।এটা শুধু আমি কেন ছোট বড় সবারই পছন্দের একটি খাবার।চলুন তাহলে এই মজাদার রোস্ট রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

Polish_20210909_152459707.jpg

🍗🍗রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ ও পরিমাণ নিচে দেওয়া হলো🍗🍗:

উপকরণপরিমান
মুরগি১২পিছ
রোস্ট মশলা১প্যাকেট
কাটা পেঁয়াজ১/২কাপ
মরিচ১০পিছ
আদা বাটা৩টেবিল চামচ
পেঁয়াজ বাটা১কাপ
রসুন বাটা৩টেবিল চামচ
ঘি৪টেবিল চামচ
দুধ১/২লিটার
টমেটো সচ৩টেবিল চামচ
লবণস্বাদ মতো
তেলপরিমাণ মত
টক দই১/২ কাপ
বাদাম বাটা৩টেবিল চামচ

Polish_20210909_153636725.jpg

প্রস্তুত প্রণালী:

১ম ধাপ

IMG20210908131243.jpg

প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে পরিস্কার করে নিয়েছি।

২য় ধাপ

IMG20210908131503.jpg

তারপর মাংস এর মধ্যে ১টেবিল চামচ আদা বাটা,১টেবিল চামচ রসুন বাটা ও ১টেবিল চামচ লবন দিয়ে দিয়েছি।

৩য় ধাপ

IMG20210908131600.jpg

সবকিছুর সাথে মাংসগুলো ভালো কিরে মিশিয়ে ১ ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিয়েছি।

৪র্থ ধাপ

IMG20210908141550.jpg

৫ম ধাপ

IMG20210908141734.jpg

তারপর চুলায় একটি করাই বসিয়ে ভালো করে গরম করে তাতে প্রয়োজনমতো তেল দিয়ে তেল গরম হয়ে আসলে তাতে মাংসের টুকরাগুলো দিয়ে দিয়েছি।

৬ষ্ঠ ধাপ

IMG20210908142332.jpg

৭ম ধাপ

IMG20210908143501.jpg

মাংসের টুকরাগুলো এপাশ ওপাশ ভালো করে বাদামি করা ভাজা হয়ে গেলে মাংসগুলো একটা বাটিতে তুলে নিয়েছি।

৮ম ধাপ

IMG20210908143604.jpg

৯ম ধাপ

IMG20210908143852.jpg

তারপর ওই তেলের ভিতরে কাটা পেঁয়াজ ও মরিচগুলো দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়েছি।

১০ম ধাপ

IMG20210908144021.jpg

১১তম ধাপ

IMG20210908144243.jpg

এ পর্যায়ে আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে কিছু সময় ভুনে নিয়েছি।

১২তম ধাপ

IMG20210908144324.jpg

১৩তম ধাপ

IMG20210908144350.jpg

১৪তম ধাপ

IMG20210908144627.jpg

১৫তম ধাপ

IMG20210908144536.jpg

১৬তম ধাপ

IMG20210908144414.jpg

১৭তম ধাপ

IMG20210908144805.jpg

১৮তম ধাপ

IMG20210908144839.jpg

তারপর একে একে রোস্টের মশলা, টক দই, লবন , চিনিও দুধ দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছ সময় জাল করে নিয়েছি। এখানে আমি দুধ দিয়েই রোস্টটা রান্না করবো কোনো পানি ব্যবহার করবো না।

১৯তম ধাপ

IMG20210908145058.jpg

তারপর একটা বলক চলে আসলে তার ভিতরে টমেটো সচ দিয়ে দিয়েছি।

২০তম ধাপ

IMG20210908145728.jpg

২১তম ধাপ

IMG20210908150159.jpg

২২তম ধাপ

IMG20210908150315.jpg

টমেটো সচ দিয়ে আরো কিছু সময় জাল করে এভাবে তেল উপরে উঠে আসলে বাদাম বাটা দিয়ে দিয়েছি।

২৩তম ধাপ

IMG20210908150445.jpg

বাদামবাটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপর ভেজে রাখা মাংসের টুকরা গুলো দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।

২৪তম ধাপ

IMG20210908150634.jpg

ঢাকনা খুলে এ পর্যায়ে আমি কিছু আস্ত কাঁচা মরিচ দিয়ে দিয়েছি।

২৫তম ধাপ

IMG20210908150806.jpg

তারপর একটু নেড়েচেড়ে উপর দিয়ে কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি।

২৬তম ধাপ

IMG20210908151645.jpg

২৭তম ধাপ

IMG20210908151612.jpg

তারপর আর একটু নাড়াচাড়া দিয়ে উপর দিয়ে ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।

২৮তম ধাপ

IMG20210908151007.jpg

এ পর্যায়ে আমার রান্নাটা একদম হয়ে গেছে আমি আমার চুলাটা বন্ধ করে দিয়েছি।

২৯তম ধাপ

IMG20210908153457.jpg

এখন আমি আমার রোস্টগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। এখন গরম গরম পরিবেশন করতে হবে।

আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

ধন্যবাদ

@tauhida

Cc
@Rme

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতে ভালোবেশি।

Sort:  
 3 years ago 

মুরগির রোষ্ট,, 😋😋
নামটা শুনলেই জিবে পানি চলে আসে। আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন মুরগির রেসিপি টা, দেখেই বোঝা যাচ্ছে আপনার রেসিপি টা অনেক সুস্বাদু হয়েছে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

প্রথমে বলি আপনার পোষ্টের উপস্থাপন নিয়ে। আপনার উপস্থাপনাটা আমার কাছে খুব ভালো লাগে। বিশেষ করে আপনার দেখানো ধাপগুলো, সব নিখুদ ভাবে সাজানো থাকে। আজকের রোষ্ট রেসিপিটা অনেক সুন্দর হয়েছে। দেখে খেতে মন চাইলো।
আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

১২ পিছ রোষ্টের জন্য উপর হতে ২৩ ধাপ নিচে নামলাম কিন্তু ভাগে পেলাম না একটাও, এইডা কিছু হলো?

ধুর খালি খালি লোভ লাগাইছে, ১২ পিছ রোষ্ট একাই সাবার করে ফেলছে, এইডা কিন্তু ঠিক হয় নাই আপু। দাওয়াততো অনেকগুলো জমা হয়ে গেলো, মনে রাইখেন কিন্তু হি হি হি হি।

 3 years ago 

দাওয়াত তো শুধু জমছেই আপনিতো একবারও আসলেন না তাই কি আর করার একলাই খেতে হচ্ছে।থাক ভাইয়া পরের বার অবশ্যই আসবেন। অনেক অনেক ধন্যবাদ আপনার এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

মুরগির রোস্ট প্রায় আমাদের সবার কাছেই অনেক পছন্দ। কিন্তু এর প্রস্তুত প্রণালি অনেক কঠিন মনে করতাম। কিন্তু আপু আপনি অনেক সুন্দরভাবে রেসিপি টা উপস্থাপন করেছেন। খুব ভালো রেসিপি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57050.09
ETH 3060.34
USDT 1.00
SBD 2.32