রিঠা মাছ রান্না রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আরো একটি মজার মাছ রান্না করার রেসিপি নিয়ে।আর সেটা হলো রিঠা মাছ রান্নার রেসিপি। আজ আমি আলু দিয়ে রিঠা মাছটি রান্না করব। রিঠা মাছ ভুনা খেতেও অনেক ভালো লাগে। আমি যেহেতু আলু একটু বেশি পছন্দ করি তাই আমি আলু দিয়ে রান্না করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক।

Polish_20210805_184635397.jpg

উপকরণপরিমাণ
রিঠা মাছ৬পিছ
আলু৩পিছ
কাটা পেঁয়াজ১/২কাপ
মরিচ৩পিছ
আদা বাটা১চা চামচ
পেঁয়াজ বাটা৪টেবিল চামচ
রসুন বাটা১ চা চামচ
লবণস্বাদ মতো
তেলপরিমাণ মত
মরিচের গুঁড়া১চা চামচ
হলুদের গুঁড়া১/২চা চামচ
ধোনিয়ার গুঁড়া১/২ চা চামচ
জিরার গুঁড়া১/২চা চামচ

Polish_20210805_133305780.jpg

প্রস্তুত প্রণালী:

IMG20210805132858.jpg

প্রথমে আমি চুলাই একটি করাই বসিয়ে ভালোমতো গরম করে তাতে প্রয়োজনমত তেল দিয়ে দিয়েছি।

IMG20210805132919.jpg

তেল ভালোমত গরম হয়ে আসলে তার ভিতরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি।

IMG20210805133404.jpg

আলুগুলো এভাবে বাদামি রঙের করে ভেজে নিয়েছি।

IMG20210805133445.jpg

আলু বাদামি করে ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিয়েছি।

IMG20210805133522.jpg

তারপর ওই তেলের ভিতরে কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিয়েছি।

IMG20210805133707.jpg

পেঁয়াজ গুলো এভাবে হালকা করে ভেজে নিয়েছি।

IMG20210805133731.jpg

পেঁয়াজগুলো ভেজে নরম হয়ে আসলে তাতে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। যাতে আমার পেঁয়াজগুলো পুড়ে না যায়। ওই পানিতেই আমি আমার মাছটা ভুনে নিব।ভুনার জন্য আমি আর কোনো পানি ব্যবহার করবো না।

IMG20210805133850.jpg

আমি এই পর্যায়ে ওই পেঁয়াজ এর ভিতরে একে একে আদা বাটা,রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি

IMG20210805134026.jpg

তারপর একটু নাড়াচাড়া দিয়ে তার ভিতরে লবণ, মরিচ,হলুদ ও ধোনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি।

IMG20210805134054.jpg

সবকিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি।

IMG20210805134212.jpg

তারপর আরো একটু জাল করে মশলাটা ভালোমত কষিয়ে নিয়েছি।

IMG20210805134313.jpg

মশলাটা কষানো হয়ে গেলে তাতে মাছের টুকরাগুলো দিয়ে দিয়েছি।

IMG20210805134423.jpg

মাছগুলো এভাবে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলাটা হালকা আঁচে দিয়ে১০ মিনিট জাল করেছি।

IMG20210805134835.jpg

IMG20210805134850.jpg

১০ মিনিট জাল করার পর ওই কষানো মাছের ভিতরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি।

IMG20210805135222.jpg

তারপর আলু দিয়ে মাছের সাথে ভালোমত মিশিয়ে আরো কিছু সময় কষিয়ে নিয়েছি।

IMG20210805135244.jpg

ভালোমতো কষানো হয়ে গেলে তার ভিতরে প্রয়োজন মতো গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি ব্যাবহার করলে তরকারিতে দেওয়ার সাথে সাথে বলক চলে আসে তরকারি রান্না হতে বেশি সময় লাগে না।

IMG20210805140132.jpg

তারপর কিছু সময় জাল করে পানিটা একটু কমে আসলে তারভিতরে আস্ত মরিচ ও জিরার গুঁড়া দিয়ে দিয়েছি।

IMG20210805140417.jpg

তারপর চুলাটা হাই হিটে দিয়ে আরো কিছু সময় জাল করে নিয়েছি।

IMG20210805140424.jpg

আমার রান্নাটা হয়ে গেছে।এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি।

IMG20210805140537.jpg

এখন আমি আমার তরকারিটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন গরম গরম পরিবেশন করতে হবে।

আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

Cc-

@rme

@amarbanglablog

@black

@rex-sumon

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতে ভালোবেশি।

Sort:  
 3 years ago 

খুব ভালো হয়েছে আপু।এই মাছ ভাজতে গেলে পটপট আওয়াজে গায়ের দিকে ছিটকে আসে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ছোট্ট আপু।

 3 years ago 

রিঠা মাছটা আবার কি মাছ ? শুনিনি তো কোনোদিন । একটা পুরো মাছের ছবি শেয়ার করুন তো দেখি । নতুন মাছ দেখতে ভালোই লাগবে ।

 3 years ago 

সরি ভাইয়া আস্ত মাছটা যা কাটা হয়েগিয়েছিলো।তাই আস্ত মাছের ছবি দিতে পারলাম না। পরবতীতে আনলে তখন দিতে চেষ্টা করবো। নিচের ছবিটা ইউ টিউব থেকে নিয়েছি। মাছটা এমনি ছিল।

IMG_20210807_044637.jpg

 3 years ago 

প্রথম দেখলাম, আগে কোনোদিন দেখিনি এই মাছ, ধন্যবাদ শেয়ার করার জন্য :)

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60352.73
ETH 2410.03
USDT 1.00
SBD 2.44