(এসো নিজে করি) DIY PROJECT: গ্লিটার আর্ট পেপার দিয়ে ফুল তৈরি 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন।আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন ।আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।আজ আমি গ্লিটার আর্ট পেপার দিয়ে একটি ফুল তৈরি করে দেখবো।গ্লিটার আর্ট পেপার দিয়ে অনেক কিছু তৈরি করা যায় এবং দেখতেও অনেক ভালো লাগে। নরমাল কাগজের থেকে গ্লিটার আর্ট পেপার দিয়ে কিছু তৈরি করলে দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে এবং এটা তৈরি করতেও অনেক কষ্ট হয় কিন্তু বানানোর পর যখন সুন্দর লাগে তখন দেখে মনটা ভরে যায়।আজ আমি খুব সুন্দর একটি ফুল বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো।আশা করছি আপনাদেরও ভালো লাগবে।চলুন শুরু করা যাক।



Polish_20211229_202501982.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • গ্লিটার আর্ট পেপার
  • কাঁচি
  • গ্লু গান
  • স্কেল
  • পেন্সিল
  • পুঁতি

প্রস্তুত প্রণালী:

IMG20211205171232.jpgIMG20211205171309.jpg

প্রথমে একটি গ্লিটার আর্ট পেপার নিয়ে ৬ ইঞ্চি ৬ ইঞ্চি মাপ দিয়ে কেটে নিয়েছি।

IMG20211205173610.jpgIMG20211205173721.jpg

তারপর পেপারটি উল্টে নিয়ে মাঝখান থেকে কাঁচি দিয়ে কেটে দিয়েছি।

IMG20211205173823.jpgIMG20211205174041.jpg

তারপর এক খন্ড কাগজ নিয়ে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে উপরের ছবির মত করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

IMG20211205174104.jpgIMG20211205174156.jpg

দেখুন কাটার পর দেখতে উপরের ছবির মত হয়েছে এবং নিচ থেকে কোনা করে আরো একটু কেটে নিয়েছি।

IMG20211205174649.jpgIMG20211205174723.jpg

তারপর কাটা গুলার একখণ্ড নিয়ে এভাবে দুই পাশে গ্লু গান দিয়ে লাগিয়ে নিয়েছি।

IMG20211205174708.jpgIMG20211205174740.jpg

তারপর গ্লু গান দিয়ে মাঝখানে লাগিয়ে দিয়েছি।

IMG20211205174818.jpgIMG20211205175853.jpg

একইভাবে মাঝখানের দুটো লাগিয়ে নিয়েছে এবং সাইডেরটা খালি রেখেছি। একইভাবে আমি পাঁচটা বানিয়ে নিয়েছি।

IMG20211205180015.jpgIMG20211205180204.jpg

এ পর্যায়ে গ্লু গান দিয়ে একটার পর আরএকটা বসিয়ে লাগিয়ে দিয়েছি।

IMG20211205180406.jpgIMG20211205180459.jpg

এভাবে ছোট্ট করে গ্লিটার আর্ট পেপার কেটে নিয়ে মাঝখানে একটু গ্লুগান লাগিয়ে নিয়েছি।

IMG20211205180553.jpgIMG20211205180603.jpg

তারপর ওই গোল পেপারটা নিয়ে ফুলের উল্টাপাশে লাগিয়ে দিয়েছি দেখুন মাঝখানে একটি ফাঁকা ছিল সেই ফাঁকাটা ঢেকে গিয়েছে।

IMG20211205180913.jpgIMG20211205182546.jpg

এ পর্যায়ে আমি ফুলের মাঝখানে একটি সাদা কালারের পুঁতি বসিয়ে নিয়েছি ,তারপর কাঁচি দিয়ে ফুলের সাইডের অংশগুলো কেটে ছোট করে দিয়েছি।ব্যাস এখানে আমার ফুলটি একদম তৈরি হয়ে গিয়েছে।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।
Sort:  
 3 years ago 

খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন আপনার ফুলটি আমার কাছে অনেক সুন্দর লাগছে। আপনি এই ফুলটি তৈরি করার প্রতিটি ধাপ সুখ সুন্দরভাবে উপস্থাপন করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার ফুলটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি অনেক সুন্দর ফুল তৈরি করেছেন।দেখে খুব ভালো লাগলো।এবং খুব সহজ করে দিয়েছেন। ধন্যবাদ আপু

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

অতি চমৎকার একটি ফুল তৈরি করেছেন। এই কাজটি বেশ জটিল ছিল এবং এটি সম্পূর্ণ করার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন ছিল। আপনি অনেক সাফল্যের সাথে এই কাজটি করতে সফল হয়েছেন। আপনাকে এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের সামনে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

জটিলতো একটু ছিলই তবে একটু চেষ্টা করলেই হয়ে গেছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু অনেক সুন্দর করে গ্লিটার পেপার দিয়ে একটা ফুল তৈরি করেছেন৷ সত্যেই অনেক সুন্দর হয়েছে আপু। প্রতিটা ধাপ সুন্দর করে আমাদের উপস্থাপন করেছেন৷ আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে গ্লিটার আর্ট পেপার দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি। আপনার তৈরি এই ফুলটি আমার কাছে সত্যিই অনেক ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনার চমৎকারভাবে ধাপে ধাপে আমাদের মাঝে ফুলটি উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি ফুল আমাদের মাঝে step-by-step তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।আপনার জন্যও অনেক শুভকামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.027
BTC 60003.48
ETH 2309.22
USDT 1.00
SBD 2.49