রঙীন কাগজ দিয়ে পালতোলা নৌকা তৈরি,10%shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি।


আজ আমি আবারও রঙিন কাগজ দিয়ে একটি ডাই প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি।এই ডাই প্রজেক্ট হওয়ার কারণে আমাদের একটি সুবিধা রয়েছে প্রতিদিন আমরা নিত্য নতুন জিনিস বানানোর সুযোগ পাচ্ছি ও বিভিন্ন জিনিসের সাথে পরিচিত হচ্ছি ।আর এগুলো দেখতেও ভালো লাগে বাচ্চারাও খুব খুশি হয় ।আজ আমি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি পালতোলা নৌকা বানিয়েছি। নৌকা পেয়ে আমার বাচ্চা এত খুশি হয়েছে যে এটি নিয়ে চলে গেছে পানিতে ছাড়ার জন্য ।বাথরুমে বালতিতে পানি ভরে তার ভিতর দিয়ে খেলেছে ।খেলার সাথে সাথে জিনিসটা ভিজে নষ্ট হয়ে গিয়েছে সেটা আবার আমার কাছে নিয়ে এসেছে যে মা আমি নষ্ট করে ফেলেছি। ওর আনন্দ টুকুই আমার কাছে খুব ভালো লাগে ।আজ আমি যে পালতোলা নৌকা বানিয়েছে সেটি এখন আপনাদের সাথে শেয়ার করব।



PhotoEditorPro_1649672418264.jpg

20220309_201530.jpg

কাগজ
পেন্সিল
কাঁচি
গ্লু
স্টেপলার

20220309_201517.jpg

20220410_225911.jpg20220410_225944.jpg
20220410_230049.jpg20220410_230148.jpg

প্রথমে একটি এ ফোর সাইজের রঙিন কাগজ নিয়ে মাঝখান থেকে ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর দুই পাশ থেকে আরও ভাঁজ দিয়ে কাগজটিকে একবারে ছোট করে ফেলেছি ।তারপরে এক সাইডের মাথার কাছ থেকে একটু ভাঁজ দিয়ে নিয়েছি।

qara-xett.png

20220410_230429.jpg20220410_230632.jpg
20220410_230811.jpg20220410_230843.jpg

তারপর দুই পাশ থেকে একইভাবে প্রত্যেকটা ভাঁজ দিয়ে নিয়েছি এবং ভাঁজগুলো দেওয়া হয়ে গেলে চারপাশের কোনায় চারটা স্টাপলার দিয়ে পিন মেরে দিয়েছি। প্রত্যেকটা ভাঁজ উপরের ছবিতে দেখানো হয়েছে।

qara-xett.png

20220410_231058.jpg20220410_231855.jpg

পিন মারার পরে কাগজটা উল্টিয়ে মাঝখান থেকে খোলার পরে একটা নৌকা তৈরি হয়েছে।

qara-xett.png

20220410_232228.jpg20220410_232925.jpg

তারপর ৫/২০ ও ৫/১২ সাইজের তিনটা সাদা কাগজ নিয়েছি ।আরো তিনটা কাগজ নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে লাঠির মত বানিয়ে নিয়েছি।

qara-xett.png

20220410_233758.jpg20220410_233845.jpg

তারপর প্রত্যেকটা কাগজ ভাঁজ দিয়ে ওই লাঠির ভিতর ঢুকিয়ে দিয়েছি। তারপর মাথার কাছে একটু লাল কাগজ লাগিয়ে নিয়েছে এবং কাঁচি দিয়ে লাল কাগজগুলো কোনা করে কেটে পতাকার মতো মানিয়ে নিয়েছি।

qara-xett.png

20220410_234013.jpg20220410_234143.jpg

তারপর আরো একটা কালো কাগজ নিয়ে গ্লু দিয়ে নৌকার মাঝখানে লাগিয়ে দিয়েছি ও একটা একটা পাল নিয়ে গ্লু দিয়ে লাগানো শুরু করেছি।

qara-xett.png

20220410_235044.jpg

এখানে আমি গ্লু দিয়ে তিনটা পালই লাগিয়ে নিয়েছি নৌকার সাথে।

qara-xett.png

20220411_161841.jpg

এভাবেই খুব সহজে তৈরী হয়ে গিয়েছে আমার রঙিন কাগজের তৈরি খুব সুন্দর একটি পালতোলা নৌকা।
qara-xett.png

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung galaxy s8plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

qara-xett.png

logo.gif

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 years ago 

আপনার এই পালতোলা নৌকা দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। রঙ্গিন কাগজের নৌকা দেখতে অনেক চমৎকার হয়েছে। আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

খুবিই সুন্দর হয়েছে আসলে মেধা থাকলে অনেক কিছুই তৈরী করে দেখানো যায়। এমন পাল তোলা নৌকা অনেকদিন পরে দেখলাম।আপনার আইডিয়াকে স্বাদুবাদ জানাই

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত দেওয়ার জন্য।

 2 years ago (edited)

ওয়াও রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি পালতোলা নৌকা তৈরি করেছেন। আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগছে। নৌকা তৈরির প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অসাধারণ পালতোলা নৌকার দৃশ্য প্রস্তুত করেছেন আপনার চিত্রটি দেখেই আমার বাড়ির পাশ দিয়ে বয়ে চলা নদীর কথা মনে হয়ে গেল অনেকদিন দেখা হয়না নদীটি কবে ছুটি পাব আর ইচ্ছামত নদীতে গোসল করব ধন্যবাদ সুন্দর একটি চিত্রের মাধ্যমে নিজের এলাকার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে মন্তব্য করার জন্য.।

 2 years ago 

আপনার রঙিন কাগজের নৌকা তৈরি দেখে খুবই ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে দক্ষতা সহকারে রঙিন কাগজ দিয়ে নৌকা তৈরি করেছেন। এবং ধাপসমূহ আমাদের মাঝে খুব সহজভাবে উপস্থাপন করেছেন। এত অসাধারণ পোস্ট আমাদের মধ্যে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

দে দে পালতুলেদে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আপু আপনার পালতোলা নৌকা টি দেখে আমার গানটি হঠাৎ করে মনে পড়ে গেল। রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি পালতোলা নৌকা তৈরি করেছেন, যা দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আমিও একদিন একটি নৌকা তৈরি করে পোস্ট করেছিলাম। আপনার সন্তানের মত আমার সন্তান ও সেই নৌকাটি পেয়ে ভীষণ খুশি হয়েছিল। এত সুন্দর একটি পালতোলা নৌকা তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলে ভাইয়া এসব জিনিস বানানো হলে ছোট বাচ্চারা খুবই খুশি হয় অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা দারুন ছিল রঙিন কাগজ দিয়ে পালতোলা নৌকা আমার অনেক ভালো লাগলো।আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং এটি তৈরি করতে যথেষ্ট দক্ষতা প্রয়োজন।নিজের মেধা খাটিয়ে দারুণভাবে পালতোলা নৌকা তৈরি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

এত সুন্দর নৌকা তৈরি করা দেখে আমার খুবই ভালো লাগলো। খুব সুন্দরভাবে একটি দক্ষতার পরিচয় আপনি ফুটিয়ে তুলেছেন আমার বাংলা ব্লগার বন্ধুদের মাঝে।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

দারুন ভিন্নধরনের একটি ক্রাফট তৈরি করেছেন আপনি। একেবারে আগের দিনের সেই পালতোলা নৌকার মিনিয়েচার সংস্করণ। রংটিও দারুন হয়েছে। সব মিলিয়ে সুন্দর একটি পেপার ক্রাফট।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 56182.86
ETH 2369.32
USDT 1.00
SBD 2.30