(এসো নিজে করি) রঙিন কাগজ দিয়ে স্নোম্যান তৈরি 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন।আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন ।আমিও আল্লাহর রহমতে ভালোই আছি।



আজ আমি আপনাদেরকে রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি জিনিস বানিয়ে দেখাবো।রঙিন কাগজ দিয়ে একটি স্নোম্যান তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব।রঙিন কাগজ দিয়ে প্রতিদিন নতুন নতুন জিনিস বানাতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে। আমি প্রতিদিনই কিছু না কিছু বানানোর চেষ্টা করছি আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি আমার বানানো আজকের স্নোম্যানটি আপনাদের পছন্দ হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি।



Polish_20211224_195523445.jpg

প্রয়োজনীয় উপকরণ:

  • রঙিন কাগজ
  • কাঁচি
  • পেন্সিল
  • আঠা
  • কালোকলম

IMG20211214220202.jpg

প্রস্তুত প্রণালী:

IMG20211214184652.jpgIMG20211214184917.jpg

প্রথমে একটি সাদা কাগজ নিয়ে এভাবে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি তারপর দাগ বরাবর কাগজ গুলো কেটে নিয়েছি এভাবে আমি চারটা কাগজ কেটে নিয়েছি।

IMG20211214193635.jpgIMG20211214193838.jpg

তারপর সবগুলো কাগজ একসাথে নিয়ে এভাবে মাঝখানে ভাঁজ দিয়ে নিয়েছে তারপর আঠা দিয়ে এভাবে একটার পর একটা লাগিয়ে দিয়েছি।

IMG20211214193939.jpgIMG20211214194038.jpg

তারপর প্রত্যেকটা কাগজ এভাবে লাগিয়ে নিয়েছি এবং প্রত্যেকটির মাথায় আঠা লাগিয়ে নিয়েছি।

IMG20211214194229.jpgIMG20211214194336.jpg

তারপর উপরের ছবির মত করে আঠার সাথে একটার পর একটা লাগিয়ে বলের মতো তৈরি করে নিয়েছি।

IMG20211214194616.jpgIMG20211214194719.jpg

এ পর্যায়ে ছোট একটা কালো কাগজ নিয়ে মাঝখান থেকে ভাঁজ দিয়ে দিয়েছে এবং পেন্সিল দিয়ে পাতার মতো এঁকে নিয়েছি।

IMG20211214195123.jpgIMG20211214195152.jpg

তারপর পেন্সিলের দাগ বরাবর কেটে এভাবে একটার উপর আরেকটা রেখে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে।

IMG20211214195433.jpgIMG20211214195519.jpg

তারপর আরো একটি সাদা কাগজ নিয়ে এভাবে পেন্সিল দিয়ে দাগিয়ে নিয়েছি।

IMG20211214195602.jpgIMG20211214195835.jpg

পেন্সিলের দাগ বরাবর কেটে নিয়েছি এবং আরো একটা ছোট লাল রঙের কাগজ নিয়েছি।

IMG20211214200303.jpgIMG20211214200702.jpg

তারপর ঐ লাল কাগজটা এভাবে হাতের মতো করে কেটে নিয়েছে এবং সাদা অংশের সাথে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

IMG20211214201319.jpgIMG20211214201939.jpg

তারপর ওই গোল বলের মতো বানানো অংশটার সাথে লাগিয়ে হাত-পা বানিয়ে নিয়েছে এবং আরেকটু ছোট করে আরও একটা বল বানিয়ে নিয়েছি।

IMG20211214202316.jpgIMG20211214202826.jpg

তারপর কাল কলম দিয়ে চোখ বানিয়ে ওই ছোট বলের মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

IMG20211214203045.jpgIMG20211214203215.jpg

এ পর্যায়ে কমলা কালারের ছোট একটি কাগজ দিয়ে নাক বানিয়ে নিয়েছে এবং কালো পেন্সিল দিয়ে ঠোঁট এঁকে নিয়েছি।

IMG20211214203346.jpgIMG20211214203544.jpg

তারপর ওই ছোটবলটা গোলবলটার উপরে বসিয়ে দিয়েছি এবং কম্পাস দিয়ে কাল কাগজের উপরে এভাবে গোল করে দাগ দিয়ে কেটে নিয়েছি।

IMG20211214203732.jpgIMG20211214203923.jpg

আরো একটি ছোট কালো কাগজ নিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি।

IMG20211214204055.jpgIMG20211214204136.jpg

ঝিরিঝিরি করা কাটা কাগজটাকে আঠা দিয়ে গোল করে লাগিয়ে নিয়েছি।

IMG20211214204309.jpgIMG20211214204349.jpg

তারপরও ঝিরিঝিরি করে কাটা ছোট অংশটা গোল বড় অংশটির উপরে বসিয়ে দিয়েছি ঝিরিঝিরি করে কাটা হয়েছে যাতে আঠা দিয়ে লাগানো যায় সহজেই ।দেখুন একেবারে ক্যাপ এর মত হয়েছে এবং এই ক্যাপটা আমি মাথার উপরে বসিয়ে দিয়েছি।

IMG20211214204630.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার টুপি পরা সুন্দর একটি স্নোম্যান।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।
Sort:  
 2 years ago 

আপনার তৈরি করা স্নোম্যান টি দেখতে বেশ মিষ্টি লাগছে। এখন যেহেতু শীতের সময় যেসব দেশগুলোতে এখন বরফ পড়ছে সেখানে এমন স্নোম্যান তৈরি করা হয় । আপনি রঙ্গিন কাগজ দিয়ে অসাধারণ ভাবে আমাদের মাঝে একটি স্নোম্যান তৈরি করে দেখিয়েছেন। আমার কাছে এই পোস্টটি অনেক ইউনিক লেগেছে । আপনি পোস্টটি অনেক গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে গুছিয়ে একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপু, আপনি কাগজ দিয়ে এত সুন্দর এবং নিখুঁত স্নোম্যান তৈরি করেছেন দেখে একদম বাস্তবিক লাগছে।স্নোম্যান তৈরি করতে নিশ্চয়ই অনেক সময় লেগেছে তাই না আপু? স্নোম্যান খুবই খুবই সুন্দর হয়েছে আপু। স্নোম্যান তৈরি করা প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপু কাগজ দিয়ে এত সুন্দর স্নোম্যান তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

হ্যা আপু এটি বানানো অনেক সময়তো লেগেছেই।আপনার ভালো লেগেছে জেনে আমার অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

কাগজ দিয়ে সুন্দর একটি স্নোম্যান তৈরি করেছেন। খুব ভালো লাগলো। খুব নিখুঁত করে বানাইছেন দেখে বোঝা যাচ্ছে। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপনার জন্যও অনেক শুভকামনা রইল।

 2 years ago 

কাগজ দিয়ে স্নোম্যান তৈরি সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে এটি তৈরি করেছেন। আপনার সুন্দর উপস্থাপনের মাধ্যমে আমি তৈরি করা শিখতে পারলাম। সত্যি আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

আমার বানানো দেখে আপনি শিখতে পেরেছেন জেনে ভালো লাগলো আপনার জন্যও অনেক শুভকামনা রইল।

 2 years ago 

এটা খুব সুন্দর দেখাচ্ছে. আপনি একটি সুন্দর সৃজনশীল বিষয়বস্তু শেয়ার করেছেন। চূড়ান্ত চেহারা খুব বিস্ময়কর.

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ্! আপনি তো চমৎকার তৈরি করেছেন স্নোম্যান কে। হাতের কাজটা একদম পারফেক্ট হয়েছে। এটা করতে অনেক সময় লেগেছে বোঝাই যাচ্ছে। অসাধারণ একটা প্রদর্শন দেখিয়েছেন। ধাপে ধাপে উপস্থাপনাটাও ভালো হয়েছে।

 2 years ago 

হ্যাঁ দাদা এটি বানাতে আসলেই অনেক সময় লেগেছে ।আপনার কাছে ভাল লেগেছে জেনে অনেক ভালো লাগছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু রঙ্গিন কাগজ দিয়ে অনেকটা সময় নিয়ে এবং বুদ্ধিমত্তার সাথে স্নোম্যান তৈরি করেছেন। রঙ্গিন কাগজ দিয়ে স্নোম্যান তৈরি প্রতিটি ধাপের বর্ণনাগুলো পড়ে আমি সম্পূর্ণ মুগ্ধ হয়ে গেছি। সত্যি অসাধারণ সুন্দর একটি সৃজনশীল কাজ করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে আসলেই অনেক সময় লাগে কিন্তু বানানোর পর যখন ভালো লাগে তখন মনটা ভরে যায় অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67124.23
ETH 3753.43
USDT 1.00
SBD 3.56