কাপের ভিতরে বিড়ালের চিত্ৰ অংকন,10%shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম আজ আমি একটি পেন্সিল আর্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি ।পেন্সিল আর্টগুলো করতে মোটামুটি ভালই লাগে। খুব ভাল পারি না কিন্তু তারপরও আঁকতে পারি তাই আমার কাছে ভালো লাগে দেখতে। আর এখানে শেয়ার করার জন্যই আঁকার চেষ্টা করি। তাই আস্তে আস্তে একটু চেষ্টা করছি সবারটা দেখে দেখে ।আশা রাখছি নিয়মিত আঁকাজোকা করতে করতে একসময় ভালো আঁকতে পারবো ।আজ আমি পেন্সিল দিয়ে একটি কাপের ভিতর বিড়ালের আর্ট করেছি আর্টটি দেখতে খুবই কিউট হয়েছে। এখন আমি আমার আপনাদের সাথে শেয়ার করব।



Polish_20220314_231913062.jpg

IMG_20220106_113311.png

20220315_155848.png

সাদা কাগজ
কালো কলম
লাল কলম
কটন বাড
পেন্সিল
রাবার

IMG_20220106_113311.png

20220312_171839.jpg

IMG_20220106_113311.png

20220315_155727.png

IMG_20220106_113311.png

20220312_165927.jpg20220312_170026.jpg
প্রথমে মাথা ও কান এঁকে নিয়েছি ও নিচের দিকে একটা দাগ দিয়ে দিয়েছি।
20220312_170142.jpg20220312_170356.jpg
তারপর সম্পূর্ণ মগটা এঁকে নিয়েছি ও মগের হ্যান্ডেল এঁকে নিয়েছি ও বিড়ালের কপাল এঁকে নিয়েছি।
20220312_170504.jpg20220312_170733.jpg
তারপর বিড়ালের চোখ নাক ও লেজ এঁকে নিয়েছি।
20220312_170943.jpg20220312_171202.jpg
20220312_171530.jpg20220312_171636.jpg
তারপর সব জায়গায় পেন্সিল দিয়ে দাগিয়ে কটনবাট দিয়ে মুছে হালকা করে দিয়েছি ও চোখের নিচে একটু হালকা দাগ দিয়ে নিয়েছি ।তারপর পেন্সিল দিয়ে মগের ভিতরে ছোট ছোট তিনটি হার্ট এঁকে নিয়েছি।

20220312_171817.jpg

তারপর হার্ড ৩টি লাল কলম দিয়ে লাল করে দিয়েছি ।এখানেই তৈরি হয়ে গিয়েছে আমার মগের ভিতর খুব সুন্দর একটি বিড়ালের আর্ট।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung galaxy s8plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

কাপের মাঝে বিড়ালের চিত্রটি অনেক সুন্দর হয়েছে। মোটের উপর বলা যায় আমার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে। আপনার আজকে রং কোনটি আমার কাছে ব্যতিক্রম এবং ক্রিয়েটিভ লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি সৃজনশীলতা আমাদের মাঝে সাজিয়ে-গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

দারুন হয়েছে আপনার অংকিত চিত্র টি। আপনি নিখুঁতভাবে আপনার অংকন ধাপে ধাপে সম্পন্ন করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

জাস্ট অসাধারণ, আপনি অনেক চমৎকার একটি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন, কাপের ভেতরে বিড়ালের এই চিত্রটি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। আপনি খুবই দক্ষতার সঙ্গে এই চিত্রটি অঙ্কন করেছেন দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশংসামূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি চিত্র খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ধপ গুলো গুছিয়ে চিত্রটি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম সুন্দর সুন্দর চিত্র আরও আমাদের মাঝে তুলে ধরবেন এই আশা রাখি। ভাল থাকবেন ফ্যামিলির সবাইকে নিয়ে এবং সুস্থ থাকুন এই কামনা করি

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি প্রশংসামূলক মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

কাপের ভিতর বিড়ালের চিত্র অংকন বেশ ভাল লাগল। আপনি দারুণ দক্ষতায় সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটি মন্তব্য করেছেন।

 2 years ago 

বিড়ালটি কাপ এর ভিতরে কি করছে? সেটা তো দেখা যাচ্ছে না। নিশ্চয়ই কাপের ভিতরে আপনি গরুর দুধ রেখেছেন তাই হতো খেতে খেতে কাপে ঢুকে গেল। হাহাহাহাহা...। আপনার আজকে চিত্রাংকনটি অনেক চমৎকার হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া কাপের ভিতর গরুর দুধ রেখেছিলাম চা বানানোর জন্য সবই খেয়ে ফেলেছে এখন রং চা খেতে হবে আমি একটু মজা করলাম ।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কাপের ভিতর বিড়ালের চিত্র অংকন টি দারুন হয়েছে আপু। খুবই নিখুঁত ভাবে পুরো চিত্র অংকন টি আপনি সম্পন্ন করেছেন, আপনার চিত্রাংকন টি আমার কাছে খুবই ভালো লেগেছে । চিত্রাঙ্কনের ধাপগুলো আপনি আমাদের মাঝে খুবই সুন্দর এবং গোছালোভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ্ সুন্দর একটি আর্ট দেখতে পারলাম আজকে কাপের ভিতরে বিড়ালের চিত্ৰ অংকন। আমার কাছে অনেক ভালো লেগেছে আপু আপনার চিত্র অংকনটি। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। সত্যি অসাধারণ হয়েছে আপু। আমার পক্ষ থেকে আপু আপনার জন্য অনেক ভালোবাসা ও প্রাণঢালা অভিনন্দন রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।

 2 years ago 

কাপের ভিতরে বিড়ালটিকে খুব কিউট লাগছে। কি কিউট ভাবে তাকিয়ে আছে। আপু দেনতো ওকে একটু আদর করি খুবই সুন্দর লাগছে দেখতে। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে ধন্যবাদ এত সুন্দর আর্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু খুব সুন্দর একটি মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 

আপু ওয়াও😍 পেন্সিল দিয়ে কাপের ভিতর বিড়ালের চিত্র অংকন অসম্ভব দারুণ হয়েছে আপু। আপনি অনেক দক্ষতার সাথে অসাধারণ চিত্র অংকন করছেন আপু। আমার কাছে অনেক ভালো লেগেছে আপু।ধন্যবাদ আপু,আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.12
JST 0.024
BTC 49842.52
ETH 2229.37
USDT 1.00
SBD 2.00