এসো নিজে করি কাগজ দিয়ে খরগোশ তৈরি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভালো আছেন।আমিও মোটামুটি ভালো আছি।আজ আমি এসেছি কাগজ দিয়ে কিভাবে খরগোশ বানানো যায় তাই আপনাদের সাথে শেয়ার করতে। কাগজ দিয়ে খরগোশ বানাতে পেরে আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ খরগোশটি দেখতে একেবারে সত্যিকারের খরগোশের মত হয়েছে। আমি আমার বাচ্চাকে জিজ্ঞেস করলাম বাবা বলোতো এটা কি তাকিয়ে দেখে বলে এটা একটা খরগোশ তাতেই বুঝলাম আমার খরগোশটি একেবারে পারফেক্ট হয়েছে তাই ভাবলাম আমার সুন্দর খরগোশটি আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের কাছে আমার খরগোশটি ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করা যাক।

IMG20210929164401.jpg

প্রয়োজনীয় উপকরণ:

. রঙিন কাগজ
.কাঁচি
. কলম
.স্কেল

IMG20210929174955.jpg

প্রস্তুত প্রণালীঃ

প্রথম ধাপ

IMG20210929161610.jpg

প্রথম আমি এ ফোর সাইজের একটা রঙিন কাগজ নিয়েছি।

দ্বিতীয় ধাপঃ

IMG20210929161623.jpg

কাগজটা এভাবে কোনা করে ভাজ করে নিচের অংশটা কেটে ফেলেছি।

তৃতীয় ধাপঃ

IMG20210929161805.jpg

তারপর এভাবে মাঝ বরাবর কোনা করেএকটি ভাজ দিয়েছি।

চতুর্থ ধাপঃ

IMG20210929161830.jpg

পঞ্চম ধাপঃ

IMG20210929161902.jpg

ষষ্ঠ ধাপ

IMG20210929161956.jpg

সপ্তম ধাপ

IMG20210929162034.jpg

পরপর কয়েকটা ভাঁজ দেওয়ার পর কাগজটা এ পর্যায়ে এসেছে প্রতিটা ভাঁজ উপরে দেখানো হয়েছে।

অষ্টম ধাপ

IMG20210929162203.jpg

নবম ধাপ

IMG20210929162207.jpg

তারপর মাঝ বরাবর দুটাভাজ দিয়ে একটা সাইডের কোনা নিয়ে এভাবে মিলিয়ে দিয়েছি।

দশম ধাপ

IMG20210929162229.jpg

১১ তম ধাপ

IMG20210929162244.jpg

দুই সাইডের কোনা ভাঁজ দেওয়ার পর জিনিসটা এই পর্যায়ে এসেছে।

১২ তম ধাপ

IMG20210929162357.jpg

তারপর কাগজটা আমি উল্টিয়ে দিয়েছি।

১৩ তম ধাপ

IMG20210929162428.jpg

উপরের কোনাটা ধরে এভাবে উল্টিয়ে নিয়েছি।

১৪তম ধাপ

IMG20210929162750.jpg

তারপর আবার উল্টিয়ে দুই কোনা এভাবে ভেঙ্গে নিয়েছি।

১৫ তম ধাপ

IMG20210929162824.jpg

১৬তম ধাপ

IMG20210929162830.jpg

উপরের অংশ ধরে এভাবে আবার উল্টে নিয়েছি।

১৭তম ধাপ

IMG20210929162911.jpg

উল্টে নেওয়ার পর কাগজটা এই পর্যায়ে এসেছে।

১৮ তম ধাপ

IMG20210929162941.jpg

১৯ তম ধাপ

IMG20210929162954.jpg

তারপর আবার উল্টে নিয়ে মাথার কাছে এভাবে একটা ভাজ দিয়েছি।

২০তম ধাপ

IMG20210929163020.jpg

তারপর মাঝখান থেকে এভাবে ভেঙ্গে নিয়েছি নিয়েছি।

২১ তম ধাপ

IMG20210929163108.jpg

ভেঙে নেওয়ার পর জিনিসটা এই পর্যায়ে এসেছে।

২২তম ধাপ

IMG20210929163216.jpg

তারপর কোনাটা ধরে টান দিয়ে একটু ফাঁকা করে নিয়েছি।

২৩তম ধাপ

IMG20210929163326.jpg

নিচের অংশ এভাবে ভাঁজ করে নিয়েছি ।

২৪ তম ধাপ

IMG20210929163429.jpg

২৫তম ধাপ

IMG20210929163445.jpg

তারপর ভাঁজ খুলে এভাবে কোনা করে আবার ভাজ দিয়ে নিয়েছি।

২৬তম ধাপ

IMG20210929163704.jpg

২৭ তম ধাপ

IMG20210929163737.jpg

২৮তম ধাপ

IMG20210929163802.jpg

২৯তম ধাপ

IMG20210929163929.jpg

তারপর একে একে কয়েকটা ভাঁজ দেওয়ার পর জিনিসটা এই পর্যায়ে এসেছে।

৩০ তম ধাপ

IMG20210929163954.jpg

৩১ তম ধাপ

IMG20210929164034.jpg

এইবার আমি খরগোশের কান তৈরি করেছি।

৩২ তম ধাপ

IMG20210929164147.jpg

এরপর আমি কলম দিয়ে চোখ একে নিয়েছি।

৩৩ তম ধাপ

IMG20210929164140.jpg

ব্যাস আমার খরগোশ এখন একদম তৈরি।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

Cc
@rme

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

Sort:  
 3 years ago 

অনেক লম্বা দাগ। এবং 30 + পর্যায়ে আপনি এই খরগোশ এর প্রজেক্ট তৈরি করেছেন। চমৎকার ছিল

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

শুভকামনা অবিরাম

 3 years ago 

আসলেই আপু আপনি চরম দক্ষতার অধিকারী। আপনি তেত্রিশটা ধাপ এতো ধৈর্য্য নিয়ে আপনিও খরগোশ তৈরি করেছেন যা দেখার মত ছিল। অনেক সুন্দর ভাবে সাবলীলভাবে মার্জিত ভাষায় আমাদের মাঝে পরিবেশন করেছেন যা আমাদের বুঝতে সক্ষম হয়েছে খুবই সুন্দর ভাবে। আপনার জন্য শুভকামনা রইল আপু। এত সুন্দর একটি কাগজ খরগোশ তৈরি করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে একটা প্রশংসামূলক কমেন্ট করার জন্য।

 3 years ago 

খরগোশের অরিগামি বানাতে আপনি অনেক পরিশ্রম করেছেন। সত্যি কথা বলতে অরিগামি বানাতে অনেক সময় দিতে হয়। আপনাকে ধন্যবাদ আপু অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

খরগোশটি খুবই সুন্দর হয়েছে আপু।একদম সত্যিকারের মতো।আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার কাগজের তৈরি খরগোশ কি খুবই সুন্দর দেখাচ্ছে বাস্তব খরগোশের মত। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে

 3 years ago 

আপনার তৈরি অসাধারান ছিল।আপনি একদম শুরু থেকে শেষ অবদি অত্যান্ত সুন্দর ভাবে গুছিয়ে এবং ধাপ গুলো শেয়ার করেছেন।শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আমিও কিছু দিন আগে কাগজ দিয়ে খরগোশ তৈরি করেছিলাম।আপনার তৈরি খরগোশটিও অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর খরগোশ বানিয়েছেন। আনেক সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুবই চমৎকার লাগছিল খরগোশটি।
অনেক কষ্ট করেছেন এটা তৈরি করতে।
শুভ কামনা রইল আপনার জন্য ইনশাআল্লাহ ভালো কিছু হবে 👌

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার খরগোশ আসলে সত্যি কারের খরগোশ এর মত দেখতে লাগতেছে। অনেক সুন্দর হয়েছে আপু ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57034.02
ETH 3084.35
USDT 1.00
SBD 2.41