রঙীন কাগজ কেটে কয়েকটি হাঁস তৈরি,10%shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



PhotoEditorPro_1663780653126.jpg

আজ আমি আবার রঙিন কাগজ কেটে বানানো জিনিস নিয়ে হাজির হয়ে গিয়েছি। রঙিন কাগজ কেটে আজ আমি একটি হাঁস তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। রঙিন কাগজের তৈরি যে কোন জিনিস বানাতে ভালই লাগে, তারপরে আবার যদি এরকম রংবেরঙের পশুপাখি তৈরি করা যায় তাহলে তো কোন কথাই নেই। রঙিন কাগজ দিয়ে যেমন ভাঁজ দিয়ে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয় আবার এরকম রঙিন কাগজ কেটে বিভিন্ন জিনিস তৈরি করা যায়। এটা দিয়ে ফুল পশু পাখি যেটাই তৈরি করি না কেন দেখতে ভালোই লাগে। আজ আমি রঙিন কাগজ দিয়ে যে হাঁসটি বানিয়েছি সেটি আপনাদেরকে দেখাবো।
D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

রঙীন কাগজ
কাঁচি
পেন্সিল
কালো কলম

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20220921_231628.jpg20220921_231617.jpg

প্রথমে a4 সাইজের একটি রঙিন কাগজ নিয়ে মাঝখান থেকে কেটে এক খন্ড নিয়ে নিয়েছি। তারপর কাগজটি মাঝখান থেকে একটা ভাঁজ দিয়েছি।

20220921_231604.jpg20220921_231551.jpg

এরপর কাগজটি আরো দুটো ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর পেন্সিল দিয়ে হাঁসের মাথা ও গলা এঁকে নিয়েছি।

20220921_231535.jpg20220921_231518.jpg

এরপর হাঁসের পুরা বডি ও ঠোঁট এঁকে নিয়েছি।

20220921_231501.jpg20220921_231443.jpg

এখানে হাসের নিচের দিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে পানির মতো বানিয়ে নিয়েছি এবং নিচের বাড়তি অংশটুকু কাঁচি দিয়ে কেটে দিয়েছি।

20220921_231423.jpg20220921_231359.jpg

এরপর পুরা হাঁসটাকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তারপরে একটা ভাঁজ খোলার পরে দেখুন দুইটা হাঁস তৈরি হয়ে গিয়েছে।

20220921_231342.jpg20220921_231323.jpg

এরপর আরো একটি ভাঁজ খোলার পরে চারটা হাঁস তৈরি হয়ে গিয়েছে ।এরপর আরেকটি ভাঁজ খোলার পরে আটটা হাঁস তৈরি হয়ে গিয়েছে।

20220921_231245.jpg

এরপর কালো কলম দিয়ে একটি ফোটা দিয়ে হাঁসের চোখ এঁকে নিয়েছি। এভাবেই খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে আমার রঙিন কাগজ ভাঁজ দিয়ে কেটে তৈরি করা অনেকগুলো হাঁস।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

Sort:  
 2 years ago 

কাগজ কেটে হাঁস তৈরীর পদ্ধতিটা বেশ চমৎকার লাগলো আমার কাছে। আপনি খুব সুন্দরভাবে ফটোগ্রাফির সাথে সাথে উপস্থাপন করেছেন। এরকম সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আমার কাগজ কেটে বানানো হাঁসটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভাল লাগল ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ ভাঁজ দিয়ে তৈরি জিনিস গুলো থেকে এরকম কেটে জিনিস বানানো আমার কাছে একটু সহজ মনে হয়। কিন্তু এই হাঁস পশুপাখিগুলো আঁকা বেশ কঠিন। আপনার হাঁস আঁকাটি খুবই সুন্দর হয়েছে। সেজন্য হাঁসগুলো দেখতে এত চমৎকার লাগছে।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু এরকম জিনিস গুলো কেটে বানানো সহজ কিন্তু কোন পশু পাখি আঁকতে গেলে অনেকটাই কঠিন হয়ে যায় অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ কেটে সামগ্রিক কিছু প্রনালি বানাতে আমার অনেক ভাল লাগে , যদিও আমি হাসের এই নকশা কখনো আকি নাই বাট আপনার নকশাটা খুবই ভাল লাগছে দেখতে , অসম্ভব সুন্দর হয়েছে বোন, নতুন কিছুর প্রত্যাশায় রইলাম আপু , ধন্যবাদ শুভ কামনা

 2 years ago 

এরকম কোন নকশা এঁকে আপনি বানাননি তাহলে ঝটপট বানিয়ে ফেলুন দেখেন আপনিও পারবেন ভালো লাগবে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ্ বেশ দারুন তো। এভাবে রঙিন কাগজ কেটে আপনি হাঁস তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখে তো মনে হচ্ছে অনেক সময় ব্যবহার করে এই হাঁস তৈরি করেছেন। দক্ষতা সহকারে আপনি রঙিন কাগজ কেটে এই হাঁসগুলো তৈরি করে শেয়ার করেছেন আমাদের সকলের মাঝে।

Coin Marketplace

STEEM 0.33
TRX 0.11
JST 0.034
BTC 66598.01
ETH 3236.65
USDT 1.00
SBD 4.66