DIY PROJECT : এসো নিজে করি রঙিন কাগজ দিয়ে হাতপাখা তৈরি , 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার প্রিয় কমিউনিটির সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আজ আমি আবার@rme দাদার এসো নিজে করি DIY PROJECT এ অংশগ্রহণ করতে যাচ্ছি। সপ্তাহব্যাপী প্রজেক্টটা চলার কারণে আমরা প্রতিদিন নতুন নতুন জিনিস তৈরি করার সুযোগ পাচ্ছি যা আমার কাছে খুব ভালো লাগছে ।আজ আমি আপনাদেরকে রঙিন কাগজ দিয়ে একটি সুন্দর কালারফুল পাখা তৈরি করে দেখাবো। আশা করছি আমার বানানো পাখাটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।

IMG20211009235953.jpg

প্রয়োজনীয় উপকরণ:



.১টি নীল রঙের কাগজ
.২টি সাদা রঙের কাগজ
.১টি পেন্সিল
.১টি নীল কলম
.আঠা
.কাচি

IMG20211010125015.jpg

প্রস্তুত প্রণালী



১ম ধাপঃ

IMG20211009225535.jpg

প্রথমে আমি এ ফোর সাইজের একটি সাদা কাগজ নিয়েছি।

২য় ধাপঃ

IMG20211009225557.jpg

কাগজটিকে মাঝখান থেকে একটা ভাজ দিয়ে নিয়েছি।

৩য় ধাপঃ

IMG20211009225616.jpg

তারপর কাগজটি মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিয়েছি।

৪র্থ ধাপঃ

IMG20211009225648.jpg

৫ম ধাপঃ

IMG20211009225757.jpg

তারপর একটা কাগজ নিয়ে এভাবে কোনা থেকে পেঁচিয়ে একটা লম্বা কাঠির মত তৈরী করে নিয়েছি ।তারপর যেকোনা থাকে ওই কোনা আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

৬ষ্ঠ ধাপঃ

IMG20211009230001.jpg

একইভাবে আমি দুইটা কাঠি তৈরি করে নিয়েছি।

৭ম ধাপঃ

IMG20211009230017.jpg

তারপর একটা কোনা আরেকটা কোনার ভিতরে ঢুকিয়ে কাঠিটাকে কে লম্বা করে নিয়েছি।

৮ম ধাপঃ

IMG20211009230036.jpg

একইভাবে আমি লম্বা লম্বা দুইটা কাঠি বানিয়ে নিয়েছি।

৯ম ধাপঃ

IMG20211009230306.jpg

তারপর মাঝখানে আঠা দিয়ে কাঠি দুটোকে আমি জোড়া লাগিয়ে নিয়েছি।

১০ম ধাপঃ

IMG20211009233344.jpg

তারপর ছোট্ট একটা সাদা কাগজ নিয়ে কাগজ দিয়ে এভাবে একটা ফুলের পাপড়ির শেপ এঁকে নিয়েছি।।

১১তম ধাপঃ

IMG20211009233553.jpg

একইভাবে আমি সবগুলো পাপড়ি বানিয়ে নিয়েছি ।খোলার পর ছোট ছোট ফুল তৈরি হয়েছে।

১২তম ধাপঃ

IMG20211009234904.jpg

এ পর্যায়ে একটা নীল রঙের কাগজে নিয়ে তিন টুকরা করে কেটে নিয়েছি। তারপর এভাবে ছোট ছোট করে ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর মাঝখান থেকে এভাবে ভেঙে দিয়েছি।

১৩তম ধাপঃ

IMG20211009234937.jpg

১৪তম ধাপঃ

IMG20211009235110.jpg

প্রত্যেকটার মাঝখানে এইভাবে আঠা দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি।

১৫তম ধাপঃ

IMG20211009235129.jpg

১৬তম ধাপঃ

IMG20211009235336.jpg

তারপর তিনটাকে আঠা দিয়ে জোড়া লাগিয়ে এক করে নিয়েছি।

১৭তম ধাপঃ

IMG20211010124803.jpg

তারপর আঠা দিয়ে লম্বা কাঠির সাথে এভাবে লাগিয়ে দিয়েছি।

১৮তম ধাপঃ

IMG20211009235654.jpg

তারপর এভাবে একে একে আমি আঠা দিয়ে ফুলগুলো লাগিয়ে নিয়েছি।

১৯তম ধাপঃ

IMG20211009235939.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল কাগজ দিয়ে বানানো সুন্দর একটি হাতপাখা ।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

Cc
@rme

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দরভাবে হাতপাখা বানিয়েছেন।খুব ভালো লাগলো আপনার আজকের DIY
ধন্যবাদ ও শুভকামণা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

এখন যে গরম পড়ছে এইরকম একটি পাখার খুবই দরকার। তাছাড়া পাখা টাতে এতো সুন্দর ফুল লাগিয়ে দিয়েছেন এতো করে পাখার সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে।

তবে এটা দেখার বিষয় এই পাখায় বাতাস কত জোড়ে নেওয়া যাবে।।।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

চমৎকার দেখতে লাগছে আপু আপনার হাতপাখাটি।পাখাটির চারিপাশে ফুলগুলো এটির সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে।অনেক ধৈর্য সহকারে করেছেন তা পাখাটি দেখেই বোঝা যাচ্ছে। শুভকামনা রইলো আপু আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে হাত পাখা তৈরি এত সুন্দর ভাবে তৈরি করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম এত সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। যা অবাক করল। আমাকে অনেক ভালো লাগলো
আপনার প্রতি শুভকামনা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হাতপাখাটি অনেক সুন্দর হয়েছে আপু। দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। পাখায় লাগানো ফুল গুলো অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

ওয়াও আপু ! অনেক সুন্দর হয়েছে হাত পাখাটি। এবং ধাপে ধাপে বর্ণনাগুলো দিয়েছেন অনেক সুন্দরভাবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার প্রতি শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে হাতের পাখাটি বানিয়েছেন। আমার কাছে দারুন লেগেছে। এক কথায় অনবদ্য । শুভেচ্ছা রইলো অনাবিল

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক সুন্দর একটি হাতপাখা বানিয়েছেন আপু। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে সাদা ফুল গুলোর কারণে। কাগজের রং এর কালার কম্বিনেশন টা অনেক সুন্দর হয়েছে। নীল রঙের সাথে সাদা রংটি খুব সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি জিনিস আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি খুব সুন্দর হাত পাখা তৈরি করেছেন রঙিন পেপার দিয়ে বিশেষ করে আপনার হাত পাখার উপর দিয়ে সাদা ফুল দিয়েছেন দেখতে অনেক সুন্দর লাগছে

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাহ্! রঙিন কাগজ দিয়ে কি সুন্দর হাতপাখা বানিয়েছেন।দেখে তো বাতাস খেতে ইচ্ছে করছে। এতো সুন্দর হাত পাখা বানানোর জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.11
JST 0.032
BTC 62482.14
ETH 3044.68
USDT 1.00
SBD 3.76