রূপচাঁদা মাছ ফ্রাই রেসিপি,10%shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে আবার খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর সেটি হচ্ছে রূপচাঁদা মাছের ফ্রাই। রূপচাঁদা মাছ খুবই মজাদার একটি মাছ এই মাছ বাচ্চারা যেমন খেতে পছন্দ করে বড়দের কাছে অসাধারণ লাগে। এটি একটি সামুদ্রিক মাছ কম পরিমাণ কাটা থাকে। এ মাছগুলো মাখা মাখা করে ভুনা করে খেতে যেমন মজা তেমনি এভাবে করে পেঁয়াজ দিয়ে ভেজে খেতে খুবই মজা লাগে। আমি দুই রকম ভাবেই খেয়ে থাকি। আজ আমি আমার এই মজাদার মাছের ফ্রাইটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশাকরি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে রান্না করতে চলে যাই।


PhotoEditorPro_1647944300694.jpg

IMG_20220106_113311.png

20220321_235611.png

রূপচাঁদা মাছ ―৪পিছ
পেঁয়াজ ―হাফ কাপ
মরিচ― ৫পিছ
লবন ―পরিমাণমতো
তেল ―পরিমাণমতো
ধনিয়াপাতা ―আন্দাজমতো
হলুদের গুঁড়া―১/২চা চামচ

PhotoEditorPro_1647942730968.jpg

IMG_20220106_113311.png

20220321_235559.png

IMG_20220106_113311.png

20220220_124014.jpg20220220_124042.jpg
প্রথমে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার ভিতরে হলুদ ও লবণ দিয়ে দিয়েছি। হলুদ ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি।
20220220_124116.jpg20220220_125626.jpg
তারপর চুলায় একটি প্যান বসিয়ে তার ভিতরে তেল দিয়ে দিয়েছি। তেল ভালো করে গরম করে নিয়ে মাছ গুলো দিয়ে দিয়েছি ।মাছগুলো এপাশ-ওপাশ বাদামি করে করা করে ভেজে নিয়েছি। আমি মাছগুলো খুব কড়া করে ভেজে খেতে পছন্দ করি যাতে খাওয়ার সময় একটা কুরকুরে ভাব থাকে।
20220220_125718.jpg20220220_130347.jpg
20220220_130457.jpg20220220_130634.jpg
মাছগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রেখেছি। তারপর অন্য একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে তার ভিতরে কেটে রাখা পেঁয়াজ মরিচ গুলো দিয়ে দিয়েছি। তারপর তার ভিতরে হলুদ ও লবণ দিয়ে নেড়েচেড়ে একেবারে বাদামি করে ভেজে নিয়েছি।

20220220_130906.jpg

পেঁয়াজ গুলো একেবারে বাদামি করে ভাজা হয়ে গেলে মাছের উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি।

20220220_131050.jpg

তারপর আমি মাছের উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে গরম গরম পরিবেশন করেছি ।দেখুন কত সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে এভাবে করে।

আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  

আপু আপনার রূপচাঁদা মাছ ফ্রাই রেসিপিটি দেখতে সেই লাগছে।মনে হয় খেতে অনেক টেস্টি আর মজাদার হয়েছে।রেসিপিটি কালার বেশ সুন্দর ।তাছাড়া সামদ্রিক মাছের টেস্ট একদম আলাদা হয়।রান্নাও অনেক সুন্দর ভাবে তুলে ধরছেন।অনেক শুভ কামনা রইল।

 3 years ago 

রূপচাঁদা মাছ গুলো খেতে আসলেই অনেক ভালো লাগে অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

সামুদ্রিক যতগুলো মাছ আছে তার মধ্যে রূপচাঁদা মাছ আমার কাছে খুবই পছন্দ। যদিও আমাদের এলাকায় এ মাছটি খুব একটা পাওয়া যায় না। আর দামও বেশ বেশি কিন্তু সাদের ব্যাপারে অতুলনীয়। দারুন হয়েছে আপনার রান্না। লোভ সামলানো সত্যিই মুশকিল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

রূপচাঁদা মাছ ফ্রাই রেসিপি দারুন একটি রেসিপি বলে আমার মনে হয় ।যদিও আমি কখন রূপচাঁদা মাছের ফ্রাই রেসিপি খাইনি আজই আপনার মাধ্যমে প্রথম দেখতে পেলাম তাই আগ্রহ একটু বেশি কেননা আমি ভবিষ্যতে রেসিপি তৈরি করতে পারব ।আপনার মাধ্যমে সুন্দর একটি রেসিপি শিখলাম। আপনি খুব সুন্দর ভাবে রূপচাঁদা মাছের ফ্রাই তৈরি পদ্ধতি আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রূপচাঁদা মাছ গুলো এভাবে ফ্রাই করে খেলে আসলে খুব ভালো লাগে ।আপু আর এই মাছে কাটা কম থাকে খেতে আরো ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু আপনাকে একবার খেয়ে দেখবেন ভালো লাগবে।

 3 years ago 

রূপচাঁদা মাছ ফ্রাই আপনার রেসিপি দেখে আর লোভ সামলাতে পারছিনা। খুবই সুস্বাদু এক রেসিপি শেয়ার করলেন আপনি। রেসিপির প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

রূপচাঁদা মাছ ফ্রাই টি দেখেই আমার খুব লোভ লাগছে কিন্তু কি আর করার খেতে তো আর পারবো না। খুবই সুন্দর হয়েছে আপনার রূপচাঁদা মাছের ফ্রাই রেসিপি টি এবং আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি খুব চমৎকার করে রূপচাঁদা মাছের ফ্রাই রেসিপি আমাদের শেয়ার করেছেন। আপনার শেয়ার করা রূপচাঁদা ফ্রাই রেসিপিটি আমার কাছে খুব ভালো লাগলো। ফ্রাই টা দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। বেশ কিছুদিন আগে আমি কক্সবাজার গিয়েছিলাম সেখানে রূপচাঁদা ফ্রাই খেয়ে আমার খুব ভাল লেগেছিল। আজ আপনার রেসিপিটা দেখে আমার সেই স্মৃতি মনে পড়ে গেল। রূপচাঁদা ফ্রাই রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

রূপচাঁদা মাছের ফ্রাই আসলে খুব ভালো লাগে তাইনা ভাইয়া ।খেতে আমার কাছে তো অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনার তৈরি করা রূপচাঁদা মাছের ফ্রাই রেসিপি দেখে লোভে পড়ে গেলাম । আপনি অনেক সুন্দর ভাবে রেসিপি তৈরি করার পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু ।
আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আমার খাবারটা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

 3 years ago 

রূপচাঁদা মাছ ফ্রাই রেসিপি খুবই সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। এই ধরনের ফ্রাই রেসিপি খেতে খুবই পছন্দ করি। আপনি খুব সুন্দর করে ফ্রাই রেসিপি তৈরি করলেন ।যেটা দেখে ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

রূপচাঁদা মাছ ফ্রাই দারুন ছিল আপু। আপনি অনেক সুন্দর করে এটি আমাদের মাঝে পরিবেশন করেছেন। নিজের দক্ষতা খাটিয়ে প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

আপনাকে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.029
BTC 69249.91
ETH 2520.40
USDT 1.00
SBD 2.56