এসো নিজে করি একটি রুবিক্স কিউব এর 3ডি আর্ট, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন ।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। আজ আমি আবার একটি আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম ।আজ আমি আপনাদের সামনে একটি রুবিক্স কিউব এর 3ডি আর্ট করবো । প্রতিদিন আমি কিছু-না-কিছু আর্ট করতে চেষ্টা করছি ।সেটা আমার ভালোই লাগে।আজ আমি যে আর্টটি করেছি, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ।চলুন তাহলে শুরু করি।



Polish_20211108_001706521.jpg

প্রয়োজনীয় উপকরণ:



.১টি সাদা কাগজ
.১টি পেন্সিল
.১টি রাবার
.টি কটন বাড
.১টি স্কেল
.১টি কাচি
.১টি টিস্যু

IMG20211107213454.jpg

প্রস্তুত প্রণালী:



১ম ধাপঃ

IMG20211107204026.jpg

প্রথমে একটি সাদা কাগজে নিয়ে এভাবে তিনটা দাগ দিয়ে দিয়েছি।

২য় ধাপঃ

IMG_20211108_004403.jpg

দাগগুলোকে একটার সাথে একটা মিলিয়ে দিয়েছি।

৩য় ধাপঃ

IMG20211107204211.jpg

তারপর উপরের দিকে এভাবে আরো একটি দাগ দিয়ে মিলিয়ে দিয়েছি।

৪র্থ ধাপঃ

IMG20211107204252.jpg

প্রতিটা ঘরে আমি তিনটা করে দাগ দিয়ে দিয়েছি ।তারপর ওপরের ঘরে দাগের সাথে নিচের ঘরে দাগগুলো মিলিয়ে দিয়েছি।।

৫ম ধাপঃ

IMG_20211108_004851.jpg

প্রতিটা দাগ এভাবে দাগে দাগে মিলিয়ে দিয়েছি।।

৬ষ্ঠ ধাপঃ

IMG_20211108_004906.jpg

কিছু ঘরে এভাবে ক্রস চিহ্ন দিয়ে দাগিয়ে নিয়েছি।

৭ম ধাপঃ

IMG20211107204813.jpg

ক্রস চিহ্ন দেওয়া দাগ গুলো এভাবে কালো কলম দিয়ে দাগিয়ে নিয়েছি।

৮ম ধাপঃ

IMG20211107205240.jpg

৯ম ধাপঃ

IMG20211107205435.jpg

১০ম ধাপঃ

IMG20211107205637.jpg

১১তম ধাপঃ

IMG20211107205847.jpg

১২তম ধাপঃ

IMG20211107210456.jpg

ক্রস চিহ্ন দেওয়া ঘর গুলো এভাবে কাল মার্কার পেন দিয়ে ভরে দিয়েছি।

১৩তম ধাপঃ

IMG20211107211027.jpg

বাকি ঘরগুলো এভাবে পেন্সিল দিয়ে দাগিয়ে নিয়েছি।

১৪তম ধাপঃ

IMG20211107211217.jpg

১৫তম ধাপঃ

IMG20211107211749.jpg

উপরের ছবিতে দেখুন পাশে এভাবে পেন্সিল দিয়ে দাগিয়ে নিয়েছি হালকা করে।

১৬তম ধাপঃ

IMG_20211108_005017.jpg

তারপরে পাশের দাগগুলো আমি টিসু দিয়ে হালকা হাতে মুছে দিয়েছি। উপরের দিকে স্কেল দিয়ে এভাবে দাগিয়ে নিয়েছি।

১৭তম ধাপঃ

IMG20211107212510.jpg

তারপর কেচি দিয়ে উপরের দাগ বরাবর কেটে দিয়েছি।

১৮তম ধাপঃ

IMG_20211108_005038.jpg

এ পর্যায়ে আমার আঁকাটা সম্পন্ন হয়ে গিয়েছে ।আমি এখানে আমার নাম লিখে নিয়েছি।

১৯তম ধাপঃ

IMG20211107213300.jpg

এভাবে সাইডে আমি একটি কটনবাড রেখে দিয়েছি। আমার আঁকাটা পুরোপুরি এখন হয়ে গেছে।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

Sort:  
 3 years ago 

আমার থ্রিডি আর্ট গুলো বরাবরই খুব ভালো লাগে। আপনার থ্রিডি আর্টটি ও অনেক সুন্দর হয়েছে। আপনার পোস্টগুলোতে বরাবরই খুব ভালো হয় এবার এটাও তার ব্যতিক্রম হয়নি। অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে একটি গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনার থ্রিডি আর্ট অনেক সুন্দর হয়েছে ।আপনার প্রতিটি আর্টি অনেক সুন্দর হয় অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে আপনি আপনার এই থ্রিডি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এ জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসাধারণ আর্ট, আমার চোখে তো একেবারে ধাঁধা লেগে গিয়েছে। এত সুন্দর আর্ট হয়েছে দেখে মনে হচ্ছে বক্স টি টেবিলের উপর দাঁড়িয়ে আছে। আমার কাছে খুবই ভালো লেগেছে, তোমার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

থ্রিডি আর্ট অনেক সুন্দর হয়েছে। আপনার অংকন দেখে আমি মুগ্ধ। সব মিলিয়ে অসাধারণ ছিলো। আপনি উপস্থাপন করছেন অনেক সুন্দর। আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসাধারন একটি ৩ডি অংকন করেছেন আপু।এই গুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে কারণ এগুলো দেখতে ধাধার মতো লাগে।খুব সুন্দর হয়েছে আর ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আমিও মাঝে মাঝে ভাবি যে থ্রিডি আর্ট করবো। কিন্তু কখনো সাহসে কুলায় না। মনে হয় হবে কি হবে না। কিন্তু আপনার আজকে আর্ট এর পদ্ধতি গুলো দেখে মনে হল যে খুব বেশি কঠিন হবে না। আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। এবং আপনার আর্টটিও খুব সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

আপু এই থ্রিডি আর্ট আমিও করেছিলাম। কিন্তু এই থ্রিডি আর্টটি করেছিলাম আমি অনেক দিন দেরি হচ্ছে। প্রায় এক বছর তো হবেই। তখন করতে আমার খুব কষ্ট হয়েছিল। কারণ একটি ছবিকে বাস্তব রুপ দেওয়া টা আসলেই খুব কঠিন কাজ। যা আপনি খুব সুন্দর করে করেছেন। প্রথম দেখাতে যে কেউ একে থ্রিডি বলে মনে করবেন যা সত্যি সত্যিই দেখতে লাগছে। অনেক ধন্যবাদ আপু আমাদের সাথে এত সুন্দর একটি থ্রিডি আর্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

আপু আপনার থ্রিডি আর্ট টা অনেক সুন্দর হয়েছে। থ্রিডি আর্ট গুলো আমার কাছে অনেক কঠিন মনে হতো ।কিন্তু আপনার আর্ট দেখে মনে খুবই সহজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একটি রুবিক্স কিউব এর 3ডি আর্ট অনেকগুলো ধাপ এর মাধ্যমে আপনি এই অংকনটি সম্পন্ন করেছেন। অনেক ভাল লাগল। আসলে এগুলো করতে অনেক ইচ্ছা শক্তি ও ধৈর্যের প্রয়োজন হয়। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার দেখে খুবই ভালো লাগলো আপু। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপু অসাধারণ ছিলো আপনার রুবিক্স বক্স আকা

শুভকামনা রইলো আপু

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 55049.50
ETH 2307.72
USDT 1.00
SBD 2.30