মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আরও একটি পছন্দের খাবার আর সেটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না। ইলিশ মাছ আমার খুবই পছন্দের একটি মাছ। এটা যেভাবেই রান্না করা হোক না কেন আমার কাছে ভালোই লাগে। আমি আগেই বলেছি আমি যেহেতু আলু খুব পছন্দ করি তাই আমি চেষ্টা করি সব তরকারিতেই আলু দিতে। আজ আমি মিষ্টি কুমড়ার সাথে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করবো। আশা করছি আপনাদের কাছে রান্নাটা ভালো লাগবে।চলুন শুরু করা যাক।

Polish_20210808_213131765.jpg

উপকরণপরিমাণ
ইলিশ মাছপ্রয়োজন মতো
মিষ্টি কুমড়া৪ভাগের ১ভাগ
আলু৩পিছ
কাটা পেঁয়াজ১/২কাপ
মরিচ৩পিছ
আদা বাটা১/২চা চামচ
পেঁয়াজ বাটা৪টেবিল চামচ
রসুন বাটা১/২ চা চামচ
লবণস্বাদ মতো
তেলপরিমাণ মত
মরিচের গুঁড়া১চা চামচ
হলুদের গুঁড়া১/২চা চামচ
ধোনিয়ার গুঁড়া১/২ চা চামচ
জিরার গুঁড়া১/২চা চামচ

Polish_20210808_213021459.jpg

প্রস্তুত প্রণালী:

IMG20210805132858.jpg

প্রথমে চুলায় একটি করাই বসিয়ে তাতে প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি।

IMG20210805133522.jpg

তেল ভালোমত গরম হয়ে আসলে তাতে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি।

IMG20210805133707.jpg

পেঁয়াজ এভাবে হালকা বাদামি করে ভেজে নিয়েছি।

IMG20210808130218.jpg

পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেলে তার ভিতরে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি।

IMG20210808130327.jpg

মশলার সাথে পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে তার ভিতরে হলুদ, লবন, মরিচ ও ধোনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি।
IMG20210808130412.jpg

সবকিছু ভালোভাবে মিশিয়ে একটু ভুনা করে নিয়েছি।

IMG20210808130453.jpg

মশলা ভুনা হয়ে গেলে তারভিতরে কেটে রাখা কুমড়া ও আলুগুলো দিয়ে দিয়েছি।

IMG20210808130532.jpg

সবকিছু এভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি।

IMG20210808130552.jpg

মশলার সাথে এভাবে নেড়েচেড়ে তারপর একটু গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।

IMG20210808131443.jpg

কিছু সময় জাল করে এভাবে সবজিগুলো নরম করে নিয়েছি।

IMG20210808131505.jpg

সবজিগুলো ভালোমত সিদ্ধ হয়ে আসলে তার ভিতরে মাছগুলো দিয়ে দিয়েছি।

IMG20210808131528.jpg

মাছগুলো সবকিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি।

IMG20210808131806.jpg

IMG20210808131832.jpg

মাছগুলো সবকিছুর সাথে মিশিয়ে তাতে প্রয়োজন মতো গরম পানি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আরো একটু জাল করে নিয়েছি।

IMG20210808133056.jpg

IMG20210808133141.jpg

পানি টেনে আসলে তার ভিতরে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি।

IMG20210808133156.jpg

IMG20210808133204.jpg

তারপর আরো কিছু সময় জাল করে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার তরকারিটা রান্না হয়ে গেছে।

IMG20210808133304.jpg

এখন আমি আমার তরকারিটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন গরম গরম পরিবেশন করতে হবে।

আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতে ভালোবেশি।

Sort:  
 3 years ago 

ইলিশ মাছের স্বাদের তুলনা হয়না। বাঙালিদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। আর সেই মাছ যদি ইলিশ মাছ হয় তাহলে তো কথাই নেই।

গত হ্যাংআউটে সকল ইউজারদের উদ্দেশ্যে বলা হয়েছিল, কোন ইম্পর্টেন্ট পোস্ট ছারা এডমিন অথবা মডারেটরকে মেনশন না দিতে। ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।আমি ডিলিট করে দিয়েছি।

 3 years ago 

আমার আরো একটি পছন্দের তরকারি, তবে মনে হচ্ছে আপনারা ঝোল একটু বেশী খান তাই ঝোল দেখা যাচ্ছে অনেক। কিন্তু রান্নাটি দেখে মনে হচ্ছে বেশ স্বাদের হয়েছে। ধন্যবাদ রেসিপিটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

হা ভাইয়া খাবারটা আসলেই অনেক মজা হয়েছে। হা আমরা ঝোল একটু বেশি খাই। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুবই চমৎকার একটা রেসিপি, দেখতেও অনেক সুন্দর হয়েছে, শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

খুব ভালো হয়েছে রেসিপিটি।ধন্যবাদ আপু।

 3 years ago 

তোমাকেও ধন্যবাদ আপু ।

 3 years ago 

খুবই টেস্টি একটা রেসিপি।আমার প্রিয় রেসিপিটি। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

ইলিশ মাছ সত্যিই অনেক মজাদার আর যখন এত সুন্দর করে রান্না করা হয় তখন এরশাদ আসলেই দ্বিগুণ হয়ে যায়। খুবই চমৎকার হবে আপনি উপস্থাপনা করেছেন। আমার আপনার উপস্থাপনা দেখে খেতে ইচ্ছে করছে।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্য এর জন্য।

 3 years ago 

শুভকামনা

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67282.50
ETH 2627.94
USDT 1.00
SBD 2.68