"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪২ || ডাই কন্টেস্ট কাগজ দিয়ে ফুল তৈরি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



Polish_20230819_030036208.jpg


আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি নতুন একটি পোস্ট নিয়ে । আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪২ ডাই কন্টেস্টে কাগজের তৈরি ফুল । আমার বাংলা ব্লগে সব সময় অনেক সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করা হয় । সব সময় তো সব ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয় না, তবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সবসময় খুব ভালো লাগে । আমি ধন্যবাদ জানাচ্ছি দাদা ও সকল এডমিন ও মডারেটরদের যারা এই সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করেন । বিশেষ করে তানজিরা ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য । যার জন্য আমরা যার যার সর্বোচ্চ দিয়ে এখানে ফুল তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি ।

Polish_20230819_183216389.jpg


কাগজ দিয়ে আমরা তো সবসময় বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে থাকি সেটা নিজের ইচ্ছাকৃতভাবে বানিয়ে থাকি । আজকে এখানে তারা নির্ধারণ করে দিয়েছে যে একটি কাগজের তৈরি ফুল তৈরি করতে হবে । কাগজের তৈরি ফুলগুলো আসলেই দেখতে অনেক বেশি সুন্দর লাগে । দূর থেকে দেখলে তো বোঝাই যায় না যে এগুলো কাগজ দিয়ে বানানো হয়েছে । আমিও এসব জিনিস তৈরি করতে সব সময় অনেক বেশি পছন্দ করি । তবে আজকের কাগজের ফুলটি তৈরি করতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে । আর এই ফুলটি তৈরি করতে অনেক বেশি সময় লেগেছে । আমি এই প্রতিযোগিতায় দেওয়ার জন্য আগে একটি ফুল তৈরি করেছিলাম তবে সেটি বানানোর পরে মনে হলো যে ওয়ালমেট ধরনের হয়ে গিয়েছে । সেটি বানাতে আমার দুই থেকে তিন ঘন্টা সময় লেগেছিল । তারপরে আবার সেটি বাদ দিয়ে নতুন করে এটি তৈরি করেছি । এটি বানাতেও অনেক সময় লেগেছে । সময় যতই বেশি লাগুক না কেন বানানোর পরে জিনিস গুলো দেখতে খুব ভাল লাগে । আর এই ফুলটি বানাতে আমার ছোট্ট ছেলেটা আমাকে অনেক হেল্প করেছে । বানানোর পরে ফুলগুলো পেয়েও খুব খুশি হয়েছে । এখন আমি আমার ফুল তৈরির প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ।

20230819_024620.jpg

20230819_024450.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কাগজের ফুল তৈরীর প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

বিভিন্ন কালারের রঙীন কাগজ
কাঁচি
গ্লু
স্কেল
পেন্সিল
সুতা
কাঠি

Polish_20230819_183036065.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20230819_025714.jpg20230819_025657.jpg
20230819_025637.jpg20230819_025623.jpg

প্রথমে ১০/ ১০ সেন্টিমিটার সাইজের একটি কাগজ নিয়েছি ।তারপর কাগজটি কোনা করে একটা ভাঁজ দিয়েছি । তারপর ওই কোনার অন্যপাশ থেকে আরও একটি কোনা করে ভাঁজ দিয়েছি , মানে ডাবল ভাবে কোনা করে ভাঁজ দিতে হবে ।এরপর পেন্সিল দিয়ে নিচের কোনার দিক থেকে ফুলের পাঁপড়ি এঁকে নিয়েছি ।

20230819_025610.jpg20230819_025554.jpg
20230819_025538.jpg20230819_025525.jpg

এরপর কাঁচি দিয়ে পাঁপড়িটা পেন্সিলের দাগের উপর দিয়ে কেটে নিয়েছি । তারপর খোলার পরে দেখুন একটা ফুল তৈরি হয়েছে । একই রকম ভাবে আমি আরো একটি ফুল তৈরি করে নিয়েছি । তারপর পাঁপড়িগুলোর দুই পাশের দুই সাইডটা একটু ভেঙে দিয়েছি ।

20230819_025511.jpg20230819_025459.jpg
20230819_025444.jpg20230819_025429.jpg

এরপর একটা পাঁপড়ি কাঁচি দিয়ে কেটে নিয়েছি । তারপর কাটা অংশে গ্লু লাগিয়ে নিয়েছি । এরপর এক পাশের পাঁপড়ি আর এক পাশের পাঁপড়ির উপরে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি ।এরপর আরো ছোট চিকন একটি হলুদ কাগজ নিয়েছি ।কাগজটি লম্বালম্বি ভাবে মাঝখান থেকে একটা ভাঁজ দিয়েছি ।

20230819_025414.jpg20230819_025404.jpg
20230819_025351.jpg20230819_025319.jpg

এরপর কাগজটি কাঁচি দিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ।এরপর লম্বা সাইড থেকে পেঁচিয়ে নিয়েছি । তারপর গ্লু দিয়ে প্যাচানো অংশের এক সাইডটা লাগিয়ে নিয়েছি । দেখুন প্যাচানোর পরে ঝিরিঝিরি ফুলের মাঝের অংশের মতোই তৈরি হয়েছে । এটা ফুলের মাঝখানে গ্লু দিয়ে বসিয়ে দিতে হবে ।

20230819_025334.jpg20230819_025302.jpg
20230819_025249.jpg20230819_025235.jpg

তারপর ফুলের মাঝখানে গ্লু লাগিয়ে নিয়েছি । এরপর ওই ঝিরিঝিরি করা হলুদ অংশটুকু গ্লুর উপরে বসিয়ে দিয়েছি ।তারপর আরো একটি হলুদ রংয়ের কাগজ নিয়ে একটি কাঠির সাহায্যে পেঁচিয়ে নিয়ে কাঠির মত তৈরি করে নিয়েছি ।

20230819_025222.jpg20230819_025206.jpg
20230819_025156.jpg20230819_025143.jpg

এরপর গ্লু দিয়ে কাঠির মাথার খোলা অংশটা লাগিয়ে দিয়েছি । তারপর আরো একটি লম্বা সবুজ রংয়ের কাগজ নিয়েছি ।তারপর কাগজটি লম্বালম্বি ভাবে মাঝখান থেকে ভাঁজ দিয়েছি । এরপর মাঝখান থেকে আরো একটি ভাঁজ দিয়ে কাগজটি ছোট করে নিয়েছি ।

20230819_025130.jpg20230819_025117.jpg
20230819_025105.jpg20230819_025049.jpg

এরপর ঐ সবুজ কাগজের ওপরে পেন্সিল দিয়ে একটা পাতা এঁকে নিয়েছি । তারপর কাঁচি দিয়ে পাতাটা কেটে নিয়েছি ।খোলার পরে আমার দুইটা পাতা তৈরি হয়েছে এবং যে কাঠিটা বানিয়ে রেখেছিলাম সেটাও ফুলের নিচের দিকে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি ।

20230819_025030.jpg20230819_025009.jpg
20230819_024948.jpg20230819_024933.jpg

এরপর গ্লু দিয়ে একটা পাতা প্রথমে লাগিয়ে নিয়েছে এবং পাতাটার নিচের দিকে একটু বাকিয়ে দিয়েছি । এরপর অন্য পাতাটা লাগিয়ে নিয়ে একই রকম ভাবে বাঁকিয়ে পাতাটাকে ফাঁকা করে দিয়েছি । তারপরে দেখুন ফুলের মাঝের অংশটা দেখতে কত সুন্দর হয়েছে এবং পুরা ফুলটাই আমার রেডি হয়ে গিয়েছে । একই রকম ভাবে আমি বিভিন্ন কালারের কতগুলো ফুলের পাঁপড়ি বানিয়ে নিয়েছি ।

20230819_024917.jpg20230819_024858.jpg
20230819_024844.jpg20230819_024827.jpg

এরপর প্রত্যেকটা পাঁপড়ি গ্লু দিয়ে লাগিয়ে লাগিয়ে ফুল তৈরি করে নিয়েছি এবং মাঝের অংশটুকু গ্লু দিয়ে লাগিয়ে বসিয়ে দিয়েছি । প্রত্যেকটা ফুল আমার তৈরি হয়ে গিয়েছে । এরপর কাঠির মাথার দিকে একটু কাঁচি দিয়ে কেটে গ্লু লাগিয়ে ফুলের নিচের দিকে লাগিয়ে দিয়েছি । প্রত্যেকটা ডাঁটির সাথে পাতাও লাগিয়ে নিয়েছি । এভাবে করে আমার সবগুলো ফুল বানানো হয়ে গিয়েছে । আমি বিভিন্ন কালারের একসাথে করে অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি । এর জন্য এগুলো বানাতে আমার সময়টা একটু বেশি লেগেছে ।

20230819_024812.jpg20230819_024744.jpg

20230819_024724.jpg


এরপর সবগুলো ফুল একত্রে করে সুতা দিয়ে পেঁচিয়ে একটা জায়গায় রেখে সুন্দরভাবে ছবি তুলে নিয়েছি ।

20230819_024705.jpg


আমার ছেলে আমাকে কাজে বিভিন্ন হেল্প করেছে এবং বানানোর পরে অনেক বেশি খুশি হয়েছে সে হাতে নিয়েও একটি ছবি তুলেছে এবং তার পড়ার টেবিলে সাজিয়ে রেখেছে ।

20230819_024642.jpg

20230819_024620.jpg


আমি সুন্দরভাবে আরো কয়েকটি ছবি তুলে নিয়েছি এবং টেবিলের উপরে রেখে ফুলের পাঁপড়ি গুলো নিচ দিয়ে ছড়িয়ে দিয়েছি যাতে মনে হয় যে পাঁপড়িগুলো কিছু কিছু নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে দেখতে ভালো লাগছে ।

20230819_024549.jpg

20230819_024529.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 last year 

প্রথমে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। রংবেরঙের কালার দিয়ে আপনি খুব সুন্দর করে ফুল তৈরি করলেন। ফুল গুলো দেখতে ভীষণ ভালো লেগেছে। কারণ আপনি বিভিন্ন কালার দিয়ে করেছেন। বাবুর হাতে বেশ ভালো লাগতেছে ফুলগুলো। অনেক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

রংবেরঙের কালার দেওয়ার কারনে ফুলগুলো আরো বেশি সুন্দর লাগছে দেখতে । আর ওর হাতে আসলেই অনেক মানিয়েছে ।

 last year 

আমাদের বাংলা কমিউনিটির এই দারুন প্রতিযোগিতায় আপনি অংশ নিয়েছেন দেখে খুব ভাল লাগলো।কাগজ এর তৈরি ফুলটা খুব সুন্দর হয়েছে। আপনি খুব গুছিয়ে দারুন ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

Posted using SteemPro Mobile

 last year 

আমার তৈরি করা কাগজের ফুলটা আপনার কাছে সুন্দর লেগেছে জেনে সত্যি অনেক খুশি হলাম । ধন্যবাদ আপনাকে ।

 last year 

ডাই কন্টেস্টে অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কাগজ দিয়ে বেশ চমৎকার ফুল তৈরি করেছেন। কাগজের তৈরি ফুল গুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। ফুল তৈরি করার প্রক্রিয়া চমৎকার ভাবে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো খুবই দুর্দান্ত হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

আমার কাগজের তৈরি ফুল ও তার ফটোগ্রাফি গুলো আপনার কাছে দুর্দান্ত লেগেছে শুনে খুশি হলাম ।

 last year 

আমার বাংলা ব্লগের ৪২ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আজকে আপনি রঙিন কাগজ ব্যবহার করে ফুল তৈরি করেছেন।আপনার তৈরি রঙিন কাগজের এই ফুল গুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনি খুবই সুন্দর ভাবে এবং ধৈর্য সহকারে রঙিন কাগজ দিয়ে ফুলগুলো তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 last year 

ধৈর্য মানে এটা বানাতে সত্যিই আমাকে অনেক ধৈর্য ধরতে হয়েছে কারণ অনেক সময় লেগেছে বানাতে ।

 last year 

প্রতিযোগিতা - ৪২ এর ডাই কন্টেস্ট এ অংশগ্রহণের জন্য আপনার প্রতি অনেক অনেক শুভকামনা আপু।আপনি ফুলগুলো অনেক নিখুঁতভাবে তৈরি করেছেন এবং প্রত্যেকটি ধাপে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যা দেখতে সত্যিই অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কাগজের ফুলের ডাই আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ফুলগুলো আসলেই অনেক নিখুঁত হয়েছে সামনাসামনিও খুব সুন্দর লাগছিল দেখতে ।

 last year 

এই ডাইগুলো তৈরি করতে অনেক সময় লাগে। তাছাড়া আপনি তো প্রথমে একটি তৈরি করেছেন সেটি মন মত না হওয়াতে আবার আরো একটি ফুল তৈরি করেছেন। আপনার ছেলেও দেখছি বেশ সাহায্য করেছে কাজে। সবশেষে ফুল হাতে খুব ভালো লাগছে দেখতে। ফুলগুলো খুব সুন্দর তৈরি করেছেন। বিশেষ করে অনেকগুলো একসঙ্গে তৈরি করার কারণে আরো ভালো লাগছে দেখতে।

 last year 

আমার তো ডাবল কষ্ট হয়েছে । একটির জায়গায় দুটি তৈরি করেছি বোঝেন তাহলে কত সময় লেগেছে । তারপরও করেছি আরকি ।

 last year 

আপনি আমার বাংলা ব্লগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে অনেক ভালো লাগলো। বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দরভাবে ফুলগুলো বানিয়েছেন। বিশেষ করে যখন আপনার ছেলে ফুলগুলো ধরে ছিল সেটি আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 last year 

আসলেই ভাইয়া ফুলগুলো পেয়ে ও খুব খুশি হয়েছে এজন্য ধরে আবার ছবিও তুলেছে । ছবিটি সত্যিই আমার কাছেও ভালো লেগেছে । ধন্যবাদ আপনাকে ।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপু। আপনি তো দেখছি বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন। ফুলগুলো দেখে মনে হচ্ছে এগুলো পর্তুলিকা ফুল।

 last year 

বিভিন্ন ধরনের রঙিন কাগজ ব্যবহার না করলে ফুলগুলো এতটা ফুটতো না । পর্তুলিকা ফুল কিনা জানিনা তবে ভালোই লেগেছিল দেখতে ।

 last year 

খুবই দুঃখের বিষয় একটি প্রতিযোগতায় অংশ গ্রহন করার জন্য দুই বার ফুল তৈরী করতে হয়েছে। আর এই ফুল গুলো তৈরী করতে অনেক সময় লাগে। ভাল একজন অ্যসিস্টেন্ট পেয়েছেন। ফুলটি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 last year 

আসলে ভাই আমার তো দুবার কষ্ট করতে হয়েছে । সত্যিই আমার ছোট্ট অ্যাসিস্ট্যান্ট আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে ।

 last year 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমে আপনাকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। রঙিন কাগজ কেটে আপনি বেশ সুন্দর সুন্দর ফুল তৈরি করে আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে বিভিন্ন ধরনের রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি দেখতে। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন পোস্ট তৈরি করতে হলে অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

রঙিন কাগজের তৈরি জিনিস গুলো আসলেই অনেক সুন্দর হয়ে দেখতে । আর এগুলো সত্যি সময় ও ধৈর্য নিয়েই তৈরি করতে হয় ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42