একটি পেন্সিল এর 3ডি আর্ট,10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম আজ আমি আপনাদের সামনে একটি পেন্সিলের থ্রিডি আর্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি ।থ্রিডি আর্ট গুলো করতে আমার কাছে ভালই লাগে ।এই আর্টগুলো আঁকার পরে দেখতে অনেক ভালো লাগে আর এগুলো আঁকার থেকে ছবি তুলে ফুটিয়ে তোলাটাই আসল। ছবিটা ঠিকমতো তুলতে না পারলে আর্টটি আর তেমন একটা ভালো লাগে না ।তাই আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি জানিনা আমার আর্টটি আপনাদের কাছে কেমন লাগবে। চলুন তাহলে আমি শুরু করছি।



Picsart_22-02-06_23-30-07-631.jpg

IMG_20220106_113311.png

PicsArt_21-12-17_17-47-48-634.png

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • রং পেন্সিল
  • কালো সাইন পেন
  • স্কেল
  • রাবার
  • কাঁচি

IMG_20220106_113311.png

কার্যক্রম

IMG_20220106_113311.png

PhotoEditorPro_1644168734730.jpg

20220206_222723.jpg

প্রথমে একটি সাদা কাগজ নিয়ে পেন্সিল দিয়ে দুটি দাগ দিয়ে নিয়েছি।
20220206_223219.jpg20220206_223307.jpg
তারপর আরো চারটা দাগ দিয়ে নিয়েছি এবং প্রতিটি দাগের সাথে মিলিয়ে দিয়েছি।
20220206_223550.jpg20220206_223701.jpg
তারপরে উপরের দিকে পেন্সিলের মাথার মত বানিয়ে নিয়েছি এবং পেন্সিলের উপর দিয়ে কাল কলম দিয়ে দাগিয়ে দিয়েছি।
20220206_223954.jpg20220206_224227.jpg
এ পর্যায়ে কাল সাইন পেন দিয়ে কিছু কিছু ঘর ভরে দিয়েছি এবং কিছু কিছু ঘর ফাঁকা রেখেছি।
20220206_224405.jpg20220206_224523.jpg
ফাঁকা ঘরগুলো হলুদ রং পেন্সিল দিয়ে ভরে দিয়েছি।
20220206_224546.jpg20220206_224700.jpg
উপরের অংশটুকু অর্ধেক কমলা কালারের রং দিয়ে রং করে দিয়েছি।
20220206_224850.jpg20220206_225002.jpg
তারপর বাকি অর্ধেক খয়রি কালারের রং দিয়ে রং করে দিয়েছি।
20220206_225110.jpg20220206_225207.jpg
এ পর্যায়ে পেন্সিলের নিচে আরেকটি পেন্সিল এঁকে নিয়েছি।
20220206_225445.jpg20220206_225605.jpg
পেন্সিল দিয়ে দাগ দিয়ে ভরে দিয়েছি এবং নিচের দিকে স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।
20220206_225939.jpg20220206_230418.jpg
দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে দিয়েছি।

20220206_230336.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার পেন্সিলের একটি থ্রিডি আর্ট।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung galaxy s8plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 3 years ago 

অসাধারণ হয়েছে তো আপু আপনার পেন্সিলের থ্রিডি আর্ট টি। খুবই দক্ষতার সঙ্গে পেন্সিলের এই থ্রিডি আর্ট টি আপনি বানিয়েছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

একটি পেন্সিল এর 3ডি আর্টটি অনেক সুন্দর হয়েছে আপনি সুন্দর করে আটটি করেছেন দেখছি সম্পূর্ণ একটি নতুন আট দেখলাম শুভকামনা রইল আপনার জন্য আপু

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে আমার আর্ট আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।

 3 years ago 

ওয়াও! খুবই অসাধারণ একটি পেন্সিলের থ্রিডি চিত্রাংকন করেছেন যা দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি। আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি শূন্যের উপরে কোন একটা পেন্সিল ভাসছে এবং তার একটি ছায়া নিচে পড়ে আছে। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আমিও আপনার মন্তব্যটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম যে আমার আর্ট টি আপনার এত ভালো লেগেছে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনার থ্রিডি আর্টটি অসাধারণ হয়েছে। কারণ মনে হচ্ছে এটি সত্যিই একটি পেন্সিল আর নিচে তার ছায়া। আসলেই অসাধারণ কাজ।

ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটা থ্রিডি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য🙃

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু সুন্দর একটা মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

কি সুন্দর দেখাচ্ছে পেন্সিলের থ্রিডি আর্ট টি। আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো কাগজের উপর একটা পেন্সিল রেখে দিয়েছেন। পরে বুঝতে পারলাম এটা একটা আর্ট। আপনি একেবারে অসাধারণ ভাবে অংকন করলেন। দেখেতো কোন বোঝার উপায় নেই। আমার কাছে জাস্ট অসাধারন লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

 3 years ago 

আমার পোস্ট আপনার এত ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগছে আপু আপনার জন্যও অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

অসাধারণ আপু। আপনার পেন্সিলের থ্রিডি আর্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখে মনে হচ্ছে খাতার উপরে পেন্সিল রাখা। খুব ভালো লাগলো। প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া কষ্ট করে আমার পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনার 3ডি পেন্সিল আর্ট আমার কাছে ভীষণ ভালো লাগছে দেখে তো মনে হচ্ছে সত্যিই একটি সাদা কাগজের উপর পেন্সিলটা হাওয়ার উপর রয়েছে।আমার পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা রইল

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার পোষ্টটি দেখে সুন্দর একটি মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর একটি থ্রিডি পেন্সিল আর্ট করলেন আপু। আমিতো প্রথমে দেখে মনে করে ছিলাম এটি হয়তো হাওয়ায় ভেসে আছে পরে বুঝতে পারলাম এটি আপনি অঙ্কন করেছেন। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আমার পোস্টটি কষ্ট করে দেখার জন্য।

 3 years ago 

ওয়াও আপু আপনার তৈরি করা একটি পেন্সিল এর 3ডি আর্টটি দেখতে অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57673.98
ETH 2343.83
USDT 1.00
SBD 2.37