রঙীন কাগজের তৈরী ওয়ালমেট
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আমি রঙীন কাগজের তৈরি একটি ওয়ালমেট আপনাদের কে তৈরি করে দেখাবো । রঙিন কাগজ দিয়ে এভাবে ওয়ালমেট তৈরি করতে খুবই ভালো লাগে । আগে কখনো তৈরি করিনি এই প্রথম তৈরি করেছি । এভাবে করে তৈরি করার পরে ওয়ালমেট টি দেখতে অনেক কালারফুল সুন্দর লাগছিল । রঙিন কাগজের তৈরি যেকোনো ধরনের কিছু বানালেই ভালো লাগে । আর ওয়ালমেট বানালে তো আরো বেশি ভালো লাগে । সবার বানানো দেখি আজকে আমিও চেষ্টা করে একটি বানিয়ে ফেললাম ।
প্রয়োজনীয় উপকরণ
রঙীন কাগজ
কালো কাগজ
গ্লু
কাঁচি
পেন্সিল
কার্যপ্রণালী
প্রথমে লাল নীল ও হলুদ কালারের কাগজ নিয়েছি ।তারপর কাগজ ছোট ছোট করে চারটা ভাঁজ দিয়েছি এরপর পেন্সিল দিয়ে পাতার মতো এঁকে নিয়েছি । তারপর কাঁচি দিয়ে পেন্সিলের দাগের উপর কেটে নিয়েছি ।
এভাবে করে আমি লাল নীল হলুদ সবগুলো পাঁপড়ি কাঁচি দিয়ে কেটে নিয়েছি । তারপর দেখুন লাল নীল হলুদ পাঁপড়ি গুলো তিনটে করে আলাদা করে রেখেছি ।এরপর একটা পাঁপড়ি নিয়ে কোনার দিকে একটু গ্লু লাগিয়ে নিয়েছি ।
এরপর গ্লুর সাইডে চাপ দিয়ে কাগজটি মিশিয়ে দিয়েছি । এভাবে করে প্রত্যেকটা কাগজ গ্লু লাগিয়ে মিশিয়ে নিয়েছি । তারপর তিন কালারের তিনটা পাঁপড়ি নিয়ে দুই সাইডে গ্লু লাগিয়ে একটার সাথে একটা লাগিয়ে দিয়েছি ।
এভাবে করে প্রত্যেকটা পাঁপড়ি তিনটা তিনটা করে সবগুলো লাগিয়ে নিয়েছি । তারপর কালো কালারের কাগজ চিকন চিকন করে কেটে নিয়েছি এবং তার থেকে চিকন আরো কিছু কাগজ কেটে নিয়েছি ।
এরপর কালো মোটা কাগজগুলো চারপাশ লাগিয়ে একটা ফ্রেমের মতো তৈরি করেছি । তারপরে ফ্রেমের মাঝে চিকন চিকন কাগজগুলো লাগিয়ে গাছের ডালের মতো তৈরি করে নিয়েছি । তারপর গ্লু লাগিয়ে নিয়েছি ।এরপর একটা একটা করে পাতাগুলো গ্লুর উপরে বসিয়ে দিয়েছি । ব্যাস এভাবে তৈরি হয়ে গিয়েছে আমার রঙিন কাগজের তৈরি ওয়ালমেট ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
---|
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে ফেলেছেন৷ আপনার কাছ থেকে এই ওয়ালমেট দেখতে পেরে অনেক ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি ওয়ালমেট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ৷ আপনি এখানে খুবই ছোট ছোট ডিজাইন খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷
আমার কাছ থেকে রঙিন কাগজের তৈরি অলমেটটি দেখে আপনি খুশি আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার অনেক খুশি লাগলো ।
রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট তৈরির কার্যপ্রণালী এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আমার রঙিন কাগজের তৈরি ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু । ধন্যবাদ আপনাকে ।
কোনটা রেখে কোনটার কথা বলবো। আসলে আপনারা সবাই খুব ক্রিয়েটিভ। আমি তো আপনাদের এত সুন্দর সুন্দর পোস্টগুলো দেখে মুগ্ধ হয়ে পড়ি। আপনার রঙ্গিন কাগজের ওয়ালমেটটি দেখতে অনেক সুন্দর হয়েছে। আর কালারকম্বিনেশনটাও ফুটে উঠেছে। এই রকম একটি ওয়ালমেট আমাকে দিয়েন আমি স্মৃতি হিসেবে রেখে দেবো। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর করে একটি কাগজের ওয়ালমেট বানিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।
শুধু আমরা হবো কেন এখানে আমরা যারা কাজ করি আমরা সবাই ক্রিয়েটিভ । সবাই সুন্দর সুন্দর কাজ আমরা করতে পারি । ধন্যবাদ আপু আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।
আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে দেখতে খুবই ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে যেমন বিভিন্ন ধরনের ওয়ালমেট বানানো যায় তেমনি দেখতেও খুব সুন্দর লাগে। ধন্যবাদ এত সুন্দর ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে যেনে ভালো লাগলো আপু ।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট করলেন আপু।ভীষণ সুন্দর হয়েছে।আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। এ ধরনের কাজ করতে ধৈর্য ও সময়ের দরকার হয়।আপনার ওয়ালমেটটির উপস্থাপনা চমৎকার হয়েছে আপু।দেয়ালে টানিয়ে রাখলে খুবই সুন্দর লাগবে।
কাগজের তৈরি যে কোন কিছু বানাতে সত্যিই একটু সময় বেশি লাগে তবে বানালে ভালোই লাগে দেখতে ।
আমার তো বিশ্বাস হচ্ছে না, প্রথমবারের মতো এই ওয়ালমেট তৈরি করেছেন আপনি। মনে হচ্ছে আপনি এই কাজে খুবই পারদর্শী। সত্যি অসম্ভব সুন্দর হয়েছে, আপনার তৈরি করা এই রঙিন কাগজের ওয়ালমেট। বিভিন্ন কালার হওয়ার কারণে অনেক বেশি আকর্ষণীয় এবং সুন্দর লাগতেছে। এটা যদি ঘরের দেয়ালে লাগিয়ে রাখা হয়, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে।
রঙিন কাগজের তৈরি অনেক জিনিস তৈরি করেছি তবে ওয়ালমেট এই প্রথম তৈরি করলাম ভালই লেগেছে বানাতে।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন বিশেষ করে তিনটি ভিন্ন রঙের পাতা এই ওয়ালমেট এর সৌন্দর্য বেশি বাড়িয়ে তুলেছে।
বিভিন্ন রংবেরঙের কাগজ দিয়ে যেকোনো কিছু বানালে ভালোই লাগে । আর ওয়ালমেট বানানো আরও বেশি ভালো লাগে ।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট দেখতে খুবই সুন্দর লাগছে ।দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে আমার কাছে ফুলগুলো খুবই ভালো লেগেছে। সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার ওয়ালমেটটি দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে সত্যি অনেক খুশি হয়েছি । ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।
রঙিন কাগজের ওয়ালমেট টি দেখতে অসাধারণ লাগছে। আমিও আজকে রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করে সেটা পোস্ট করেছি। রঙিন কাগজের কালার কম্বিনেশন দারুন লাগলো আপু। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে।
রঙিন কাগজের কালার কম্বিনেশনটা যদি ঠিক রাখা যায় তবে জিনিসগুলো সুন্দরভাবে ফুটে ওঠে এবং দেখতে বেশি ভালো লাগে।