★এলোমেলো কিছু ফটোগ্রাফি★

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।




আজ আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আপনাদের সাথে এলোমেলো কিছু ফটোগ্রাফি শেয়ার করব। এ ধরনের এলোমেলো ফটোগ্রাফি গুলো শেয়ার করতে আমার কাছে অনেক ভালো লাগে, অন্যরা যখন শেয়ার করে তখন তাদেরটা দেখে অনেক ভালো লাগে। আর মনে মনে ভাবি এত সুন্দর সুন্দর ফটো সবাই ক্যামনে তুলে। এজন্য আমিও মাঝে মাঝে সময় সুযোগ পাইলে বাইরে গিয়ে তোলার চেষ্টা করি। কিন্তু বাইরে তো খুব একটা যাওয়া হয় না তবে যেখানে যাই অনেক বেশি ছবি তুলে ফোন একেবারে ভরে ফেলি। তখন কোনটা রেখে কোনটা দেবো সেটা নিয়ে দোটানায় পড়ে যাই। অনেকদিন আগে বেশ কিছু ছবি তুলে রেখেছেন তার ভিতরে এখনো কিছু কিছু ছবি রয়ে গিয়েছে। ফোন ঘাটতে ঘাটতে এই ছবিগুলো পেয়ে গেলাম তাই চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য।

20230325_222835.jpg


উপরে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ফুলের নাম হলো জিনিয়া ফুল। আমি আগে এই ফুলের নাম জানতাম না গুগল এ এর নাম পেয়েছি। তবে জিনিয়া ফুল জানতাম কিন্তু জিনিয়া ফুল যে এতটা সুন্দর হয় সেটা জানা ছিল না । সুন্দর দেখে ফুলের ছবিগুলো তুলেছিলাম। একটা জায়গায় এই ফুলগুলো এত সুন্দর ভাবে ফুটে রয়েছে এবং এগুলো দিয়ে পুরো বাগানটা ভরে রয়েছে দেখতে অসাধারণ সুন্দর লাগছিল। তাই কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।

20230325_222820.jpg

20230325_222806.jpg


আর এই ফুলগুলো তো সবাই চেনে গাঁদা ফুল। এগুলো শীতকালে এতটাই ফোটে যে আনাচে কানাচে যেদিকে তাকাই শুধু এই গাঁদা ফুল গুলো দেখা যায়। এই হলুদ কালারের গাঁদা ফুল গুলো অনেক বেশি সুন্দর লাগে এবং অনেক বড় বড় হয়ে ফুটে থাকে। বিশেষ করে ছোট ছোট গেছে যখন এই ফুলগুলো ফুটে থাকে তখন দেখতে অপূর্ব লাগে। ইদানিং বিভিন্ন বাসার ছাদে ফুলের টবে এগুলো দেখা যায় সত্যিই অনেক ভালো লাগে দেখতে।

20230325_223027.jpg

20230325_223017.jpg


উপরের এই ছবিগুলো যখন আমরা রাঙ্গামাটি গিয়ে কাপ্তাই লেকের বুকে ভেসে বেড়াচ্ছিলাম তখন ঠিক কাপ্তাই লেকের মাঝে বসে তুলেছি। দূরে পাড়ের এই দৃশ্য গুলো দেখতে খুবই সুন্দর লাগছিল এবং এখানে এসে অনেকে বোট দাঁড়িয়ে আছে যেগুলো চড়ে মানুষজন দূর দূরান্তে ঘুরে বেড়াচ্ছে। দূরের এই গাছ গাছালি পাহাড় গুলো সত্যিই মন ছুয়ে যায়। কয়েকটা ছবি তুলে রেখেছি যাতে এগুলো দেখে সুন্দর মুহূর্ত গুলোর কথা মনে করতে পারি।

20230325_222951.jpg

20230325_222925.jpg


ওপরের এই ছবি দুটো তুলেছি ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে। রাঙ্গামাটি শহরের বিশাল বড় একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে । বিশেষ করে বর্ষার সময় গেলে এই ব্রিজটাতে উঠলে অনেক বেশি ভালো লাগে। তখনই ব্রীজটা পানির অনেকটা নিচেই থাকে তখন এই ব্রিজের উপর দিয়ে হাঁটতে খুব বেশি নাকি ভালো লাগে ।আমরা যখন গিয়েছিলাম তখন কোন পানি ছিল না নিজ দিয়ে অনেক পানি দেখা যাচ্ছিল সেটাই ভালো লেগেছিল। আবার এই ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে হাঁটতে গেলে ব্রিজটা যখন দোলে তখন কিন্তু অনেকটা ভয় লাগে মনে হয় এই বুঝি ছিড়ে পড়ে গেলাম কিন্তু ভালো লেগেছিল অনেক।

20230325_222907.jpg


এটাও আর একটা ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটা শুকনো জায়গায় ছিল এই ব্রিজ পার হয়ে সুন্দর একটি পার্কে যেতে হয়, যেটা আসলেই অনেক সুন্দর ছিল। অনেকেই ব্রীজের উপর দিয়ে পার হতে সাহস পাচ্ছিল না কারণ এই ব্রিজটা অনেক বেশি পরিমাণে দোল খাচ্ছিল। আমাদের কাছে কিন্তু ভালই লাগছিল আমরা একে অন্যের হাত ধরে হেঁটে যাচ্ছিলাম । আবার নিচ দিয়ে সিঁড়ি ছিল যারা এই ব্রিজের উপর দিয়ে যেতে সাহস পায় না তারা সিঁড়ি দিয়ে পাড় হয়ে উপরে উঠছিল।

20230325_222620.jpg

20230325_222555.jpg


উপরের এই ছবি দুটো তুলেছি আমাদের ফরিদপুর শহরে গোল্ডেন লাইনে অনেক সুন্দর একটি বাসের কাউন্টার করেছে, যেটা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। আগে বাসে উঠতে হলে বাসস্ট্যান্ডের বিচ্ছিরি পরিবেশে যেতে হতো এখন আর সেখানে যেতে হয় না। এই সুন্দর কাউন্টারে খুব সুন্দর একটি বসার ব্যবস্থা আছে এবং বিল্ডিংটা নতুন দেখতে আসলেই অনেক সুন্দর ছিল ।আবার ফুলের গাছ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখে ভালোই লেগেছিল আমার কাছে। পরিবেশটা ভালো ছিল।

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Sort:  
 2 years ago 

ওয়াও সত্যি চোখ ধাঁধানো ফটোগ্রাফি দেখলাম ৷ আসলে ফটোগ্রাফি মানেই নতুন কিছু ৷ আপনি বেশ কিছু আলোকচিত্র তুলে ধরেছেন ৷ যার প্রতিটি ফটোগ্রাফি দারুন ছিল ৷ রাঙামাটি
ঝুলন্ত ব্রিজ আর কাপ্তাই লেকের ফটোগ্রাফি টি অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ৷

 2 years ago 

প্রতিটি ফটোগ্রাফির সাথে আলাদা আলাদা গল্প আকারে উপস্থাপন করেছেন বিষয়টি খুবই ভালো লেগেছে আমার কাছে। সুন্দর একটি ফটোগ্রাফি ও শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনার মতো আমারও একই অবস্থা সবার ফটোগ্রাফি দেখলে অনেক ভালো লাগে। তারজন্য আমিও মাঝে মাঝে ঘুরতে গেলে অনেক ছবি তুলা হয় আর পরে কোনটা রেখে কোনটা শেয়ার করবো বুঝতে পারিনা। যাই হোক এলোমেলো হলেও ফটোগ্রাফি গুলো কিন্তু বেশ সুন্দর। বিশেষ করে রাঙামাটির ঝুলন্ত ব্রিজের ছবি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমি অনেক নাম শুনেছি কিন্তু সেখানে কখনো যাওয়া হয়নি। তবে ইচ্ছা আছে যাওয়ার আর যখন সময় পাব ঘুরে আসবো। এমন সুন্দর দৃশ্য বাস্তবে না দেখলে হয়না। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

পৃথিবীতে সৌন্দর্য শেষ নেই। আপনি যেদিকে তাকান না কেন সেদিকে সৌন্দর্যের অপরূপ যা আমাদেরকে বিমোহিত করে। আপনি আজকে বেশ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। রাঙ্গামাটির কাপ্তাই লেকের বুকে ভেসে বেড়ানোর সময় যে ছবিটা উঠেছেন এটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। যেহেতু আপনি ছবি গুলো অনেক দিন আগে তুলেছেন তাই ফোন ঘাটতে ঘাটতে ছবি গুলো পেয়ে আমাদের মাঝে শেয়ার করলেন আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আলোকচিত্রগুলো অনেক সুন্দর হয়েছে।বিশেষ করে ফুলগুলো ও কাপ্তাই লেকের ফটোগ্রাফ গুলো অনবদ্য।এমন রাজকীয় বাস কাউন্টার এর আগে দেখি নি। ধন্যবাদ সুন্দর আলোকচিত্রগুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু, আমরা বাইরে ঘোরাফেরা করার সময় এতটাই ফটোগ্রাফি করে রাখি যে মাঝে মাঝে দোটানায় পড়ে যাই কোনটা ছেড়ে কোনটা শেয়ার করব। যাই হোক আপনি বাছাই করে করে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি তুলে ধরেছেন আমাদের মাঝে, যা দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে কাপতাই লেকের মাঝে বসে আপনি যে ফটোগ্রাফিটি করেছেন তা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অসম্ভব সুন্দর কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। সত্যি আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ ছিলো।

 2 years ago 

সুন্দর হয়েছে আপনার তোলা ফটোগ্রাফি গুলা।ছবিগুলোর ক্যামেরা অ্যাঙ্গেল ও ডিটেইলস বেশ ভালো ছিল।আর কাপ্তাই লেক থেকে তোলা পাহাড়ের ফটোগ্রাফি গুলো অসাধারন ছিল।

 2 years ago 

আপনি ঠিক বলছেন আমরা তো সব সময় বাইরে যেতে পারি না যখন সময় সুযোগ হয় বের হওয়ার তখন একসাথে কিন্তু অনেকগুলো ফটোগ্রাফি করি একদম মোবাইল ভরাই ফেলি। পরে কিন্তু আস্তে আস্তে ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পারি। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে কাপ্তাই লেকের ফটোগ্রাফি এবং ঝুলন্ত ব্রিজের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে দেখতে। প্রতিটি ফটোগ্রাফির আলাদা আলাদা সৌন্দর্য বিরাজ করছে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 69542.45
ETH 2439.22
USDT 1.00
SBD 2.38