রঙীন কাগজ দিয়ে একটি প্রজাপতি তৈরি
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি । আজকে আপনাদের সাথে একটি ডাই প্রজেক্ট শেয়ার করব । অনেকদিন হলো রঙিন কাগজের কোন কিছু বানানো হয় না ।আজকে ভাবলাম কি যে রঙিন কাগজের তৈরি জিনিস গুলো বানিয়ে ফেলি । এছাড়া এতদিন বাসার বাইরে থাকার কারণে কোন কিছু বানানো কিংবা আঁকা হয়নি ।তাই আজকে ঝটপট কাগজ নিয়ে বসে পড়লাম এবং অল্প সময়ের ভিতরে এই প্রজাপতি তৈরি করলাম । রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করতে ভালোই লাগে । প্রজাপতি দেখতে তো সবসময় ভালো লাগে এজন্য একটি রঙিন কালারের প্রজাপতি তৈরি করে ফেললাম ।
প্রয়োজনীয় উপকরণ
রঙীন কাগজ
পেন্সিল
কাঁচি
গ্লু
কার্যপ্রণালী
প্রথমে একটি কমলা রঙের ছোট্ট কাগজ নিয়েছি ।তারপর কাগজটি লম্বালম্বি ভাবে একটি ভাঁজ দিয়েছি ।তারপর অন্যভাবে আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি ।মোট দুইটা ভাঁজ দিয়েছি । এরপর পেন্সিল দিয়ে দেখুন প্রজাপতির শেপ এঁকে নিয়েছি ।
এরপর পেন্সিলের দাগে দাগে কাঁচি দিয়ে কাটতে শুরু করেছি । কাটতে কাটতে পুরোটাই কেটে ফেলেছি ।তারপর খোলার পরে দেখুন দুটি প্রজাপতি তৈরি হয়ে গিয়েছে ।
এরপর একটি নিয়ে কালো কলম দিয়ে ফোঁটা ফোঁটা করে ডিজাইন করে নিয়েছি । একইভাবে সম্পূর্ণটা ডিজাইন করে নিয়েছি এবং দুইটাই আমি ডিজাইন করে নিয়েছি ।
এরপর একটা পিঠের উপরে মাঝখানে গ্লু লাগিয়ে নিয়ে অন্যটা নিয়ে ঠিক মাঝখানে বসিয়ে দিয়েছি । এরপর উপরেরটা চাপ দিয়ে একটু ভাঁজ করে দিয়েছি । এভাবেই তৈরি হয়ে গিয়েছে আমার রঙিন কাগজের খুব সুন্দর কালারফুল একটি প্রজাপতি । দেখতে কিন্তু সত্যি অনেক সুন্দর লাগছিল আমার কাছে ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
---|
রঙিন কাগজের প্রজাপতিটি দেখতে ভীষণ সুন্দর লাগছে।সত্যি কথা বলতে রঙিন কাগজ দিয়ে যা কিছু বানানো হোক না কেন দেখতে খুব সুন্দর হয়।আপনি প্রজাপতি বানানোর ধাপগুলো খুব চমৎকার ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
আসলে রঙীন কাগজ দিয়ে যেকোনো কিছু বানাতে অনেক কিউট লাগে এবং দেখতে ভালো লাগে ।
আপু আমি প্রথমে দেখে ভাবছি একদম জীবন্ত প্রজাপতি এটা। এই প্রজাপতিটি দেখতে ভীষণ সুন্দর লাগছে।রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ভাবে প্রজাপতি তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রজাপতিটা বানানোর পরে আমার কাছে অনেক ভালো লেগেছিল এতটা ভালো হবে বুঝতেই পারিনি । ধন্যবাদ আপনাকে ।
অনেক সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন।এরকম অরিগামি গুলো দেখতে আমার অনেক ভালো লাগে।আপনারটাও অনেক ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
ধন্যবাদ আপু আমার প্রজাপতিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ।
আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে অসাধারণ ভাবে প্রজাপতি তৈরি করে। আপনার তৈরি রঙিন কাগজের প্রজাপতি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে কাগজগুলো কাটার সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটা পোস্ট তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার প্রজাপতি আপনার কাছে বেশ ভালো লেগেছে শুনে সত্যি অনেক আনন্দিত হলাম ।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি প্রজাপতি তৈরি করে ফেলেছেন যা অসাধারণ হয়েছে। এই প্রজাপতির দিক থেকে যেন চোখই সরাতে পারছিনা৷ খুবই সুন্দর ভাবে আপনি এই প্রজাপতি তৈরি করেছেন৷ একই সাথে খুবই ছোট ছোট ডিজাইন গুলো খুবই ভালোভাবে ফুটে উঠেছে৷ অসংখ্য ধন্যবাদ এখন সুন্দর একটি প্রজাপতি তৈরি করে শেয়ার করার জন্য৷
আসলে প্রজাপতিরটি সত্যিই অনেক সুন্দর হয়েছিল ।আমার কাছেও দারুন লেগেছিল বানানোর পরে ।
রঙিন কাগজ দিয়ে আমরা বিভিন্ন ধরনের নকশা বা ওয়ালমেট তৈরি করি।আর রঙিন কাগজের জিনিস গুলো দেখতে আমার কাছে দারুণ লাগে। আপনার তৈরি করা রঙিন কাগজের প্রজাপতি টা অসাধারণ হয়েছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
রঙীন কাগজের তৈরি জিনিস গুলো আমার কাছেও অনেক ভালো লাগে বানাতে এজন্য আমিও মাঝে মাঝে বানাই ।
কোথাও ঘুরতে গেলে আসলে কোন কাজ করা হয় না। তাছাড়া এই ধরনের রঙিন কাগজ বা আর্ট নিয়ে তো আরো বেশি বসা হয় না। বাসায় ফিরে রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি প্রজাপতি তৈরি করেছেন। প্রজাপতির ভেতরের ডিজাইনটির জন্য আরো বেশি চমৎকার লাগছে। প্রজাপতি তৈরি করাটাও খুব একটা কঠিন লাগলো না আমার কাছে। ধন্যবাদ আপু সুন্দর প্রজাপতি তৈরি শেয়ার করার জন্য।
প্রজাপতির ভেতরে ডিজাইনটি দেওয়ার কারণে প্রজাপতিটা এতটা সুন্দরভাবে ফুটেছে মনে হয় ।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর প্রজাপতি তৈরি করেছেন বিশেষ করে প্রজাপতি তৈরি করার পরে কলম দিয়ে যখন ফোঁটা ফোটা ডিজাইন দিয়েছেন তখন সৌন্দর্যটা আরো নিখুঁতভাবে ফুটে উঠেছে।
ধন্যবাদ আপনাকে আমার প্রজাপতিটা আপনার কাছে সুন্দর লেগেছে জেনে সত্যি আনন্দিত হলাম ।
বাহ অসম্ভব সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে না এটি কাগজের তৈরি মনে হচ্ছে এইমাত্র উড়ে এসে বসলো। আপনি খুব সুন্দর ভাবে এটি তৈরি করেছেন এবং আমাদের মাঝে আপনার তৈরি পদ্ধতি ধাপে ধাপে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
তাই মনে হচ্ছে উড়ে এসে কোথা থেকে যেন বসল আমি ধরতে গিয়েছিলাম আবার উড়ে গিয়েছে ।