★কলম দিয়ে এলোমেলো কিছু আঁকার চেষ্টা★
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে আপনাদেরকে এলোমেলো একটি আর্ট করে দেখাবো। এই রোজার ভিতরে শরীর একেবারে কোনভাবেই চলছে না কিছুই করতে ভালো লাগে না। তারপরও এখানে যেহেতু কাজ করছি সবসময় দেওয়ার চেষ্টা করি। আজকে একেবারে এলোমেলো একটি আর্ট করেছি কলম দিয়ে। আবার কিছু আর্ট করার পরে কলমের কালি শেষ হয়ে গিয়েছিল তখন আবার অন্য কলম দিয়ে আর্ট ফিনিশিং করার চেষ্টা করেছি। ভালো হয়নি তারপরও এলোমেলোভাবে যখন এঁকেই ফেলেছি তখন আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম।
প্রয়োজনীয় উপকরণ
সাদা কাগজ
পেন্সিল
স্কেল
লাল কলম
কালোকলম
কার্যপ্রণালী
প্রথমে একটি সাদা কাগজ নিয়ে পেন্সিল দিয়ে চারপাশে দাগ দিয়ে নিয়েছি। তারপর কোনাকুনি করে দুই পাশে দুইটা পাতা এঁকে নিয়েছি। এরপর কলম দিয়ে পেন্সিলের দাগের উপর দিয়ে পাতাগুলো এঁকে নিয়েছি। তারপর পাতার মাঝখানে দুটো দাগ দিয়ে দিয়েছি। কলম দিয়ে পাতাগুলোর মাঝে চিকন চিকন করে দাগ দেওয়া শুরু করেছি।
দাগিয়ে দাগিয়ে একটা পাতা সম্পূর্ণ ভরে ফেলেছি। এরপর দ্বিতীয় পাতাটাও কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে ভরে ফেলেছি। এরপর লাল কালির কলম দিয়ে পাতার দুই পাশটা দাগ দিয়ে একটু ডিপ করে দিয়েছি।
এরপর পাতার বাইরের সাইড কলম দিয়ে দাগিয়ে দাগিয়ে এলোমেলোভাবে ভরার চেষ্টা করছি মাঝপথে এসে কলমের কালি শেষ হয়ে যাওয়াতে আবার অন্য কলম দিয়ে ভরে দিয়েছি । এরপর আঁকাটা মাঝপথে এসে ভিন্নরকম হয়ে গিয়েছে তারপরও আস্তে আস্তে শেষ করার চেষ্টা করেছি ।এরপর সম্পূর্ণ আঁকা হয়ে গিয়েছে পাতার মাঝখানে যে দুটো দাগ ছিল কলম দিয়ে দাগ দিয়ে ভরে দিয়েছি। ব্যাস এভাবেই সম্পূর্ণ হয়ে গিয়েছে আমার এলোমেলো একটি আর্ট।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
---|
কলম দিয়ে এলোমেলো চিত্র অংকনটি আমার কাছে অনেক ভালো লেগেছে। খুবই সুন্দরভাবে ধাপে ধাপে শেয়ার করলেন চিত্রটি দেখে শিখে নিলাম পরবর্তীতে তৈরি করি।
আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি অনেক ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে।
আনমনে আকলেও দারুন হয়েছে কিন্তু আপু আর্টটি।কলমের কালি শেষ হওয়াতে ভালই হয়েছে,এক কালার দিয়ে করলে অতটা ভাল লাগত না। ধন্যবাদ আপু সুন্দর আর্ট টি শেয়ার করার জন্য।
আসলে কলমের কালি শেষ হওয়ার কারণে দুই কালার দেওয়াতে একটু অন্যরকম সুন্দর হয়েছে। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
কলম দিয়ে এলোমেলো চিত্র অংকন আমার কাছে দারুণ লেগেছে। খুবি সুন্দর ভাবে উপস্থাপন। অসাধারণ হয়েছে।
আপনার কাছে দারুণ লেগেছে যেন সত্যি আনন্দিত হলাম। ধন্যবাদ।
যে পরিমাণ রোদের তাপ তাতে কোন কাজ ভালো লাগে না। তবে আপনার শেয়ার করা আর্ট অনেক ভালো লেগেছে,যদি কলমের কালি শেষ হয়ে না যেতো তাহলে তো আরো সুন্দর হতো। সত্যি আপনার দক্ষতার প্রসংসা করতেই হবে।
একদম ঠিক বলেছেন ভাইয়া এই গরমের ভিতরে কোন কাজই করতে ভালো লাগে না তারপরও তো করতে হয় ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আপনার এই এলোমেলো পেন্সিল আর্ট গুলো ভালই লাগে আমার কাছে। আমারও মাঝেমধ্যে এমন হয় আর্ট করতে করতে কলমের কালি শেষ হয়ে যায়। তখন কি যে বিব্রতকর অবস্থায় পড়ি। যাই হোক আপনি তারপরও অন্য কলম দিয়ে ফিনিশিং করেছেন। আর্টটি কিন্তু ভালই হয়েছে। আপনার কাছে কেন ভালো লাগে নি বুঝতে পারলাম না। ধন্যবাদ আপু।
আমিও যখন আর্ট করি তখন হঠাৎ করে কালি শেষ হওয়ার কারণে বিব্রতকর অবস্থায় পড়েছিলাম। পরে বাধ্য হয়ে অন্য কলম দিয়ে ফিনিশিং দিয়েছি খারাপ হয়নি মনে হয় । ধন্যবাদ আপনাকে।
কলম দিয়ে দারুন একটা চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। যদিও আপনি এলোমেলো চিত্র অংকন করেছেন তারপরও এটা অনেকটাই সুন্দর হয়েছে। বিশেষ করে পাতাগুলো দেখতে অনেক ভালো লাগছে।
আমার এলোমেলো চিত্রটি আপনার কাছে অনেকটাই সুন্দর লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।
কলম দিয়ে ভিন্ন রকমের আর্ট করার চেষ্টা করেছেন আপনি। আসলে এভাবে কলম দিয়ে ভিন্ন ভিন্ন আর্টগুলো করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনার এই আর্টটি খুবই নিখোঁজ ছিল দেখে বুঝতে পারছি। এভাবে এলোমেলো করে যে কোন আর্ট করলে খুবই সুন্দর লাগে দেখতে। সম্পূর্ণটা আপনি নিজের দক্ষতা দিয়ে অঙ্কন করেছেন দেখে বুঝতে পারছি। অসম্ভব ভালো ছিল বলতে হচ্ছে।
কি নিখোঁজ ছিল বুঝতে পারলাম না আপু । তবে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।