এসো নিজে করি কাগজ দিয়ে কাপ তৈরি, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম



আজ আমি আপনাদের সাথে কাগজ দিয়ে কাপ তৈরি করে দেখাবো। কাগজ দিয়ে আমি আগে কিছুই বানাতে পারতাম না বা বানানোর চেষ্টাই করতাম না এখানে এসে আমি অনেক কিছু বানানো শিখে গেছি।এখন আমার নিজের কাছে অনেক ভালো লাগে একটা জিনিস বানানোর পরে ।আজ আমি কাগজ দিয়ে একটা কাপ তৈরি করেছি সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে বানানো টা শুরু করি।



Polish_20211107_000611705.jpg



প্রয়োজনীয় উপকরণ:



.১টি সবুজ কাগজ
.১টি লাল কাগজ
.১টি কাচি
.১টি এন্টি কাটার
.১টি আঠা
.১টি কালো কলম
.১টি লাল কলম



IMG20211107123323.jpg



প্রস্তুত প্রণালী:



১ম ধাপঃ

IMG20211105235548.jpg

আমি প্রথমে ১৫ সেন্টিমিটার ১৫ সেন্টিমিটার সাইজের একটি কাগজ নিয়েছি।

২য় ধাপঃ

IMG20211105235609.jpg

তারপরে মাঝখান থেকে এভাবে একটা ভাঁজ দিয়েছি।

৩য় ধাপঃ

IMG20211105235645.jpg

তারপর মাঝখানে ভাঁজটা খুলে দুই কোনা থেকে এভাবে মাঝখান বরাবর ভাঁজ দিয়েছি।

৪র্থ ধাপঃ

IMG20211105235701.jpg

তারপর উপরের ছবির মত মাঝখান এভাবে একটা ভাঁজ দিয়েছি।

৫ম ধাপঃ

IMG20211105235732.jpg

তারপর ওই ভাঁজটা খুলে ছবির মত করে ভাঁজ দিয়েছি।

৬ষ্ঠ ধাপঃ

IMG20211105235815.jpg

তারপরে উপরের দুই মাথায় আবার এভাবে ছোট ছোট করে দুটো ভাঁজ দিয়েছি।

৭ম ধাপঃ

IMG20211105235930.jpg

তারপর উপরের ছবির মত করে আরও একটা ভাঁজ দিয়ে নিয়েছি।

৮ম ধাপঃ

IMG20211105235950.jpg

৯ম ধাপঃ

IMG20211106000019.jpg

তারপর এভাবে এন্টিকাটার দিয়ে একটা সাইড কেটে দিয়েছি।

১০ ধাপঃ

IMG20211106211059.jpg

১১তম ধাপঃ

IMG20211106211223.jpg

তারপর প্রতিটা ভাজে ভাজে এভাবে কেচি দিয়ে কেটে নিয়েছি।

১২তম ধাপঃ

IMG20211106211253.jpg

তারপর একটা কোনা থেকে একটা অংশ কেটে নিয়েছি।

১৩তম ধাপঃ

IMG20211106211658.jpg

তারপর কাগজটা উল্টিয়ে এভাবে কলম দিয়ে চোখ ও মুখ এঁকে নিয়েছি।

১৪তম ধাপঃ

IMG20211106211737.jpg

তারপর কাটা অংশে এভাবে আঠা লাগিয়ে দিয়েছি।

১৫তম ধাপঃ

IMG20211106211759.jpg

তারপর এভাবে একটা সাইড ধরে আঠার উপরে লাগিয়ে দিয়েছি।

১৬তম ধাপঃ

IMG20211106211827.jpg

১৭তম ধাপঃ

IMG20211106211902.jpg

১৮তম ধাপঃ

IMG20211106211936.jpg

১৯তম ধাপঃ

IMG20211106212019.jpg

২০তম ধাপঃ

IMG20211106212102.jpg

ওপরে দেখোনা ছবির মত করে এভাবে একে একে সবগুলো আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

২১তম ধাপঃ

IMG20211106212132.jpg

আঠা দিয়ে লাগানোর পর আমার জিনিসটা দেখতে এমন হয়েছে।

২২তম ধাপঃ

IMG20211106212311.jpg

২৩তম ধাপঃ

IMG20211106212536.jpg

তারপর চার সেন্টিমিটার চার সেন্টিমিটার সাইজের একটা কাগজ নিয়ে এভাবে ভাঁজ দিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

২৪তম ধাপঃ

IMG20211106212615.jpg

২৫তম ধাপঃ

IMG20211106212654.jpg

তারপর দুই কোনা এভাবে ভেঙ্গে দিয়ে আঠা লাগিয়ে নিয়েছি।

২৬তম ধাপঃ

IMG20211106213001.jpg

তারপর ঐ আঠা সহ বানানো কাপের সাথে লাগিয়ে দিয়েছি।

২৭তম ধাপঃ

IMG20211106213820.jpg

ব্যাস আমার কাপ বানানো হয়ে গেছে। আমি এভাবে করে দুইটা কাপ বানিয়ে নিয়েছি।

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসঅপ্পো এফ1

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

Sort:  
 3 years ago 

আপনার তৈরি কাপ দুটো একদম ইউনিক। আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলা হয় মগ। রঙিন কাগজ দিয়ে কাপ তৈরি করার ধাপ গুলো তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

এটা ছোট তো এজন্য কাপ দিয়েছি মগ আরেকটু বড় হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে রঙিন পেপার দিয়ে দুটি কাপ তৈরি করেছেন। কাপ দুটি টি দেখতে অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর ভাবে আপনার প্রতিটা ধাপে উপস্থাপনা করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর দুটি কাপ তৈরি করে আমাদের সাথে শেয়ার করা যায়

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

কাগজ দিয়ে কাপ তৈরি সত্যি আপু অসাধারণ হয়েছে।আপনার উপস্থাপনা খুবই সুন্দর হয়েছে এবং আপনি প্রতিটা ধাপ অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন।সর্বশেষ আপনার কাপের ছবিটা দেখে বুঝা যাচ্ছে একদম সত্যি কারের একটা কাপ। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে পেরেছেন এটা কিন্তু সফলতা।আগামীতে আরো নতুন নতুন কিছু আনুন।
আর হ্যাঁ, বেশ বানিয়েছেন কিন্তু কাপগুলো।ধাপগুলোও বেশ ভালোভাবে তুলে ধরেছেন।❣️

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি অনেক দারুন ভাবে দুটি কাপ তৈরি করেছেন আপু। কাগজ দিয়ে কাপ তৈরির প্রতিটা ধাপ আমাদের সাথে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছেন। দেখেই বোঝা যাচ্ছে অনেক ধৈর্য সহকারে কাজটি করেছেন। শুভকামনা রইলো আপু

 3 years ago 

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

রঙিন কাগজ দিয়ে কাপ তৈরি বাহ সত্যি একটা অনবদ্য পোস্ট। সত্যি আপু আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপ সুন্দরভাবে বর্ণনা করে উপস্থাপন করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

আমার মনে হচ্ছে আমি এই প্রথম দেখলাম রঙিন কাগজ দিয়ে মগ তৈরী। খুব ভালো লেগেছে আবার অনেক অবাক লেগেছে। কিভাবে সম্ভব, কিভাবে আসে এমন আইডিয়া। আমার তো কোনোদিন ও মাথায় আসবে না কাগজের এমন ভাজ করার পদ্ধতি। আসলে মনোমুগ্ধকর। শুভ কামনা রইলো আপু আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনি সবসময় ইউনিক জিনিস নিয়ে হাজির হন । আজকেও তার ব্যতিক্রম নয়। আপনি অন্যরকম একটি জিনিস তৈরি করেছেন কাগজ দিয়ে । আপনার কাগজের মগটি খুবই সুন্দর হয়েছে। দেখতে খুবই ভালো লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু মগ গুলো খুব কিউট লাগছে দেখতেই। দুইটি মগ বানানোই খুব সুন্দর হয়েছে। তবে আমার অন্য মগটির চেয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে গোলাপি রঙ এর মগটি। ওইটা বেশি সুন্দর লাগছে দেখতে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

বাহ্ অনেক সুন্দর হয়েছে তো আপনার কাফ তৈরি। আগে কখনো এভাবে ভেবে দেখিনি। আপনার কাফ তৈরির উপস্থাপনা অনেক সুন্দর শুভকামনা রইল আপনার জন্য। 😍😍

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.18
JST 0.032
BTC 87747.34
ETH 3057.76
USDT 1.00
SBD 2.74