এসো নিজে করি কাগজ দিয়ে কাপ তৈরি, 10% beneficiary to @shy-fox
আসসালামু আলাইকুম
আজ আমি আপনাদের সাথে কাগজ দিয়ে কাপ তৈরি করে দেখাবো। কাগজ দিয়ে আমি আগে কিছুই বানাতে পারতাম না বা বানানোর চেষ্টাই করতাম না এখানে এসে আমি অনেক কিছু বানানো শিখে গেছি।এখন আমার নিজের কাছে অনেক ভালো লাগে একটা জিনিস বানানোর পরে ।আজ আমি কাগজ দিয়ে একটা কাপ তৈরি করেছি সেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে বানানো টা শুরু করি।
প্রয়োজনীয় উপকরণ:
.১টি সবুজ কাগজ
.১টি লাল কাগজ
.১টি কাচি
.১টি এন্টি কাটার
.১টি আঠা
.১টি কালো কলম
.১টি লাল কলম
প্রস্তুত প্রণালী:
১ম ধাপঃ
আমি প্রথমে ১৫ সেন্টিমিটার ১৫ সেন্টিমিটার সাইজের একটি কাগজ নিয়েছি।
২য় ধাপঃ
তারপরে মাঝখান থেকে এভাবে একটা ভাঁজ দিয়েছি।
৩য় ধাপঃ
তারপর মাঝখানে ভাঁজটা খুলে দুই কোনা থেকে এভাবে মাঝখান বরাবর ভাঁজ দিয়েছি।
৪র্থ ধাপঃ
তারপর উপরের ছবির মত মাঝখান এভাবে একটা ভাঁজ দিয়েছি।
৫ম ধাপঃ
তারপর ওই ভাঁজটা খুলে ছবির মত করে ভাঁজ দিয়েছি।
৬ষ্ঠ ধাপঃ
তারপরে উপরের দুই মাথায় আবার এভাবে ছোট ছোট করে দুটো ভাঁজ দিয়েছি।
৭ম ধাপঃ
তারপর উপরের ছবির মত করে আরও একটা ভাঁজ দিয়ে নিয়েছি।
৮ম ধাপঃ
৯ম ধাপঃ
তারপর এভাবে এন্টিকাটার দিয়ে একটা সাইড কেটে দিয়েছি।
১০ ধাপঃ
১১তম ধাপঃ
তারপর প্রতিটা ভাজে ভাজে এভাবে কেচি দিয়ে কেটে নিয়েছি।
১২তম ধাপঃ
তারপর একটা কোনা থেকে একটা অংশ কেটে নিয়েছি।
১৩তম ধাপঃ
তারপর কাগজটা উল্টিয়ে এভাবে কলম দিয়ে চোখ ও মুখ এঁকে নিয়েছি।
১৪তম ধাপঃ
তারপর কাটা অংশে এভাবে আঠা লাগিয়ে দিয়েছি।
১৫তম ধাপঃ
তারপর এভাবে একটা সাইড ধরে আঠার উপরে লাগিয়ে দিয়েছি।
১৬তম ধাপঃ
১৭তম ধাপঃ
১৮তম ধাপঃ
১৯তম ধাপঃ
২০তম ধাপঃ
ওপরে দেখোনা ছবির মত করে এভাবে একে একে সবগুলো আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।
২১তম ধাপঃ
আঠা দিয়ে লাগানোর পর আমার জিনিসটা দেখতে এমন হয়েছে।
২২তম ধাপঃ
২৩তম ধাপঃ
তারপর চার সেন্টিমিটার চার সেন্টিমিটার সাইজের একটা কাগজ নিয়ে এভাবে ভাঁজ দিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।
২৪তম ধাপঃ
২৫তম ধাপঃ
তারপর দুই কোনা এভাবে ভেঙ্গে দিয়ে আঠা লাগিয়ে নিয়েছি।
২৬তম ধাপঃ
তারপর ঐ আঠা সহ বানানো কাপের সাথে লাগিয়ে দিয়েছি।
২৭তম ধাপঃ
ব্যাস আমার কাপ বানানো হয়ে গেছে। আমি এভাবে করে দুইটা কাপ বানিয়ে নিয়েছি।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ফটোগ্রাফার | @tauhida |
---|---|
ডিভাইস | অপ্পো এফ1 |
ধন্যবাদ
আমি তৌহিদা, বাংলা আমার মাতৃভূমি।বাংলাতে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।
আপনার তৈরি কাপ দুটো একদম ইউনিক। আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলা হয় মগ। রঙিন কাগজ দিয়ে কাপ তৈরি করার ধাপ গুলো তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
এটা ছোট তো এজন্য কাপ দিয়েছি মগ আরেকটু বড় হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।
অনেক সুন্দর ভাবে রঙিন পেপার দিয়ে দুটি কাপ তৈরি করেছেন। কাপ দুটি টি দেখতে অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর ভাবে আপনার প্রতিটা ধাপে উপস্থাপনা করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর দুটি কাপ তৈরি করে আমাদের সাথে শেয়ার করা যায়
আপনাকেও ধন্যবাদ আপু।
কাগজ দিয়ে কাপ তৈরি সত্যি আপু অসাধারণ হয়েছে।আপনার উপস্থাপনা খুবই সুন্দর হয়েছে এবং আপনি প্রতিটা ধাপ অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন।সর্বশেষ আপনার কাপের ছবিটা দেখে বুঝা যাচ্ছে একদম সত্যি কারের একটা কাপ। শুভকামনা রইল আপনার জন্য
সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে পেরেছেন এটা কিন্তু সফলতা।আগামীতে আরো নতুন নতুন কিছু আনুন।
আর হ্যাঁ, বেশ বানিয়েছেন কিন্তু কাপগুলো।ধাপগুলোও বেশ ভালোভাবে তুলে ধরেছেন।❣️
ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে আপনি অনেক দারুন ভাবে দুটি কাপ তৈরি করেছেন আপু। কাগজ দিয়ে কাপ তৈরির প্রতিটা ধাপ আমাদের সাথে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছেন। দেখেই বোঝা যাচ্ছে অনেক ধৈর্য সহকারে কাজটি করেছেন। শুভকামনা রইলো আপু
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ দিয়ে কাপ তৈরি বাহ সত্যি একটা অনবদ্য পোস্ট। সত্যি আপু আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপ সুন্দরভাবে বর্ণনা করে উপস্থাপন করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
অনেক ধন্যবাদ আপনাকে।
আমার মনে হচ্ছে আমি এই প্রথম দেখলাম রঙিন কাগজ দিয়ে মগ তৈরী। খুব ভালো লেগেছে আবার অনেক অবাক লেগেছে। কিভাবে সম্ভব, কিভাবে আসে এমন আইডিয়া। আমার তো কোনোদিন ও মাথায় আসবে না কাগজের এমন ভাজ করার পদ্ধতি। আসলে মনোমুগ্ধকর। শুভ কামনা রইলো আপু আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে।
আপু আপনি সবসময় ইউনিক জিনিস নিয়ে হাজির হন । আজকেও তার ব্যতিক্রম নয়। আপনি অন্যরকম একটি জিনিস তৈরি করেছেন কাগজ দিয়ে । আপনার কাগজের মগটি খুবই সুন্দর হয়েছে। দেখতে খুবই ভালো লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে।
আপু মগ গুলো খুব কিউট লাগছে দেখতেই। দুইটি মগ বানানোই খুব সুন্দর হয়েছে। তবে আমার অন্য মগটির চেয়ে আমার অনেক বেশি ভালো লেগেছে গোলাপি রঙ এর মগটি। ওইটা বেশি সুন্দর লাগছে দেখতে।
অনেক ধন্যবাদ আপনাকে আপু।
বাহ্ অনেক সুন্দর হয়েছে তো আপনার কাফ তৈরি। আগে কখনো এভাবে ভেবে দেখিনি। আপনার কাফ তৈরির উপস্থাপনা অনেক সুন্দর শুভকামনা রইল আপনার জন্য। 😍😍
ধন্যবাদ আপনাকে।