আমার ভালো লাগা বিভিন্ন ফুলের কিছু ফটোগ্রাফি-৬ || @tathagatachy ||

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও ভাল আছি। নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন এই কামনা করছি।

আজকে আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি আমার ভালো লাগা বিভিন্ন ফুলের কিছু ফটোগ্রাফি-৬ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব যা আপনাদের ভালো লাগবে আশা করি।

ফুল আমাদের সবার প্রিয়। তাই প্রিয় ফুল এবং প্রিয় ভালোলাগা বিভিন্ন ফুল নিয়ে আমি আজকের এই পোস্টটি সাজানোর চেষ্টা করেছি যা আপনাদের মনকে এক্ষণিকের জন্য ভালো করে দিতে পারি কিনা চেষ্টা করব। আশা করি সবাই আমার সাথেই থাকবেন এবং আমার পরবর্তী ফটোগ্রাফির জন্য অনুপ্রেরণা হিসেবে পাশে থাকবেন। ফুল গুলোর নাম এবং কিছু তথ্য গুগল হতে সংগ্রহীত।

IMG_20220830_104034.jpg
দেশি ফুরুস

দেশি ফুরুস আমার দেখা প্রথম এই ফুল। যে ফুলটি দূর থেকে দেখতে এত সুন্দর লাগছিল যা ভাষায় প্রকাশ করার মতো না এবং এই ফুলের সৌন্দর্যে এমন কেউ নেই যে তাকে ক্ষণিকের জন্য তাকে মনের আনন্দ দিবে না। সম্ভবত এটা একটি চীনের প্রজাতির এবং একটি গুল্ম জাতীয় উদ্ভিদ এবং এরা সৌন্দর্যের দিক দিয়ে অনন্য।

IMG_20220830_104222.jpg
দোপাটি

দোপাটি উদ্ভিদের প্রজাতি ও ফুল বিশেষ । এই ফুল গুলো দেখতে খুবই সুন্দর এবং ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার ভালো লাগা ফুলের মধ্যে একটি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20220830_104740.jpg
মরিস ইউট্রিলো

মরিস ইউট্রিলো হলো একটি আকর্ষণীয় গোলাপ যা বাগানের মধ্যে এটাকে খুব সুন্দর দেখায় এবং এই গোলাপটি সবাই পছন্দ করে।

IMG_20220830_104158.jpg
ওলেন্ডার ফুল

ওলেন্ডার ফুল বা কবরী ফুলটি দেখতে অসম্ভব সুন্দর তাই রাস্তার রাস্তার মাঝখানে লাগানো এই ফুলটি দেখে লোভ সামলাতে না পেরে ক্যামেরাবন্দি করলাম।

IMG_20220830_103659.jpg
আইএক্সোরা চাইনিসিস

আইএক্সোরা চাইনিসিস এই ফুলটি সবার পরিচিত কিন্তু নামটা হয়তোবা অনেকের অপরিচিত। ফুলটা আমরা সবসময় আমাদের চোখের সামনে দেখতে পায় এবং আমাদের ভালোলাগা ফুলের মধ্যে একটি।

IMG_20220830_103513.jpg
আইএক্সোরা চাইনিসিস
IMG_20220830_104247.jpg
আইএক্সোরা চাইনিসিস

আইএক্সোরা চাইনিসিসএই ফুলগুলো বিভিন্ন রঙের এবং বিভিন্ন আকারের হয়ে থাকে।

IMG_20220830_104001.jpg
ক্যানা ইন্ডিকা

ক্যানা ইন্ডিকা এই ফুলটি আমাদের গ্রাম গঞ্জের শহরে রাস্তার পাশে চোখের সামনে পড়ে থাকে। ভালো লাগে ফুলটি তাই আবারও আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20220830_103814.jpg
জাভেরা জামসনি

জাভেরা জামসনি ফুলের মধ্যে অন্যতম আরেকটি ফুল কেননা আমরা যখন ফুলের দোকানে যাই এই ফুলটা আমাদের চোখে বেশি পড়ে এর জনপ্রিয়তা বাংলাদেশে বেশি তাই এই ফুলটি ক্যামেরা বন্দী করে আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20220830_103919.jpg
জাভেরা জামসনি
IMG_20220830_103936.jpg
জাভেরা জামসনি

জাভেরা জামসনিএই ফুল গুলো বিভিন্ন রং এর হয়ে থাকে এবং এটি খুব জনপ্রিয় ফুলের মধ্যে একটি। বিভিন্ন অনুষ্ঠানে এই ফুলের অনেক চাহিদা রয়েছে।

IMG_20220830_103728.jpg
হিবস্কাস ফুল

হিবস্কাস ফুল আমরা গ্রাম গঞ্জে বিভিন্ন অনুষ্ঠানে এই ফুলের ব্যবহার দেখতে পায় এবং এই ফুলটি ও যথেষ্ট সুন্দর এবং লোকদের কাছে জনপ্রিয়।

IMG_20220830_103541.jpg
জেসমিনিয়াম ডাইকোটোমাম

জেসমিনিয়াম ডাইকোটোমাম হলো ওলেসি পরিবারে জেসমিনের একটি প্রজাতি। এটি চিরসবুজ পর্বতারোহী যা একটি ঝোপঝাড় বা কাঠের লতা হিসাবে বৃদ্ধি পায়। ফুলগুলি বেশ সুগন্ধযুক্ত । ফুল গুলো দুর থেকে খুব সুন্দর দেখায়।

IMG_20220830_103628.jpg
জবা ফুল

জবা ফুল এই ফুলটি দেশ গ্রামে খুবই জনপ্রিয় কেননা বিভিন্ন অনুষ্ঠানে এই ফুলটির ব্যবহার আমরা দেখতে পাই । তাছাড়া এই ফুলটি বিভিন্ন ধর্মীয় কাজে ব্যবহার করা হয়।

IMG_20220830_103604.jpg
জবা ফুল

জবা ফুল অন্যান্য ফুলের মতো দেখতে খুব সুন্দর দেখায় যখন গাছে এই ফুল গুলো ফুটে এবং পুরা গাছটিকে যেন এক সুন্দর যে অপরূপ দৃশ্যের রূপান্তরিত করে।

IMG_20220830_103338.jpg
অর্কিড ফুল

অর্কিড ফুল বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এ ফুলটি চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে বাংলাদেশের প্রচুর চাষ হচ্ছে বর্তমানে এবং একটি বিভিন্ন অনুষ্ঠানে এই ফুলের ব্যবহার আমরা দেখতে পাই।

IMG_20220830_103408.jpg
মুসায়েন্দা ফুল

মুসায়েন্দা ফুল বিভিন্ন রং এর হয়ে থাকে এই ফুলগুলি। আমার কাছে ভালো লেগেছে বিধায় আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে।/i>

IMG_20220830_104131.jpg
গোলাপ ফুল

গোলাপ ফুল সবার কাছে এতই জনপ্রিয়তা যে পুরো বিশ্বের মানুষ গোলাপ ফুলকে পছন্দ করে আমাদের বাংলাদেশে প্রচুর গোলাপে চাষ হয় এবং এই ফুল বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হয় বিধায় এই ফুলের চাহিদা দিন দিন বেড়ে চলেছে।
আশা করি এই আমার এই পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ।

ক্যামেরাOPPO F9
ক্যাটাগরিফোটোগ্রাফি
লোকেশনত্রিশাল ময়মনসিংহ,
তারিখ30.08.2022

Sort:  
 2 years ago 

ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক আর আপনি দেখছি অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।প্রতিটি ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল ।এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনাকে ও অনেক ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে আমাকে কমেন্ট করার জন্য এবং আমার পোষ্টটি ধৈর্য সহকারে দেখার জন্য।

 2 years ago 

সত্যি বলতে ফুল সবাই ভালবাসে, আর আমি ও অনেক পছন্দ করি। আর আজকে আপনি বিভিন্ন রকম বিভিন্ন জাতের ফুল আমাদের সাথে তুলে ধরেছেন। বিশেষ করে সেখানে কয়েকটি ইউনিক ফুল দেখতে পেলাম এবং জবা ফুলের কয়েকটি ভিন্ন প্রজাতির ফুল রয়েছে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টটি ধৈর্য সহকারে দেখার জন্য আমাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 2 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি উপহার দেয়ার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

ভাই আপনার ক্যামেরার উপর আপনার যথেষ্ঠ দখল আছে।প্রতিটি ছবির ফোকাস ছিল একদম পারফেক্ট।ধন্যবাদ সকাল সকাল স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে পারলাম আপনার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুন্দর একটি কমেন্ট উপহার দেওয়ার জন্য এবং আমার পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে খুব আনন্দিত হলাম।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ফুল কে না পছন্দ করে। আমারও ভালোবাসার আরেক নাম ফুল। আপনি খুব সুন্দর করে প্রতিটি ফুলের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে এবং কি প্রত্যেকটা ফুলের বৈজ্ঞানিক নাম গুলো দিয়েছেন, দেখে বেশ ভালো লাগলো। আর আমাদেরকে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টটি ধৈর্য সহকারে দেখে এবং আমাকে সুন্দর করে গুছিয়ে একটি কমেন্ট উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

আপনার ভালো লাগা ফুল গুলো আমার ও অনেক ভালো লাগল। আসলে ফুল ভালো লাগে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আপনার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখা এবং আমাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য । আমার পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

 2 years ago 

সত্যি বলতে আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখতে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। কিছুদিন আগে আমার মামার বিয়ের জন্য আমি ফুল কিনতে গিয়েছিলাম আমাদের বাজারে দাম শুনে সত্যি আমি মাথায় হাত দিয়েছিলাম এখন বাজারে ফুলের দাম অনেক আপনার ফুল গুলো দেখে মনে হচ্ছে যদি বিক্রি করা যায় হয়তো ১০ থেকে ১৫ হাজার টাকা হতে পারে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ । আমার পোস্টটি ধৈর্য সহকারে দেখা এবং আমাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

 2 years ago 

আপনার ভালোলাগা ফুলের ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ ছিল। আপনার ফুলের ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সাদা রংয়ের ফুলের ফটোগ্রাফিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আমার পোস্ট টি আপনার ভালো লেগেছে জেনে সত্যিই খুব আনন্দিত হলাম এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর করে গুছিয়ে একটি কমেন্ট করার জন্য।

 2 years ago 

অনবদ্য কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন দাদা। ফুলের মত সুন্দর আর কিছু নেই এই পৃথিবীতে। সত্যিই খুব ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো। গোলাপ ফুলটি এত সুন্দর লাগছে দেখে তা বলার বোঝানোর ভাষা নেই । ধন্যবাদ সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার পোস্টটি মনোযোগ সহকারে দেখা এবং গুছিয়ে আমাকে অনেক সুন্দর সুন্দর কথা উপস্থাপন করে আমাকে একটি কমেন্ট করার জন্য। আপনার জন্যশুভকামনা রইল।

 2 years ago 

ফুল আমার খুবই প্রিয়। ফুলের ফটোগ্রাফি দেখতে সবসময় খুব ভালো লাগে। আপনার ফটোগ্রাফির মাধ্যমে নতুন নতুন কিছু ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। জাসমনি ফুলের ফটোগ্রাফি আমার এর দেখা হয়নি। আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখে।ভালো লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখা এবং আমাকে গুছিয়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য। আমার পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।

 2 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক সুন্দর সুন্দর মনোমুগ্ধকর কিছু ভালো লাগা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার এই ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল সত্যিই মুগ্ধ হয়েছি।

 2 years ago 

ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।আমাকে অনেক সুন্দর করে গুছিয়ে একটি কমেন্ট করার জন্য ।আমার পোস্টটি আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60450.32
ETH 2604.48
USDT 1.00
SBD 2.60