লেভেল ৩ হতে আমার অর্জন - By @tathagatachy || shy-fox 10% Beneficiary 5% abb-school

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো, আমার বাংলা ব্লগের সকল বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভাল আছেন এবং আমিও ভাল আছি। আমি এই গরমে সবার সুস্থতা কামনা করি

IMG_20220718_180954.jpg

আজ আমি লেবেল ,৩, ক্লাসের যে সমস্ত বিষয় শিখতে এবং কাজে বাস্তবায়িত করতে পেরেছি তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং আমার লেখার মধ্যে কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ আশা রাখি।

প্রশ্নোত্তরঃ লেভেল ৩ হতে আমার অর্জন


প্রশ্নঃ মার্ক ডাউন কি?

উত্তরঃ আমরা স্টিমিটে বা কোন সোশ্যাল মিডিয়াতে যখন লেখালেখি করি তাকে আরো সুন্দর এবং পরিচ্ছন্নভাবে ফুটিয়ে তোলার জন্য এবং লেখাকে দৃষ্টিনন্দন ভাবে উপস্থাপন করার জন্য নির্দিষ্ট কিছু টেক্সট ফরম্যাট বা কোডগুলো ব্যবহার করা হয় তাদেরকে মার্ক ডাউন বলে।

প্রশ্ন মার্ক ডাউন কোড এর ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?

উত্তরঃ
আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে থাকি সবাই পরীক্ষায় সঠিক উত্তর দিলেও সবাই ভিন্নভাবে নাম্বার পেয়ে থাকে তার কারণ পরীক্ষক যার খাতায় সুন্দরভাবে লেখা উপস্থাপন করতে পেরেছে এবং যার লেখা মার্জিন, হাইলাইট, আন্ডারলাইন, ইত্যাদি ফলো করে উত্তর দেয় সেই বেশি নাম্বার পেয়ে থাকে। তদ্রুপ আমাদের পোস্ট কে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করার জন্য মার্ক ডাউন বা ( হাইলাইট, আন্ডারলাইন, বোল্ট ইত্যাদি) গুরুত্বপূর্ণ টেক্সট ফরমেট ব্যবহার করা গুরুত্বপূর্ণ।

প্রশ্নঃ পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?

উত্তরঃ মার্কডাউনের কোডগুলো শুরু করার পূর্বে শুধুমাত্র চারটি স্পেস ব্যবহার করলেই মার্ক ডাউন কোডটি দৃশ্যমান থাকবে। যেমন

# This is an <h1> tag
## This is an <h2> tag
###### This is an <h6> tag


প্রশ্নঃ নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন?
UserPostSteem Power
user110500
user2209000


উত্তরঃ নিম্নবর্ণিত কোডগুলো ব্যবহার করে টেবিলটি তৈরি করা হয়েছে?
| User | Post | Steem Power |
|-|-|-|
| user1 | 10 | 500 |
| user2 | 20 | 9000 |


প্রশ্নঃ সোর্স উল্লেখ করার নিয়ম কি ?

উত্তরঃ সোর্স উল্লেখ করার নিয়ম হচ্ছে প্রথমে থার্ড বন্ধনীর ভিতর টেক্সট লিখতে হবে এবং থার্ড বন্ধনীর শেষ করার পর প্রথম বন্ধনীর মধ্যে লিঙ্ক দিতে হবে উদাহরণস্বরূপ।
[এখানে টেক্সট লিখতে হবে](এখানে সোর্স লিংক লিখতে হবে)
সোর্স

বা < a href =www.steemit.com> click me < /a >

প্রশ্নঃ বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।

উত্তরঃ বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ হতে ৬ পর্যন্ত হেডার গুলোর কোডগুলো নিম্নরূপ

# খুবই বড়
## বড়
### মধ্যম
#### ছোট
##### খুবই ছোট
###### টিনি সাইজ

আউটপুট হবে

খুবই বড়

বড়

মধ্যম

ছোট

খুবই ছোট
টিনি সাইজ


প্রশ্নঃ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।

উত্তরঃ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি নিম্নরূপ

<div class="text-justify"> এখানে টেক্সট লিখতে হবে</div>


প্রশ্নঃ কনটেন্টের টপিকস নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেয়া উচিত?

উত্তরঃ
কনটেন্টের টপিকস নির্বাচনের ক্ষেত্রে আমাদের যে সমস্ত বিষয়াদি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত তা হল অভিজ্ঞতা, সৃজনশীলতা, দক্ষতা, জ্ঞান, মনোনিবেশ।

প্রশ্নঃ কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?

উত্তরঃ কোন টপিক্সের উপর ব্লক লিখতে গেলে সেই টপিক্সের উপর জ্ঞান থাকা জরুরি কারণ ওই টপিক্সের উপর যদি জ্ঞান না থাকে তাহলে ওই টপিক্স বিস্তারিত ভাবে বর্ণনা এবং মানুষের মনের মাঝে সহজ ভাবে পৌঁছে দেওয়ার যে অভিপ্রায় ।সেটা যদি ঔ টপিক্সের এর উপর জ্ঞান না থাকে তাহলে মানুষের সহজভাবে বোধগম্য হবে না । কোন টপিক্সের উপর ব্লগ লিখতে গেলে সেই টপিক্সের উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী।

প্রশ্নঃ ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?

উত্তরঃ পোস্টে $7 ভোট এর অর্ধেক বা $3.5 sbd সমমূল্যের স্টিম পাওয়ার অথবা $3.5÷0.50=7 স্টিম পাওয়ার পাব।

প্রশ্নঃ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?

উত্তরঃ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার জন্য নিম্নবর্ণিত কৌশল অবলম্বন করতে পারি।
ক। প্রথম পাঁচ মিনিট পরে (প্রথম রেড জোনের পর ও শেষ রেড জোনের আগে) অর্থাৎ মাঝের সেইভ জোনের মধ্যে সবার আগে ভোট দিতে হবে
খ। ট্রেন্ডিং হতে পারে এরকম পোস্টে ভোট দিতে হবে।
গ। ভালো কোয়ালিটি পোষ্টে ভোট দিতে হবে।

প্রশ্নঃ নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে?

উত্তরঃ আমি যদি @heroism কে ডেলিগেশন করি তাহলে বেশি আর্ন হবে। কারণ আমি যদি ৫০০ বা ১০০০ SP স্টিম পাওয়ার দিয়ে ভোট দেই তাহলে তা থেকে ১ বা ২ সেন্ট কিউরেশন আসতে পারে। কিন্তু আমার মতো ৫০০ জন যদি ১০০ SP করে ডেলিগেশন করি তাহলে 50000 এসপি হবে এবং এই 50 হাজার SP দিয়ে $1 সমান আপভোট করা যায়। তাই @heroismকে ডেলিগেশন করলে আমি আমার পোস্টে ভোট পাবো, আবার সাপ্তাহিক কিছু রিওয়ার্ড পাবো। তাই @heroismকে ডেলিগেশন করলে বেশি আর্ন হবে।

Sort:  
 2 years ago 

ভাই আপনি অনেক ভালভাবে পরীক্ষাটি দিয়েছেন কিন্তু আপনার পূর্বের এক্টিভিটিস গুলো দেখে সত্যিই আমি হতাশ। একটু নিয়মিত হওয়ার চেষ্টা করুন ধন্যবাদ।

 2 years ago 

আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল ভাই। আপনি প্রত্যেকটি প্রশ্নের সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে একটি কমেন্ট করার জন্য। আমি পরবর্তী লেভেলগুলো আরো ভালো করার চেষ্টা করব ভাইয়া।

 2 years ago 

আপনি প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, সেই সাথে খুব পরিপাটি করে আপনার পোস্টটিকে সাজিয়েছেন যা দেখে খুবই ভালো লাগলো। মার্ক ডাউন এর সঠিক ব্যবহার এবং পরিপাটি থাকার কারণে খুবই সুন্দর লাগছে এবং বোঝা যাচ্ছে আপনি বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার এই পোস্টটি দেখার জন্য। আমার পোস্টটিতে আমি যত সুন্দর ভাবে উপস্থাপন করেছি তার চেয়েও বেশি সুন্দর এবং সাবলীল ভাষায় আপনি যে কমেন্ট করেছেন তার জন্য আবারো আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।। এভাবেই মন দিয়ে কাজ করতে থাকেন ভেরিফাইড মেম্বার হতে বেশি সময় লাগবে না।।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া । আপনার এই শুভকামনার জন্য। আশা করছি ভাইয়া আরো মন দিয়ে কাজ করতে পারব।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61320.84
ETH 2394.93
USDT 1.00
SBD 2.56