ঈদের দিন কখন আসবে এটা নিয়ে আগে আমরা আগ্রহে বসে থাকতাম একমাস পর্যন্ত। আপনার ছেলে তো দেখছি অনেক বেশি আনন্দ করেছিল। বাচ্চারা এমনিতেই অনেক খুশি হয় যদি বিভিন্ন রাইডে চড়তে পারে তাহলে। বাচ্চাদের আনন্দ দেখলে নিজেদের কাছেই অনেক বেশি ভালো লাগে। ঈদের সময় যদি বাবার বাড়িতেই না যাওয়া হয় তাহলে ভালোই লাগে না একেবারে। ঈদের আগের দিন আমিও সকলের জন্য কিছু নাস্তা তৈরি করে রেখেছিলাম। যার কারণে সকালবেলায় এত বেশি ঝামেলা পোহাতে হয়নি আমাকে। খুব ভালো লাগলো আপনাদের কাটানো মুহূর্তটা।
আগে আমরা নিজেরা আগ্রহ নিয়ে বসে থাকতাম এখন বাচ্চা-কাচ্চারা আগ্রহ নিয়ে অপেক্ষা করে সেটা দেখতেই ভালো লাগে ।