RE: পেঁপে দিয়ে ভাঙ্গাল মাছের মজাদার রেসিপি
দাদা আপনি আজকেও মজাদার একটা রেসিপি শেয়ার করেছেন সবার মাঝে। এটা দেখে আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে। আপনি সবসময়ই মজার মজার রেসিপি গুলো আমাদের মাঝে শেয়ার করে থাকেন দাদা। যেগুলো আমার কাছে খুবই ভালো লাগে। দাদা আপনি তো দেখছি আজকে আমার সবথেকে ফেভারিট একটা রেসিপি নিয়ে হাজির হয়েছেন। যেটা দেখে জিভে জল চলে এসেছে একেবারে। এখন যেহেতু রোজার দিন, তাই দিনের বেলায় খেতে তো পারবো না। কিন্তু এটা রাতের বেলায়ও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি বেশ কয়েকবার এরকম ভাবে পেঁপে দিয়ে ভাঙ্গাল মাছের মজাদার রেসিপি তৈরি করেছিলাম। তবে আমি কখনো আলু ব্যবহার করিনি দাদা। আসলে পেঁপের অনেক বেশি উপকারিতা হয়েছে। আর এই জন্য আমাদের ও পেঁপে নিয়ে আসা হয় অনেক বেশি। আর ঘরের সবাইও পেঁপে খেতে খুবই পছন্দ করে বলে, আমি বেশিরভাগ সময় চেষ্টা করি পেঁপে দিয়ে ইউনিক সব রেসিপি তৈরি করার জন্য। যেন সবাই মজা করে খেতে পারে। তবে অনেকদিন হয়েছে ভাঙ্গাল মাছ আমার খাওয়া হয় না। আপনার কাছে এতদিন পরে এই মাছের রেসিপি দেখে সত্যি ভালো লাগলো।