You are viewing a single comment's thread from:

RE: গল্প-গল্পটা আমাদের||

in আমার বাংলা ব্লগ7 months ago

সব সময়ের মত আপনি আজকেও অনেক সুন্দর একটা গল্প লিখেছেন আপু। আসলে ভালোবাসার মানুষ যদি এরকম অবহেলা করে, এবং কি পরবর্তীতে সেই মানুষটা যদি অন্য কারো ভালোবাসায় আবদ্ধ হয়ে যায় , তাহলে অন্য মানুষটা একেবারে ক্ষতবিক্ষত হয়ে যায়। আর তেমনি অধরার জীবনেও হয়েছে। যে ছেলেটা অধরার জন্য এত বেশি পাগল ছিল এবং কি অধরাকে হারানোর ভয় পেত, সেই ছেলেটা এত বেশি কিভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। অধরা মা হওয়ার কথাটাও বলতে পারেনি। কিছু মানুষরূপী পশুর অত্যাচার থেকে বাঁচার জন্য শেষ পর্যন্ত অধরা ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়েছিল, আর তার ক্ষতবিক্ষত দেহ পড়েছিল সেখানে। আকাশ কখনো তার ভুল বুঝলেও আর অধরাকে পাবেনা।

Sort:  
 7 months ago 

সত্যি আপু অধরা হয়তো বাঁচতে চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তার জীবনটা দিয়ে দিতে হলো। হয়তো আকাশ কোনদিন ফিরে আসবে। কিন্তু সেদিন আর অধরা কে পাবে না।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 58051.31
ETH 3136.86
USDT 1.00
SBD 2.44