You are viewing a single comment's thread from:
RE: একটি নষ্ট ছেলের গল্প শেষ পর্ব
রবিনকে তার বাবা মা অনেক বেশি বিশ্বাস করতো। এবং তার পড়া লেখার জন্য সে যত টাকা দেওয়ার জন্য বলতো, তাকে তার বাবা মা তত টাকাই দিত। কিন্তু সেই ওই টাকাগুলো পড়ালেখায় কাজে না লাগিয়ে খারাপ কাজে লাগাতো। কয়েকদিন পরে পরে ভালো হওয়ার নাটক করলেও, সে পরবর্তীতে আবারো একই কাজ করতো। আসলে প্রত্যেকটা বাবা মায়ের উচিত সন্তানদেরকে দেখেশুনে রাখা। এবং তারাই কোথায় যাচ্ছে, কখন কি করছে এসব কিছু খেয়াল রাখা।
এসব ছেলেরা সহজে ভালো হয় না নাটক করে পরবর্তীতে আবার সে একই রকম আচরণ করে ।