You are viewing a single comment's thread from:

RE: ওয়েব সিরিজ রিভিউ: তাকদীর ( পর্ব ৪ )

in আমার বাংলা ব্লগlast year

দাদা তাকদীর ওয়েব সিরিজের চতুর্থ পর্ব পড়ে অনেক ভালো লেগেছে আমার কাছে। আর এই পর্বটির নাম দেখছি Gandham ছিল। এই ওয়েব সিরিজের আগের পর্বগুলো আমার পড়া হয়েছিল। এই পর্বটা তো এমন একটা জায়গায় এসে শেষ হয়েছে যা অজানা থেকে গিয়েছে। এখন মিন্টুর কথা যদি ঠিক হয় তাহলে অবশ্যই আফসানার পেটের মধ্যে সেই মেমোরি কার্ড থাকবে। আফসানা লাশটাকে তো দেখছি এখন ঢাকায় নিয়ে যেতে হবে। পরবর্তীতে আবার দেখলাম গাড়ি স্টার্ট দেওয়ার সময় আওয়াজ হয়ে গিয়েছিল। যার কারণে আশেপাশের বাড়ির লোকজন লাইট জ্বালিয়ে বের হয়। এখন সবাই কোন ঝামেলার সম্মুখীন হবে এটাই আমি ভাবছি। আফসানা তো চেয়েছিল ওই চেয়ারম্যানের সব খারাপ কাজ সামনে নিয়ে আসতে। কিন্তু এত সব কিছু করতে গিয়ে তো নিজেই মারা গেল। অন্যদিকে আফসানার ফ্যামিলি ও জানে না সে মারা গিয়েছে। আফসানার লাশটা যখন তারা দেখবে তখন তাদের কি রকম অবস্থা হবে? আর আফসানার লাশের পেট থেকে সেই মেমোরি কার্ড কি পাওয়া যাবে? এখনো কিন্তু অনেক রহস্য লুকিয়ে রয়েছে। আশা করছি পরবর্তী পর্বগুলোতে এই বিষয়গুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে। দাদা এই ওয়েব সিরিজের পরবর্তী পর্ব টা দেখার অপেক্ষায় থাকলাম। আশা করছি এর পরবর্তী পর্ব আপনি খুব শীঘ্রই আমাদের মাঝে শেয়ার করবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58729.26
ETH 2640.67
USDT 1.00
SBD 2.47