RE: গ্রামবাংলার অন্যতম একটি ঐতিহ্যবাহী খেলা-লাটিম
দাদা ছোটবেলায় এই খেলাটা যদিও আমার খেলা হয়নি তবে প্রচুর দেখা হয়েছে। আসলে আমি বাহিরে তেমন খেলাধুলা করতে পছন্দ করতাম না। তবে সমবয়সি যারা ছিল তাদের সাথে কিছুটা কথা অথবা খেলার মত। এমনিতে এই খেলাগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগলো। বিশেষ করে লাটিম খেলা দেখতে আমি একটু বেশি পছন্দ করতাম। অনেক জনকে তো দেখতাম হাতের মধ্যে লাটিম ঘুরাতে। এই বিষয়টা সত্যি আমাকে অনেক বেশি আনন্দ দিত। স্কুলেও ছেলেমেয়েদেরকে এই লাটিম নিয়ে যেতে দেখতাম। তারা সেখানে খেলতো আমি তা উপভোগ করতাম। এখন তো এই খেলাটির প্রচলন একেবারে নেই বললে চলে। শুধু লাটিম খেলা না অন্যান্য আগে যেসব খেলা ছিল সেগুলোর প্রচলন আস্তে আস্তে চলে যাচ্ছে। আমাদের কাছ থেকে সেই খেলাগুলো হারিয়ে যাচ্ছে। যে খেলা গুলো গ্রাম বাংলার অনেক বেশি ঐতিহ্যবাহী খেলা ছিল, সেগুলো এখন গ্রাম অঞ্চলে একেবারেই দেখা যায় না। অনেক সুন্দর করে আজকে পোস্ট লিখেছেন। অনেক ভালো লেগেছে আমার কাছে।