আসলে রাস্তার ধারে অনেক মানুষ দেখা যায়। যারা রাস্তায় থাকে রাস্তায় ঘুমায়। আর সেই মানুষগুলো সত্যি রাস্তাকেই রাজপ্রাসাদ মানে। আপনি অনেক সুন্দর একটা টপিক নিয়ে কবিতা লিখেছেন। এরকম টপিক নিয়ে কবিতা লিখলে পড়তে আমার কাছে খুব ভালো লাগে। আপনার লেখা কবিতাটা পড়তে খুব ভালো লেগেছে।
রাস্তায় আহার রাস্তায় বাস
ফুটপাত রাজ প্রাসাদ
চৈত্রে খরা আষাঢ়ে বৃষ্টি,
শীতে আগুনে সন্তুষ্টি।
উপরের এই লাইনগুলো একটু বেশি ভালো লাগলো। একেবারে বাস্তবিক বিষয় তুলে ধরেছেন সম্পূর্ণটা লিখতে।
ধন্যবাদ আপু কবিতাটি পড়ে সুন্দর এবং উৎসাহ মূলক মন্তব্য করার জন্য।