আসলে গ্রামে আসলে টাটকা বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। ঈদের ছুটিতে এসে আপনি খুবই মজার মজার খাবার খেয়েছিলেন তাহলে। আম ভর্তা বানানো আমি মনে হয় কয়েকদিন আগেও খেয়েছিলাম। একসাথে অনেকবার খাওয়া হয়েছিল এই আমের ভর্তা। ঠিকই বলেছেন এখন আমের সৃজন চলছে আর এই গরমের সময় এরকম আমের ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। আপনার আমের ভর্তা তৈরি দেখে ভালো লাগলো। বেশ মজা করে খেয়েছিলেন তাহলে দেখে বুঝতে পারছি।
জি আপু ঈদের মধ্যে বাড়িতে গিয়ে অনেক মজা করেছি। এখন ঢাকায় আসার পর ভিশন মিস্ করছি সবাইকে। গরমের মধ্যে আম ভর্তা খেতে দারুন লাগে।