এরকম আওয়াজ শুনলে তো আমারও মাথা একেবারে ব্যথা করতে শুরু করে। ঘুড়ি উৎসবে এরকম আয়োজন আমি আগে কখনো দেখিনি। ঈদের দিনও তো এভাবে কেউ অনুষ্ঠান করে না।এরকম আওয়াজ যদি পাশের বাড়িতে হয় ঘুমানোর একেবারেই কথা না। আপনি ছাদে গিয়ে খুব সুন্দর ভাবে কিন্তু ফটোগ্রাফিও করেছেন। আসলে বাঙালিরা কিন্তু অনেক ধরনের উৎসব পালন করে অন্য দেশের মানুষ এরকম উৎসব পালন করে না।
জী আপু চিন্তা করলাম যেহেতো কাজ করতে পারতেছি না তাই তাই কিছু ফটোগ্রাফি করি। সেই চিন্তা করে ফটো তুললাম। ধন্যাবাদ আপু।