You are viewing a single comment's thread from:
RE: বিকেল মুহূর্তে আখের রস ও গরম গুড় খাওয়া মুহূর্তের দৃশ্য পটভূমি || ( ১০%লাজুক খ্যাকের জন্য) by ripon40
আমাদের গ্রামেও এরকম বাঁশের সাঁকো থাকতো। ছোটবেলায় সবাই স্কুলে যাওয়ার সময় এভাবে বাঁশের সাঁকো উপর দিয়ে পারতাম। সত্যি সেদিনগুলো ছিল খুবই মজার। সেই দিনগুলো এখনো সবার মাঝে স্মৃতি হিসেবে থেকে গেছে। এখন তো এরকম বাঁশের সাঁকো একেবারেই দেখা যায় না। বন্ধুরা মিলে তো দেখছি, বেশ ভালই মজা করেছেন। খুবই ভালো সময় অতিবাহিত করেছেন। আখের রস ও গরম গুড় খাওয়ার মুহূর্তের দৃশ্য বেশ ভালোভাবেই তুলে ধরেছেন কিন্তু না দিয়ে। নিজেরা খেয়ে নিলেন মনে করলেন না আমাদের কথা। ধন্যবাদ।
হ্যাঁ আপু যুগের পরিবর্তনের সবকিছুই পরিবর্তন হয়েছে ।সেজন্য এই ধরনের বাশের সাঁকো খুবই কম দেখা যায়। যাইহোক, এখনো মাঠের প্রবেশ করতে এটি ব্যবহার হয়।