জেনারেল রাইটিং:- আমার মনোনয়ন | Steemit Awards 2023
ক্যানভা দিয়ে তৈরি,
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি Steemit ব্লগে Steemit Award 2023 নিয়ে একটি পোস্ট দেখেছিলাম। সেখানে তিনটি বিভাগ ঠিক করা ছিল। তাই আমি ভেবেছিলাম আমার তিনটি প্রিয় বিভাগ নিয়ে একটি ব্লগ লিখব। আজ সেই ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আমার নিজের পছন্দ অনুযায়ী তিনটি বিভাগ নির্ধারণ করেছি। এমনকি আমি এটি সম্পর্কে একটি বিশদ বিবরণ লিখেছি। আশা করি বিষয়টা আপনারা সবাই বুঝতে পারবেন।
Best Contributor @rme
সেরা হিসাবে, আমি একজন সেরা ব্যক্তিকে বেছে নিয়েছি যাকে আমি চোখ বন্ধ করে বলতে পারি। তিনি আমাদের প্রিয় @rme দাদা। স্টিমিট প্ল্যাটফর্মে এবং ব্যক্তি জীবনেও এমন একজন ব্যক্তিকে খুঁজে পাওয়া খুব কঠিন। তিনি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা এবং আমাদের সবার মাথার উপরের ছাদ। আমার বাংলা ব্লগ মানে বাংলা ভাষার শ্রেষ্ঠ সম্প্রদায়, যেটি তার হাত ধরে এগিয়ে চলেছে। আমি মনে করি এই ধরনের একটি সম্প্রদায় পরিচালনা করা খুব কঠিন। এত দায়িত্ব ও কর্তব্য করার মানুষ সত্যি খুব কমই দেখেছি ।
কিন্তু আমাদের দাদা নিজের দক্ষতায় সবকিছু খুব ভালোভাবে পরিচালনা করছেন। শুধু আমার বাংলা ব্লগ নয়, তিনি আরও অনেক সম্প্রদায়কে খুব ভালোভাবে পরিচালনা করছেন। এমনকি তিনি আমাদের বাংলা ভাষায় ব্লগ করার সুযোগও দিয়েছেন। এখন আমরা আমাদের মনের আনন্দে বাংলা ভাষায় ব্লগ করতে পারি। যেহেতু তিনি একজন এই হিসাবে সবকিছু পরিচালনা করছেন, তাই জন্য তিনি প্রত্যেক অ্যাডমিন মডারেটর সবাইকে পরিচালনা করার জন্য ঠিক করেছেন।
এবং প্রতিটি ব্যবহারকারী তার নিজের খুশিতে ব্লগিং করছেন। তিনি প্রতিটি কাজে এবং প্রতিটি ক্ষেত্রে ব্যবহারকারীদের সমানভাবে সাহায্য করছেন। বাস্তব জীবনে তার মতো মানুষ খুব কমই দেখেছি। একজন অভিজ্ঞ মানুষ সেই সাথে সুন্দর মনের। আমি এই ব্যক্তি নির্বাচন ছাড়া অন্য কাউকে দেখতে পাচ্ছি না. আমি মনে করি এই বিভাগটি শুধুমাত্র @rme দাদাকে বরাদ্দ করা উচিত।
Best Community আমার বাংলা ব্লগ
আমি শুধুমাত্র আমার বাংলা ব্লগ কমিউনিটিকে সেরা কমিউনিটি হিসাবে নির্বাচন করব। কারণ স্টিমিট প্ল্যাটফর্মে আমার দেখা সেরা কমিউনিটিকে এর উপরে নেই। এই কমিউনিটিকে মাত্র কয়েকদিনের মধ্যে অবস্থান শীর্ষে নিয়ে এসেছে। আর যা বলা যায়, আমার বাংলা ব্লগ সম্প্রদায়ের নিয়ম, যেটা ব্যতীত এত সুন্দর একটি সম্প্রদায় গড়ে তোলা এবং পরিচালনা করা কখনই সম্ভব হত না। আমার বাংলা ব্লগে আলাদা কিছু ভালোলাগা এবং অনুভূতি রয়েছে যেগুলো হয়তো বা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়।
এখানকার প্রতিটি অ্যাডমিন এবং মডারেটর নিজেদের দায়িত্ব এত সুন্দর ভাবে পালন করেন যা হয়তোবা অন্য কেউ করে না। এছাড়াও প্রতিটি সাধারণ ব্যবহারকারী তাদের নিজস্ব অবস্থান থেকে সব ধরনের সৃজনশীলতা এবং দক্ষতা বের করে এনেছেন। সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এছাড়াও সবথেকে বড় ব্যাপার হলো প্রতি সপ্তাহে একটি হ্যাঙআউট আয়োজন করা৷ যেটা হয়তোবা স্টিমিট প্ল্যাটফর্মে অন্য কোন কমিউনিটিতে দেখি নাই। হ্যাঙআউটের মাধ্যমে প্রত্যেক ব্যবহারকারী সপ্তাহের শেষে অনেক সুন্দর আনন্দের মুহূর্ত খুব সুন্দর ভাবে অনুভব করতে পারেন। পুরো সপ্তাহের কাজের বিবরণ শুনতে পাই হ্যাংআউটের মাধ্যমে।
আর ও সবচেয়ে বড় কথা এবিবি স্কুল। এবিবি স্কুলের নির্দেশিকাগুলির মাধ্যমে, প্রতিটি ব্যবহারকারীকে স্টিমিট প্ল্যাটফর্মে কীভাবে কাজ করতে হয় তা শেখানো হচ্ছে। কেউ যদি কিছু না জানে তাহলে সে সহজেই শিখতে পারে। এমনকি আমি নিজেও এবিবি স্কুলের ক্লাস করে অনেক কিছু শিখতে পেরেছি। এছাড়াও ও রবিবারের আড্ডা, সাপ্তাহিক বেস্ট ব্লগার এওয়ার্ড, এবিবি ফান, এবিবি ফিচার্ড
আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিটি নিয়ম এবং সবকিছু সুন্দরভাবে কাজ করে এই প্ল্যাটফর্মে। সুন্দর নিয়ম কানুনের মাধ্যমে থাকাতে আজও কমিউনিটি সবার সেরা। এই সবকিছু সুষ্ঠুভাবে ম্যানেজ করেই আজ এই সম্প্রদায়ের শীর্ষে রয়েছে। সব মিলিয়ে আমি আমার বাংলা ব্লগ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না।
Best Author @hafizullah
আজকে আমি বেস্ট অথর হিসেবে শুধুমাত্র একজনকেই বেছে নেব সে হচ্ছে আমাদের প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন @hafizullah ভাই। এই প্লাটফর্মে আসার পর থেকে বিভিন্ন ধরনের লেখালেখি পড়েছি এমনকি সবার আলাদা আলাদা লেখার ভাষা গুলো পড়েছি। কিন্তু আমার দেখা মতে হাফিজ ভাইয়ের মত এত সুন্দর একজন লেখক আমি আর দেখিনি। আর যদি ব্যক্তিগত দিক থেকে বলি তাহলে বলব উনার সম্পর্কে যতটুকু জানি সেটাই আমার জন্য খুবই যথেষ্ট। আমি এ কমিউনিটিতে আসার পর থেকে সবার কাছ থেকে শুনেছি, সবাইকে সব রকম দিক থেকে প্রত্যেকটা কাজের সাহায্য করে আসছে।
আর আমাদের কমিউনিটিতে এডমিন হিসেবে থাকলেও, প্রত্যেকটা সাধারণ ইউজারকে সব রকম ভাবে সাহায্য করে আসছে। আর একটা বিষয়ে না বললেই নয়, আমার দেখা অনুযায়ী হাফিজ ভাইকে একজন কবি ও বলা যায়। কারণ তার মত এত সুন্দর কবিতা কবির ভাষায় লিখতে আমি আর কাউকে দেখিনি। উনি যতগুলো পোস্ট করেন প্রত্যেকটা পোস্ট এর মধ্যে উনার আলাদা আলাদা লেখাগুলো পড়ে, যেন বাস্তবিক বিষয়গুলো অনুভব করতে পারি। আমি মনে করি বাস্তবিক সব বিষয়গুলো এইভাবে লেখার ভাষায় তুলে ধরাটা অনেক বেশি কঠিন একটা কাজ। আর এই সব কিছুই উনার পক্ষেই সম্ভব। সত্যি বলতে আমাদের কমিউনিটির এডমিন হলেও, আমি উনাকে একজন বড় ভাইয়ের মতোই জানি। আর সত্যি বলতে আমি শুধুমাত্র হাফিজ ভাইয়ের প্রত্যেকটা লেখা এবং প্রত্যেকটা কবিতার ফ্যান। আর ভাইয়ার মত সহযোগিতা করার মানুষ আমি খুবই কম দেখেছি। বলতে গেলে বেস্ট অথর হিসেবে আমি আর কাউকেই খুঁজে পেলাম না।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
https://x.com/TASonya5/status/1732762497692688686?s=20i
অনেক ধন্যবাদ আপু, নিজেকে সত্যি ভাগ্যবান মনে করছি, আমার বাংলা ব্লগ আমাকে অনেক কিছু দিয়েছে। আপনাদের সমর্থন এবং ভালোবাসা আমার কাজের প্রেরণা। দাদার মতো মানুষের সান্নিধ্য এবং আমার বাংলা ব্লগ পরিবারের মতো একটা পরিবার থাকলে জীবনে আর কিছুই লাগে না। হ্যাপিনেস সর্বদা সাথে এবং পাশে থাকবে।
একদম ঠিক বলেছেন ভাইয়া, আমার বাংলা ব্লগ পরিবার আছে বলেই আমরা সবাই একসাথে আছি। আর এভাবেই আমরা একসাথে থাকবো।
শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাই স্টিমিট অ্যাওয়ার্ডে আপনার নমিনেশন পোস্টটি উপস্থাপন করার জন্য। নিঃসন্দেহে আমাদের rme দাদা স্টিমিট কমিউনিটির জন্য বেস্ট কন্ট্রিবিউটর। তিনি পুরো স্টিমিটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার দক্ষতা এবং সৃজনশীলতা দিয়ে। যা এখনও চলমান।
#amarbanglablog নিঃসন্দেহে সেরা কমিউনিটি কারণ এখানে শুধুমাত্র পোস্ট করা হয় না, প্রত্যেকে প্রত্যেকের সৃজনশীলতা এবং দক্ষতা দিয়ে চমৎকার পোস্টগুলো উপস্থাপন করে থাকেন। এখানে প্রতিটি সদস্য শুধুমাত্র অথর নন সম্পদ হিসেবে গণ্য।
আর বেস্ট অথর হিসেবে হাফিজুল্লাহ ভাইকে নির্বাচন করার জন্য ধন্যবাদ জানাই। তিনি নিঃসন্দেহে একজন সেরা লেখক। আমি নিজেও তার কাছে প্রতিনিয়ত শিখে চলেছি।
আপনার মনোনয়নের সাথে আমি একাত্বতা প্রকাশ করছি।
এতক্ষণ আগে করলাম ঠিক বলেছেন ভাইয়া সত্যি আমরা সবাই সম্পদ হিসেবে গণ্য। অনেক ধন্যবাদ আপনাকে।
আপু আপনি কিন্তু অনেক সুন্দর করে মনোনয়ন দাখিল করে দিয়েছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে আপনার লেখার ক্যাটাগরী। আসলে আমরা এ পরিবারে সকলে সকলের জন্য। তাই আমরা চেষ্টা করব আমাদের প্রিয় মানুষগুলোর জন্য মনোনয়ন প্রদান করতে। শুভকামনা রইল আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
জ্বী আপু সত্যি প্রিয় মানুষগুলোর জন্য মনোনয়ন করতে পেরে ভালো লাগলো।
খুব ভালো লাগলো আপু আপনি হাফিজ ভাইকে একজন বেস্ট অথর দিয়েছেন। হাফিজ ভাইয়ের লেখাগুলো আমার কাছেও ভালো লাগে। যাক, আমরা দাদার অবদান কখনোই ভুলতে পারবো না। দাদার জন্যই আজ এতোদূর পর্যন্ত আসতে পারা। স্টিমিটে দাদা হলো বেস্ট কন্ট্রিবিউটর এটা নিঃসন্দেহে
ঠিক বলেছেন হাফিজ ভাইয়ের লেখা গুলো সত্যিই অসাধারণ। অনেক ধন্যবাদ আপনাকে।
আমিও হাফিজ ভাইকে বেস্ট অথর হিসেবে মনোনীত করেছি। আর আমাদের দাদা তো প্রতিনিয়ত নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে স্টিমিট প্লাটফর্মকে এগিয়ে নেওয়ার জন্য। দাদা গতবারের মতো এবারও বেস্ট কন্ট্রিবিউটর এর সম্মাননা পুরষ্কার পাবে ইনশাআল্লাহ। আমাদের কমিউনিটি অবশ্যই এই প্লাটফর্মের সেরা কমিউনিটি। আপনার মনোনয়ন দাখিল করা দেখে খুবই ভালো লাগলো আপু। ভালো থাকবেন সবসময়।
ঠিক বলেছেন অবশ্যই দাদা এবারে পুরস্কার পাবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে।
আমার বাংলা ব্লগ বেস্ট কমিউনিটি কারণ এই কমিউনিটির মতো অন্যান্য কমিউনিটিতে কাজ করা বা কাজ শেখার কোন সুযোগ নেই। আমার বাংলা ব্লগে সত্যিই অসাধারণ একটি কমিউনিটি। আর এই কমিউনিটি নিয়ম কানুন আমার খুবই ভালো লাগে। বিশেষ করে @rme দাদা একজন সুন্দর মনের মানুষ।আর এই দাদা সকল বিষয়ে দক্ষ যার কারণে আজ আমরা ভালো কিছু উপহার পেয়েছি। আশা করছি এই ননোনশয দাদাই পাবে।
সত্যি দাদার কারণে আজকে আমরা এ পর্যন্ত এই প্লাটফর্মে সুন্দর ভাবে কাজ করতে পারছি
Steemit Awards 2023 উপলক্ষে আপনি চমৎকারভাবে আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত প্রতিষ্ঠাতার অবদানগুলো বিস্তারিত ভাবে তুলে ধরেছেন। একই সাথে আমাদের প্রিয় এডমিন হাফিজুল্লাহ ভাইকে বেস্ট অথর হিসেবে চিহ্নিত করেছেন খুবই সুন্দর ভাবে। চমৎকারভাবে মনোনয়নের দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাইয়া পোস্টা সুন্দরভাবে পড়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।