ডাই : কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে তৈরি ফটো ফ্রেম।

in আমার বাংলা ব্লগ7 months ago

IMG_20250213_224846.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে ফটো ফ্রেম তৈরি করলাম।

অনেকদিন ধরে ইচ্ছে করছিল একটা ফটো ফ্রেম তৈরি করার। তাই জন্য কার্ডবোর্ড এবং ক্লে নিয়ে বসে পড়লাম। এরপরে আমি কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে খুব সুন্দর ভাবে একটি ফটো ফ্রেম তৈরি করে নিলাম। এরপরে আমি ফটো ফ্রেমটা তৈরি করার পরে ভাবলাম আমার একটা পেইন্টিং এই ফটো ফ্রেম এর মধ্যে লাগিয়ে রাখবো। কিছুদিন আগে আমি নতুন বছর উপলক্ষে একটি পেইন্টিং করেছিলাম। সেটাই এই ফ্রেমের মধ্যে লাগিয়ে রেখেছি। সত্যি বলতে এই ফ্রেমের ভেতরে পেইন্টিং অনেক বেশি অসাধারণ লাগছিল। এটা আমি আমার ঘরে লাগিয়ে রেখেছি। আর দেখতেও ঘরের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20241109-WA0113.jpg

IMG-20241109-WA0118.jpg

প্রয়োজনীয় উপকরণ

• রঙিন কাগজ
• কার্ডবোর্ড
• ক্লে
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG20240505114215.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কার্ডবোর্ড নিলাম। এরপর এরপর এটার ভেতরের অংশটাকে সুন্দরভাবে সমানভাবে কেটে নিলাম। বাহিরের অংশটা রেখে দিলাম।

IMG-20250130-WA0017.jpg

ধাপ - ২ :

এরপর আমি একটি রঙিন কাগজ এর উপরে কাঠ বোর্ডের অংশটা লাগিয়ে নিলাম। এরপর রঙিন কাগজ দিয়ে কার্ডটাকে মুড়িয়ে নিলাম।

IMG-20250130-WA0018.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি চারপাশের অংশে চিকন করে একটা ফ্রেম লাগিয়ে নিলাম। এরপর এর উপরের অংশে একটা কার্ডবোর্ড লাগিয়ে নিলাম।

IMG-20250130-WA0019.jpg

ধাপ - ৪ :

এরপরে আমি এই অংশটার সামনের অংশে কিছুটা গাম লাগিয়ে নিলাম।

IMG-20250130-WA0020.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি ফ্রেমের চারপাশের অংশে সবুজ কালারের ক্লে চিকন করে ঢেউ এর মত করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20250130-WA0021.jpg

ধাপ - ৬ :

এরপরে আমি কয়েকটা কালারের ক্লে দিয়ে ছোট ছোট করে কতগুলো ফুল তৈরি করে নিলাম।

IMG-20250130-WA0022.jpg

ধাপ - ৭ :

এভাবে আমি ফুলগুলোকে ফ্রেমের চারপাশের অংশে একটা একটা করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20250130-WA0023.jpg

ধাপ - ৮ :

এরপর আমি সবুজ কালারের ক্লে ছোট করে কয়েকটা পাতা তৈরি করে নিলাম।

IMG-20250130-WA0024.jpg

ধাপ - ৯ :

এরপর আমি এই পাতাগুলোকে সবগুলো ফুলের চারপাশের অংশগুলোতে জোড়া লাগিয়ে নিলাম।

IMG-20250130-WA0025.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20241109-WA0113.jpg

IMG-20241109-WA0119.jpg

IMG-20241109-WA0118.jpg

IMG-20241109-WA0120.jpg

IMG-20241109-WA0117.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 7 months ago 

২০২৫ লেখার ছবিটা আপনি অনেকদিন আগেই শেয়ার করেছিলেন এবং পোস্টটি ফিচারও হয়েছিল। আজ সেই ছবিটার জন্যই আপনি চমৎকার দেখতে ফটো ফ্রেম বানিয়ে ফেললেন। বেশ ভালো লাগছে দেখতে। এবার ছবিটাকে দেওয়ালে রাখলে আমার মনে হয় দারুন লাগবে দেখতে।

 6 months ago 

পেইন্টিংটার জন্য এত সুন্দর ফটো ফ্রেম তৈরি করতে পারে ভালো লেগেছে।

 7 months ago 

দারুন একটা ফটো ফ্রেম তৈরি করেছেন। ফটো ফ্রেম এর সাথে আগের ছবিটা দারুন ম্যাচ করেছে। দেখে মনে হচ্ছে যেন ছবিটা নতুন করে এঁকে এখানে বসিয়ে দিয়েছেন। এমন কাজগুলো করতে সময় লাগলেও করার পর অনেক বেশি সুন্দর লাগে। এত সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

এত দারুন একটা ফটো ফ্রেম তৈরি করতে পেরে ভালো লাগলো।

 7 months ago 

অনেক দিনের ইচ্ছে পূরণ করেছেন কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে তৈরি ফটো ফ্রেম তৈরি করে।অসাধারণ সুন্দর হয়েছে আপনার কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে তৈরি ফটো ফ্রেম টি।ধাপে ধাপে তৈরি পদ্ধতি চমৎকার করে গুছিয়ে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আমার তৈরি করা এই ফটো ফ্রেম অসাধারণ সুন্দর হয়েছে শুনে খুশি হলাম।

 7 months ago 

কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে তৈরি ফটো ফ্রেম তৈরি করেছেন। আসলে ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে। আপনি অনেক সুন্দর করে ২০২৫ সালের একটি চমৎকার ফটো ফ্রেম তৈরি করেছেন। আপনার তৈরি করা ফটো ফ্রেমটি আপনি ধাপে ধাপে সম্পন্ন করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 6 months ago 

এই ফটো ফ্রেমটা আমার নিজের খুব পছন্দের।

 7 months ago 

মুগ্ধ হয়ে গেলাম আপু আপনার তৈরি করা এই ফটো ফ্রেম দেখে। সবথেকে বেশি ভালো লাগছে ফটো ফ্রেম এর মধ্যে ফটো দিয়ে উপস্থাপন করার জন্য। ফটো ফ্রেম এবং ফটো দুটোই অসম্ভব সুন্দর। আপনার পোস্টগুলো আমার ভীষণ ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আজকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

আমি চেষ্টা করেছি দক্ষতাকে কাজে লাগিয়ে সুন্দর করে এই ফটো ফ্রেমটা তৈরি করার জন্য।

 7 months ago 

সব সময় দারুন দারুন কিছু ক্রেয়েটিভ পোস্ট আপনি আমাদের সাথে শেয়ার করেন। আজও বেশ দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। ক্লে দিয়ে এমন দারুন একটি ফটোফ্রেম দেখে আমি সত্যি বেশ মুগ্ধ। সব মিলিয়ে আপনার আজকের পোস্ট টি আমার কাছে দারুন লেগেছে।

 6 months ago 

আমার তৈরি করা ফটো ফ্রেম দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম।

 7 months ago 

কার্ডবোর্ড এবং প্লে দিয়ে কত সুন্দর একটি ফ্রেম বানিয়ে আমাদের সঙ্গে শেয়ার করলেন। এই ফ্রেমটিতে লেখা ২০২৫ সংখ্যাগুলো কিন্তু অসাধারণ হয়েছে। এমন সুন্দর করে রং করেছেন যে দেখে একেবারে প্রাণবন্ত লাগছে। আপনার হাতের কাজ যে একেবারে নিখুঁত তা আপনার এই কাজটি দেখেই বুঝতে পারছি। সুন্দর এই ফটো ফ্রেমটি বানিয়ে আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।

 6 months ago 

এত সুন্দর ফটো ফ্রেম তৈরি করে শেয়ার করতে পেরে আমার নিজেরও ভালো লেগেছে দাদা।

 7 months ago 

Screenshot_2025-02-12-08-59-38-48_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2025-02-12-08-57-23-52_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 7 months ago 

ফটো ফ্রেমটি দারুন হয়েছে দেখতে।কার্ডবোর্ড এবং ক্লে দিয়ে তৈরি ফটো ফ্রেমটি খুব সুন্দর লাগছে আপু।এ ধরনের জিনিস গুলো ঘর সাজানোর জন্য পারফেক্ট।আপনি সময় নিয়ে সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করেছেন। ধাপে ধাপে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

ঠিক বলেছেন ঘর সাজানোর জন্য এটা একদম পারফেক্ট।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.035
BTC 111391.51
ETH 4339.37
SBD 0.84