DIY || এসো নিজে করি |🧅🌼 পেঁয়াজ দিয়ে ফুল তৈরি 🌼🧅 ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ2 years ago

2022-07-24-09-49-20-217.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png


✋হ্যালো বন্ধুরা,✋

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দরভাবে পেঁয়াজ দিয়ে ফুল তৈরি করলাম।

আমি সবসময় নতুন কিছু করতে পছন্দ করি। এজন্য নতুন কি করা যায় তা নিয়ে ভাবতে থাকি। এরপর অনেক ভেবে নতুন একটা আইডিয়া বের করলাম। বিশেষ করে পেঁয়াজ দিয়ে এত সুন্দর ভাবে ফুল তৈরি করা যায় তা জানা ছিলোনা। আমি যখন তৈরি করলাম আমার কাছে ভীষণ ভালো লাগলো। এমনকি আমি নতুন একটা কাজের অভিজ্ঞতা পেলাম। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই পেয়াজ দিয়ে ফুল তৈরি করা শুরু করি এবং কিভাবে আমি এই ফুল তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেঁয়াজের তৈরি ফুল আপনাদের ভালো লাগবে।

1657884407382.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png


🎇 উপকরণ 🎇

• পেঁয়াজ
• ছুরি

IMG_20220703_125754.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png

🎇 বিবরণ : 🎇

✴️ ধাপ 0️⃣1️⃣ ✴️ :

প্রথমে আমি একটি পেঁয়াজের চামড়া ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। এখানে আমি পেঁয়াজের উপরে এবং নিচের অংশগুলো রেখে দিব।

IMG_20220703_130152.jpg


✴️ ধাপ 0️⃣2️⃣ ✴️ :

এরপরে নিচের অংশ থেকে পাতার মত করে আস্তে আস্তে কেটে নিলাম। এরপর বাহিরের অংশটাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করলাম।

1658632800284.jpg


✴️ ধাপ 0️⃣3️⃣ ✴️ :

এরপর বাহিরের পুরো অংশটা একটু একটু করে উঠিয়ে নিলাম। এরপরে নিচের অংশটা ফুলের মতো লাগবে।

1658632923412.jpg


✴️ ধাপ 0️⃣4️⃣ ✴️ :

এরপরে এর উপরের অংশে আরো কতগুলো পাতার মতো কেটে নিলাম। এরপরে উপরের বাড়তি অংশটা উঠিয়ে নিলাম।

1658632977829.jpg


✴️ ধাপ 0️⃣5️⃣ ✴️ :

এরপরে আবার ও এরপরে এর উপরের অংশে আরো কতগুলো পাতার মতো কেটে নিলাম। এরপরে উপরের বাড়তি অংশটা উঠিয়ে নিলাম। একধাপ পাপড়ি তৈরি হবে।

1658633028177.jpg


✴️ ধাপ 0️⃣6️⃣ ✴️ :

এরপরে এর একদম উপরের অংশে আরো কতগুলো পাতার মতো কেটে নিলাম। এরপরে উপরের বাড়তি অংশটা উঠিয়ে চিকন একটা করি তৈরি করে নিলাম।

1658633042126.jpg


✴️ শেষ ধাপ ✴️ :

এভাবে আমি পুরো ফুল তৈরি করা শেষ করি। আশা করি আমার আজকের পেঁয়াজের ফুল আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

1657884407382.jpg

1657884351405.jpg

1657884355914.jpg

1657884398222.jpg

1657884363274.jpg

1657884370708.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png


পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

TNXt1szZ4jbuLB6wHFe1VAe5ePiCkJVHA3u5WVMRHcDjHsKLsDU2D9D6HED2Eiq96PrZDcZbBoyR7msSufDm5jMkVZakqy5ZNzafHYhTyWnSArux2wjfADfrEaFAJj...wzhemB69AjVu8VcPDq71j2bkYkHtz9472LgYwf9hJB4FuQJgJ58yxVCj2FVZ86XZqtVbCvEsZ44YJmKtXKgBXNxNm5hRP2KzeBiuEtzxUirqdk5FSxMHW73d3L.png

Sort:  
 2 years ago 

পিঁয়াজ কাটলেই তো চোখে পানি চলে আসে। আর আপনি পেঁয়াজ দিয়ে এত সুন্দর একটি ফুল তৈরি করেছেন। দেখতে খুবই ভালো লাগছে। বিভিন্ন অনুষ্ঠানে এভাবে পেঁয়াজ কেটে ডেকোরেশন করলে খুব ভালো লাগবে দেখতে। নতুন একটি ডেকোরেশন শিখতে পারলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন পেঁয়াজ কাটতে গেলে চোখে পানি চলে আসে। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পেঁয়াজ দিয়ে ফুল তৈরি বাহ খুবই সুন্দর দেখাচ্ছে তো। সত্যি আপনার ইউনিক বুদ্ধির বিকাশ দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

পেঁয়াজের ফুল আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ আপু আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ। খুবই ভালো লেগেছে আপনার পেঁয়াজ দিয়ে বানানো ফুলটি। দেখে খুব আকর্ষণীয় লাগছে। ট্রাই করে দেখব কিন্তু চিন্তা হচ্ছে চিন্তা হচ্ছে পেঁয়াজ ছুলতেই আমার চোখে পানি চলে আসে। ডিজাইন করবো কিভাবে 😜। যাইহোক আপনাকে ধন্যবাদ আপু পেঁয়াজের ফুলটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 2 years ago 

একটু সুন্দর কিছু করতে হলে তো কষ্ট করতেই হবে। অবশ্যই ট্রাই করে দেখবেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আইডিয়াটা ভীষণ ভালো লাগলো। তোমার নতুন নতুন আইডিয়াগুলো অসম্ভব সুন্দর হয়ে থাকে।

 2 years ago 

একদম অরজিনাল কোন একটি ফুলের মত লাগছে তবে সেই ফুলটার নাম এই মুহূর্তে স্মরণে আসছে না। অবিকল সে ফুলের মত লাগছে আপনার পেঁয়াজের এই সুন্দর ফুল টা দেখে। খুবই ভালো লাগলো আপনার এত সুন্দর দক্ষতার পরিচয় দেখে।

 2 years ago 

ঠিক বলেছেন এইরকম ফুল রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।

আমার মনে হয় আপনার হাতের কাজ বলেই ফুলটা এত সুন্দর ফুটে উঠেছে। প্রশংসা করার মতো বিশেষণ নতুন করে আমার কাছে আর নেই। একদম মন থেকে বলছি পুরোপুরি সত্যিকারের ফুলের মত দেখাচ্ছে।

 2 years ago 

আপনার কথা শুনে প্রত্যেকটা কাজের আগ্রহ আরো বেড়ে গেল। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ! আপু আপনার আইডিটা দারুন হয়েছে। আমি এভাবে কোনদিন বানিয়ে দেখিনি। আপনার পিয়াজ দিয়ে বানানোর ফুলটি অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। সুন্দর একটি ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

কখনো তৈরি করে দেখবেন অনেক সুন্দর ফুল তৈরি হয়। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি যে নতুন কিছু করতে পছন্দ করেন তা আপনার আজকের পোস্ট থেকেই বোঝা যাচ্ছে। আপনি খুবই ইউনিক একটি পোস্ট শেয়ার করেছেন পিয়াজ দিয়ে অনেক সুন্দর করে একটি ফুল তৈরি করেছেন। আর এটা তৈরি করার পদ্ধতি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন অনেক ধন্যবাদ আপনাকে আপনার আপনার জন্য দোয়া রইল।

 2 years ago 

সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একজন ভিন্নরকম একটি কারুকাজ দেখলাম আপনার মাধ্যমে। পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে একটি ফুল তৈরি করেছেন। সত্যি আপনার কাজ প্রশংসার যোগ্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

খুঁজে খুঁজে ভিন্ন ধরনের কাজ বের করি। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে পেঁয়াজ দিয়ে ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ।পেয়াজ দিয়ে যে এরকম ভাবে ফুল তৈরি করা যায় সেটা আমি জানতাম না এই প্রথম আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমিও এই প্রথমবার তৈরি করলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 57941.45
ETH 2579.63
USDT 1.00
SBD 2.39