DIY || এসো নিজে করি || পোস্টার কালার দিয়ে প্রতিকৃতির ছবি পেইন্টিং ১০% @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

1638623640963.PNG

✨ পেইন্টিং ✨


হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে নতুন একটি পেইন্টিং নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি প্রতিকৃতির পেইন্টিং। আজকের এই পেইন্টিংয়ে আমি পোস্টার কালার ব্যবহার করেছি। পোস্টার কালার ছাড়াও পেইন্টিং করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই পেইন্টিংটা করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

1638505075380.jpg

✨ পেইন্টিং ✨


🎨 আঁকার উপকরণ 🎨

• ক্যানভাস বোর্ড
• পোস্টার কালার
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি
• মাস্কিং টেপ
• স্পঞ্জ
• পেন্সিল

আঁকার বিবরণ :

ধাপ ১ :

প্রথমে আমি একটি ক্যানভাস বোর্ড নিলাম। এরপর চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম। এরপর পেন্সিল দিয়ে একটা মেয়ের মুখের স্কেচ এঁকে নিলাম।


ধাপ ২ :

এরপরে আকাশী কালারের সাথে সাদা রং মিশিয়ে মুখে অংশটা একটু একটু করে রং করতে থাকি। এখানে আমি মুখের নিচের অংশ রং করে নিলাম।


ধাপ ৩ :

এরপরে একই রং দিয়ে একটু একটু করে পুরো মুখের অংশে একটু একটু করে রং করলাম। এখানে আমি হালকা আকাশী রং ব্যবহার করেছি।


ধাপ ৪ :

এরপরে কালো রং দিয়ে চোখের ভ্রু একটু একটু করে এঁকে নিলাম। এরপরে আমি যেদিকে চোখ বন্ধ থাকবে এরকম আঁকবো। এজন্য চোখের উপরের অংশ কালো রঙ দিয়ে এঁকে দিলাম।

ধাপ ৫ :

এরপরে কালো রং দিয়ে চোখের পাপড়ি এঁকে নিলাম। এর পরে নিল রং দিয়ে চোখের উপরের এবং পাশের অংশ এঁকে নিলাম।


ধাপ ৬ :

এরপরে নীল রং দিয়ে পুরো মুখের মধ্যে একটু একটু করে মিশিয়ে নিলাম। এরপরে ঠোঁটের উপরের অংশে কালো রং দিয়ে এবং নিচের অংশের নীল রং দিয়ে এঁকে নিলাম।


ধাপ ৭ :

এভাবে ঠোঁটের অংশটা সুন্দরভাবে এঁকে হাইলাইট করে দিলাম। এরপরে চোখের পাপড়ি গুলো করে হাইলাইট করে আঁকলাম। কিভাবে পুরো মুখটা সুন্দর ভাবে এঁকে নিলাম।


ধাপ ৮ :

এরপরে কালো রং দিয়ে পরের দিন থেকে মুখের মাঝখানে কিছু চুল এঁকে নিলাম। এভাবে চিকন চিকন করে কিছু চুল এঁকে নিলাম।


ধাপ ৯ :

এরপরে মুখের একপাশে থেকে একটু একটু করে কালো রং দিয়ে রং করতে থাকি। কিভাবে আমি কিছুটা অংশ কালো রং করে নিলাম।


ধাপ ১০ :

এরপরে আকাশী রং দিয়ে একটু একটু করে গলার অংশ রং করে নিলাম। এখানে আমি হালকা আকাশী রং ব্যবহার করলাম।

1638505020395.jpg


ধাপ ১১ :

এভাবে মুখের অপর দিকের অংশটায় একটু একটু করে কালো রং করতে থাকি। এভাবে আমি আরো কিছুটা অংশ কালো রং দিয়ে রং করে নিলাম।

1638505020366.jpg


ধাপ ১২ :

এরপর কালো রং দিয়ে বাইরের পুরো অংশটা একটু একটু করে রং করে নিলাম। এভাবে আমি বাইরের পুরো কালো রং করে নিলাম।

1638505020336.jpg


ধাপ ১৩ :

এরপরে কালো রং দিয়ে গলার দিকটা একটু একটু করে চিকন চিকন চুল এঁকে নিলাম। এভাবে আমি গলার দিকে অনেকগুলো চুল এঁকে নিলাম।

1638505020307.jpg


ধাপ ১৪ :

এরপরে স্পঞ্জ দিয়ে নীল রং নিয়ে কাল অংশটা একটু একটু করে রং করি। এখানে আমি নীল রঙ দিয়ে কিছু অংশ স্পঞ্জ দিয়ে রং করি।

1638505020276.jpg

1638505020203.jpg


ধাপ ১৫ :

এরপরের সাদা রং দিয়ে ছোট ছোট তারা এঁকে নিলাম। এখানে আমি অনেকগুলো ছোট ছোট তারা আঁকলাম।

1638505020111.jpg


শেষ ধাপ :


এভাবে আমি পুরো পেন্টিং করা শেষ করি। পেন্টিং করা শেষ করে আমি পেইন্টিং এর কিছু ফটোগ্রাফি করি । আশা করি আমার আজকের পোস্টার কালার দিয়ে প্রতিকৃতির ছবি পেইন্টিং আপনাদের ভালো লাগবে।

1638505168671.jpg

1638098823882.jpg

1638505182899.jpg

1638505119473.jpg

1638505075380.jpg

1638505191000.jpg

1638505078865.jpg


পেইন্টিং সহ আমার একটি ছবি

1638505209115.jpg


পোস্ট বিবরণ

শ্রেণীপেইন্টিং
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

ধন্যবাদ সবাইকে

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81Nob8RjiAuXKzVPMCYze3VPJuZt6zKYtv5NHRTGki5Bb9J8zQgkNJMsUwkntqf5nqvpbiaDQNgkiw5c4UajTzbY.png

Sort:  
 3 years ago 

ওয়াও! আপু আপনিতো পোস্টার কালার দিয়ে খুব সুন্দর ভাবে প্রকৃতির ছবি পেইন্টিং করলেন। আপনার পেইন্টিং দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রত্যেকটি পেইন্টিং আমার কাছে খুবই ভালো লাগে‌ আপনার প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আর আপনি যে পেইন্টিং করেছেন তা একবারে নিখুঁতভাবে হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে এরকম সুন্দর সুন্দর পেইন্টিং শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ।

 3 years ago 

ওয়াও আপু আপনি অনেক সুন্দর মেয়ের প্রতিকৃতি আর্ট করেছে। দেখতে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে একেবারে ইউনিক । বাংলাদেশের শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। কিন্তু আপনার মন্তব্যটি দেখে নিবেন ভুল আছে।

পোসটার কালার দিয়ে প্রতিকৃতির ছবি পেইন্টিং অসাধারণ লেগেছে আপু আমার কাছে। কি বলবো আপনি এতো সুন্দর করে একটি মেয়ের পেইন্টিং করেছেন। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ধাপ গুলো খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।

 3 years ago 

পোস্টার রং ব্যবহার করে অত্যন্ত সুন্দর একটি প্রতিকৃতির ছবি পেইন্টিং করেছেন আপু। যা দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই প্রতিকৃতির পেইন্টিং এর কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। এত সুন্দর প্রতিকৃতিটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য এবং এই প্রতিকৃতি কিভাবে পেইন্টিং করা যায় তার প্রত্যেকটি ধাপ তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।

 3 years ago 

দক্ষতা, নিপুণতার ছোঁয়ায় অসাধারণ একটি পেইন্টিং তৈরি করেছেন আপু আপনি।সত্যিই অসাধারন এবং বাঁধাই করে দেয়ালে টাঙিয়ে রাখার মত একটি পেইন্টিং।ধন্যবাদ আপু সুন্দর একটি পেন্টিং আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

সত্যি আপনার অংকন তো অসাধারণ হয়েছে। আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার উপস্থাপন ভলো ছিল এবং অনেক সুন্দর দেখতে হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল আপু। 💞💞

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।

 3 years ago 

বেশ সুন্দর একটি চিত্র আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।বিশেষত এই প্রতিকৃতিকে রাঙিয়ে তোলার ব্যাপারটা বেশ ভালো লাগলো আমার কাছে। আপনার প্রতিটি অংকন খুব সুন্দর হয় । প্রতিটি অংকন খুব সুন্দর করে থাকেন ।আজকের এই প্রতিকৃতির অঙ্কনও বেশ সুন্দর করেই করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম ।আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

আপনার উপস্থাপন করা প্রতিকৃতির ছবি পেইন্টিং তা দেখতে একদম অসাধারণ লাগছে ।আমি একদম প্রফেশনাল ভাবে পেইন্টিংটি তৈরি করতে সক্ষম হয়েছেন বিশেষ করে আপনার পেইন্টিং তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দরভাবে বর্ণনা সাথে ফুটে উঠেছে। সেই সাথে পোস্টটি দারুন হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে, এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।

 3 years ago 

অনেক ভালো লাগলো পোস্টার কালার দিয়ে প্রতিকৃতি ছবি পেইন্টিং করেছেন দারুন ছিল আপু। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং আপনার পেইন্টিং সত্যিই দেখার মতো ছিল। একদম অসাধারণ। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

বাধাই করে রেখে দেওয়ার মত একটা পেইন্টিং 👌। কোন দিক থেকে শুরু করবো প্রশংসা করা এটাই বুঝতে পারছি না। মারাত্মক হাতের কাজ গো দিদি। মেয়েটার চোখটা সাংঘাতিক এঁকেছেন। সকাল বেলা টা সার্থক এত সুন্দর একটা আর্ট দেখে। অনেক দূর এগিয়ে যান দিদি।

 3 years ago 

এই ছবিটি বাধাই করে রেখেছি আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 91022.78
ETH 3148.10
USDT 1.00
SBD 2.96