জেনারেল রাইটিং:- "ধৈর্য মানুষকে উন্নত করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে"
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।
প্রত্যেকটা মানুষের মধ্যে ধৈর্য থাকাটা অনেক বিষয় গুরুত্বপূর্ণ। যে মানুষের মধ্যে ধৈর্য আছে, সে মানুষ অবশ্যই জীবনে ভালো কিছু করতে পারবে। বিশেষ করে সে নিজের জীবনে সফলতা অর্জন করতে পারবে। একটা মানুষকে উন্নত করার জন্য ধৈর্য যথেষ্ট। ধৈর্যের ফলে অনেক ভালো কিছু হয়। কথায় আছে না, ধৈর্যের ফল অতি মিষ্টি।। আর এই জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে ধৈর্য থাকা উচিত। আমরা যদি ধৈর্যশীল না হই, তাহলে কখনো কোনো কিছু আমরা করতে পারবো না। জীবনে সফল হওয়ার জন্য ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের আশেপাশে তাকালে আমরা দেখতে পাবো, যাদের মধ্যে ধৈর্য নেই তারাও জীবনে কিছু করতে পারে না।
আর এই জন্যই আমাদের মধ্যে অবশ্যই ধৈর্যটা রাখা লাগবে। ধৈর্য যেমন একটা মানুষ উন্নত করে, সফল তেমনি একটা মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা মিথ্যা যথেষ্ট। একটা মিথ্যার মাধ্যমে একটা মানুষ পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যেতে পারে। এটা একটা বড় হাতিয়ার মানুষকে ধ্বংস করার জন্য। এরকম অনেক কিছু ক্ষেত্রেই আমরা মিথ্যা কে প্রশ্রয় দিয়ে থাকি। যেটা একসময় খুবই খারাপ প্রভাব ফেলে আমাদের জীবনে। হয়তো আমরা সেই মুহূর্তে বুঝতে পারি না, এই বিষয়টা কখনো না কখনো আমাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু যখন ধ্বংস করে দেয়, তখনই আমরা বুঝতে পারি এই বিষয়টা।
তখন এটা সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায়। এইজন্য সত্য যে রকমই হোক না কেন, কখনো মিথ্যাকে প্রশ্রয় দেওয়া আমাদের উচিত নয়। সবকিছুর মাঝে অবশ্যই আমাদেরকে সত্যকে তুলে ধরতে হবে মিথ্যা কে নয়। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সত্যকে লুকানোর জন্য মিথ্যা কথা বলে থাকি। হয়তো আমরা মনে করি সেই মিথ্যাটা অনেক ছোট, আর এতে কোনো কিছুই হবে না। কিন্তু একটা ছোট্ট মিথ্যা ও অনেক বড় আকার ধারণ করে কোনো এক সময়। যার ফলে আমাদের জীবনটা একেবারে ভিন্ন রকমের হয়ে যায়। আর তখন আফসোস করেও কোনরকম লাভ হয় না। এইজন্য সব সময় সত্যের পথেই থাকা লাগবে।
প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যদি আমরা ধৈর্য টাকে কাজে লাগাই, তাহলে একসময় দেখা যাবে আমাদের সেই ধৈর্যের ফল অনেক বেশি মিষ্টি হবে। কিন্তু একটা সত্যকে ঢাকার জন্য যদি আমরা হাজার মিথ্যা বলি, তাহলে সেটা আমাদের জীবনে কাল হয়ে দাঁড়াবে। কারণ সত্য কখনো চাপা থাকে না। এক সময় না একসময় অবশ্যই সেই সত্য সবার সামনে আসবে। আর তখন আমাদের জীবনটাও ধ্বংস হয়ে যাবে পুরোপুরি ভাবে। সত্যকে কখনো লুকিয়ে ফেলা যায় না মিথ্যা দিয়ে। একটা মিথ্যা একটা মানুষের জীবনে খুবই খারাপ প্রভাব ফেলে। এইজন্য সবকিছুর ক্ষেত্রেই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত আমাদের। আমরা একটা কথা জানি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
নিজের মধ্যে ধৈর্য রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। সেই সাথে মিথ্যাকে প্রশ্রয় না দিয়ে সত্যের সাথে চলতে হবে আমাদের। এর ফলে দেখা যাবে ভবিষ্যতে আমাদের সাথে অনেক ভালো কিছু হবে। আর আমরা ভালো কিছু অর্জন করতে পারবো। নিজের মধ্যে আত্মবিশ্বাসটাকে ধরে রাখা লাগবে আমাদের সবার। সত্য যত খারাপই হোক না কেন, সত্যের পথেই থাকা লাগবে আমাদের। মিথ্যার পথে থেকে নিজের জীবনকে ধ্বংস করে দেওয়া অনেক বড় বোকামি। আর এই জন্য নিজের মধ্যে ধৈর্য টাকে ধরে রাখুন মিথ্যাকে কখনো প্রশ্রয় দেবেন না। আজ এই পর্যন্তই লেখার চেষ্টা করলাম। পরবর্তীতে হাজির হবো অন্য কোনো টপিক নিয়ে।
আমার পরিচয়
আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
https://x.com/TASonya5/status/1855260825591939549?t=6DlgunmWB5xaPevz_3PmlQ&s=19
চারপাশে এমন মানুষকে দেখেছি যারা কথায় কথায় মিথ্যার আশ্রয় নেই। তারা এত বেশি মিথ্যা কথা বলে যে আমার মনে হয় একশতের মধ্যে ৯৯টি মিথ্যা কথা নিয়ে তাদের জীবন চলে। আর একটা সবচেয়ে বিশেষ গুণ হচ্ছে ধৈর্য। এই পৃথিবীতে সফলতার ক্ষেত্রে ভালোভাবে বাঁচার ক্ষেত্রে ধৈর্য অপরিহার্য। যার যত ধৈর্য বেশি সেই মানুষ তত বেশি সফল।
ঠিক বলেছেন বিশেষ গুণ হচ্ছে ধৈর্য।
জা আপু ঠিক বলেছেন, মিথ্যা সত্যিই মানুষকে ধ্বংস করে। মিথ্যা সাময়িকভাবে মানুষের মনে প্রশান্তি দিলেও, স্থায়ীভাবে আমাদের অন্তরকে মেরে ফেলে। সেজন্য মিথ্যার আশ্রয় না নিয়ে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। ধন্যবাদ।
সব সময় ধৈর্য ধরে থাকা উচিত। ধৈর্য থাকলে সব কিছু সম্ভব।
আসলে এরকম অনেক মানুষ রয়েছে একটা সত্যকে ঢাকার জন্য অনেক মিথ্যা বলে। আর এগুলোই তাদের জীবনের কাল হয়ে আসে একসময়। প্রত্যেকটা মানুষের উচিত ধৈর্য ধরে থাকা এটা আমি নিজেও মনে করি। ধৈর্য মানুষকে অনেক ভালো একটা পর্যায়ে নিয়ে যায় এটা ঠিক। সবকিছুর মাঝে ধৈর্য ই বেস্ট। ধৈর্য থাকলে একসময় আমরা ভালো কিছু অবশ্যই অর্জন করতে সক্ষম হবো।
ঠিক বলেছেন ধৈর্য একটা মানুষকে অনেক ভালো পর্যায়ে নিয়ে যায়। আমার পুরো পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনার পোষ্টের সাথে আমি একমত। আসলে আপু ধৈর্য মানুষকে সামনের দিকে নিয়ে যায়। আর ধৈর্য ধরলে মানুষ সফলতা অর্জন করতে পারে।মিথ্যা মানুষকে ধ্বংস করে এবং মানুষকে হিংসা করে তুলে। আর মিথ্যা দিয়ে কখনো কেউ সত্য প্রমাণ করতে পারে নাই। সুন্দর শিক্ষনীয় একটি পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনি আমার পোষ্টের সাথে একমত এটা শুনে ভালো লাগলো। হ্যাঁ ধৈর্যে একজন মানুষকে সামনের দিকে নিয়ে যায়। সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।